জেন’এর সাথে কথা হচ্ছিলো চ্যাটে, সে বলল, “বুবু, আজকে সেজানের সাথে বাইরে ঘুরবো… ওর আজকে নাইট, সাথে গাড়ী থাকবে… মজা হবে…”
সাথে সাথেই নক দিলাম সেজানকে, “অই! আমিও বেরবো…”
বলল, “দাঁড়াও, দেখি আজকে আমার সাথে ডিউটিতে কে আছে…”
তারপর, বেরিয়ে পড়লাম আমরা…
মাঝপথে রাসেদ ভাইয়ের এলাকায় নামলাম আড্ডা দিতে, তারপর তাকে নিয়েই ঘুরলাম…
মাঝরাত, কোথাও রিপোর্ট করার মত কিছু নেই,
জেন বলল, আচ্ছা আমি তোমাদের সাক্ষাতকার নেই, রিপন ভাই ভিডিও করেন…
রাসেদ ভাই বলল, করবই যখন, মজার কিছু প্ল্যান করি…
দশ মিনিটের প্ল্যান, দুই ঘণ্টার শুটিং,
কোন ইউনিট নাই, লাইট নাই, মেকাপ নাই, ড্রেসের অবস্থাও শোচনীয়…
তারপরেও কিছু একটা করলাম…
সেই কিছু একটা আসলেই কিছু হল কিনা জানিনা, তবে আমরা অনেক মজা করেছি…
আমাদের সেই “কিছু একটা”কে ইউটিউবে দেখে ভীষণ ভালো লাগছে 🙂
Directed By Rashed Haque …
Model Reaj Sejan , Dilruba Möön Hosen, R.k. Jan And @#Rashed_Haque…
Camera Person… Ali Hossain Ripon ….
Editing Mahin Bin Masud Ayon & Hasan…
Thanks….. 🙂
এই লিংকে ক্লিক করে দেখুন আমাদের কিছু একটা :p
১৭টি মন্তব্য
মা মাটি দেশ
(y)
দিলরুবা মুন
🙂
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
++++++++
জিসান শা ইকরাম
কিছু একটা করার চিন্তাকে সাধুবাদ -{@
কিন্তু ইউটিউব লিংকটিই তো আসেনি 🙂
জিসান শা ইকরাম
লিংক ঠিক করে দেয়ার জন্য ধন্যবাদ ।
দেখলাম
ভালোই লেগেছে – কিছু একটাকে
সোনেলায় একজন অভিনেত্রী / মডেল আছেন জেনে ভালো লাগলো ।
শুভ কামনা সব সময়ের জন্য ।
দিলরুবা মুন
:p
হতভাগ্য কবি
চমৎকার , ভালো লাগ্লো 😀 😀
দিলরুবা মুন
ধন্যবাদ 😀
খসড়া
ভাল লাগলো।
দিলরুবা মুন
\|/
শিশির কনা
আপনি তো দারুন ইস্মাট 🙂
দিলরুবা মুন
😮
রিমি রুম্মান
ভাল লাগলো … বন্ধুত্ব। শুভকামনা।
আদিব আদ্নান
দেখে ফেললাম , ভালই মনে হল ।
ছন্নছাড়া
🙂 ……………………… (y) ………।
শুন্য শুন্যালয়
বাহ বেশ মজার তো…
(y)
লীলাবতী
সুন্দর আইডিয়া । অভিনয় তো ভালোই পারেন আপু।