আমাদের আত্ম-সম্মান ….

শোভন জামান ১০ জুলাই ২০১৩, বুধবার, ০১:৫৪:৫১পূর্বাহ্ন বিবিধ ৭ মন্তব্য

কয়েক দিন আগের ঘটনা । সন্ধ্যার সময় বাসার সামনের রাস্তায় বসে বসে বিড়ি টানছিলাম, রাস্তা না বলে গলি বলাই ভাল। দুটো গাড়ি পাশাপাশি ক্রস করতে পারে কষ্টে করে। গলির এক জায়গায় থাম্বা আছে একটি, এই জায়গা দিয়ে দুটো গাড়ি একসাথে যেতে পারে । আজকে যা হয়েছে তা  হলো , দুটো কার দুদিক থেকে এসে আটকে গিয়েছে ওই জায়গায়। কোন একটা গাড়ি ব্যাক করে আরেকটাকে সাইড দিলে তবেই যেতে পারবে। একটা গাড়ি এলাকার এক বড় ভাইয়ের আরেকটার উপর পুলিশ লেখা। দুজনেই কিছুক্ষণ হর্ন দিল। কেউই ব্যাক করল না। বোঝা গেল কেউ ব্যাক করে সময় নষ্ট বা নিজেকে ছোট করতে রাজি না। তো আর কি যা হবার তাই শুরু হল – প্রথমে কথা কাটাকাটি আর তারপর গালাগালি। ততোক্ষণে দুইদিকেই গাড়ি ও রিক্সার জ্যাম লেগে গেছে। এখন আর কারো পক্ষেই সহজে ব্যাক করা সম্ভব না আর তা তারা করতে চায় বলেও মনে হল না। তারা তখনও সময় আর সন্মান বাঁচাতে একে ওপরকে গালাগালি করেই চলেছেন…… অতপর বিরক্ত হয়ে আমার প্রস্থান আর বাসায় আশার পর শেষ চিল্লাচিল্লি শুনতে পাওয়া পর্যন্ত তারা তখনও সন্মান আর সময় বাঁচানোর লড়াই করে চলেছেন… :/

৬৭১জন ৬৭১জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ