বাংলাদেশ!বিশ্বের জনবহুল মুসলিম দেশের মধ্যে একটি৷এ দেশে প্রায় ৯০%মুসলিম৷বেশিরভাগ মুসলিমই ধর্মপ্রাণ৷ধর্মের বই এরা না পড়লেও ধর্মকে বেগতিক বিশ্বাস করে এবং মানে৷ আর প্রায় অধিকাংশ মুসলিমের ঘরে একটি করে কুরআন রয়েছে তাকের পরে পবিত্র কাপড় দিয়ে বাধা৷সময় পেলে একদিন হয়তো পড়ে সুর করে অর্থ বিহীন কয় লাইন, তারপর শেষ করে দু-তিনটা চুমা দিয়ে জায়গার মাল জায়গায় রেখে দেই৷প্রতিটা হরফে দশ নেকি, বহুৎ পড়েছি,বহুৎ নেকী জোগাড় করে ফেলাইছি৷প্রায় মাস-বছর খানিক আর পড়া লাগবে না৷জান্নাত হাতছানি দিয়ে ডাকছে,আমারে আর ঠেকায় কে?
___বলি, কুরআন কি আল্লাহ খতম দেওয়ার জন্য,পানি পড়া,তাবিজের জন্য পাঠিয়েছে?
এটার মর্মার্থ বুঝা লাগবে না গজমূর্খ৷
কুরআন আল্লাহর কথা,তিনি কি বলছেন,সেটা ভাল করে বোঝাই তোমার কাজ,এটাই কুরআনের হক৷ এটাই একজন মুসলিমের প্রধান দায়িত্ব৷
আসল কথায় আসি-আজ আমরা মুসলমান ইসলাম,কুরআন,হাদিস থেকে অনেক দূরে সরে গিয়েছি,ভাল করে আর বুঝতে চাই না,অন্য বিষয় নিয়ে পড়ে আছি৷
এজন্য এ বিষয়ে কেউ ভুল বললেও আর ভুল ধরতে পারিনা,কিছু বলতেও পারিনা৷
কারণ?কারণ একটাই এ বিষয়ে ভাল জানিনা,পড়ি নাই৷ শুধু লোক মুখে শুনেছি,তাই মানি৷
আমরা সর্বদা হুযুগী বাঙালি মুসলিম জাতি!!!
১২টি মন্তব্য
আগুন রঙের শিমুল
শরীফুল এইখানেও ^:^
শরিফুল ইসলাম শরীফ
আপনি কি ‘আমার ব্লগের’ শিমুল নাকি!@শিমুল ভাইয়া
শুন্য শুন্যালয়
হুজুগে বাংগালী মুসলিম জাতি মানে?
আমরা জন্মগত ভাবে মুসলিম। আপনার হুজুগী শব্দটার মানে এখানে বুঝতে পারলাম না।
পুষ্পবতী
আমরা মুসলমান জাতি হিসেবে আমাদের উচিত প্রতিদিন কুরআন পাঠ করা আর অর্থ বুঝে পড়া। কিন্ত বেশির ভাগ মানুষই অর্থ না বুঝে পাঠ করে।
ধন্যবাদ ভাইয়া মূল্যবান পোষ্টি দেওয়ার জন্য। ভালো থাকুন। -{@
শরিফুল ইসলাম শরীফ
ধন্যবাদ পুষ্পবতী আপু,সুন্দর মন্তব্যের জন্য৷
আমার পোস্টের মূল উদ্দেশ্য ওটায়,আপনি যেটা বললেন৷
শরিফুল ইসলাম শরীফ
হুযুগে মানে হলো-যারা কোন কিছু না বুঝে লাফায়৷@শূন্যালয়
স্বপ্ন নীলা
আপনার লেখার শিরোণাম দেখে পড়তে ইচ্ছা করে নাই — কিন্তু ভেতরে গিয়ে পড়ে ভাল লাগলো — আশা করবো শিরোনাম টা পরিবর্তন করবেন — এতে আমাদের সবারই উপকার হবে —-
আন্তরিক শুভকামনা
শরিফুল ইসলাম শরীফ
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য!@ স্বপ্ন নীলা
অ:ট: আপনি খারাপ বলেননি,তবে শিরোনামটা একেবারে মন্দ নয় কিন্তু৷ তারপরেও পরিবর্তন করতে পারতাম কিন্তু পারছি না দুটি কারণে-
(১) আমার মোবাইল থেকে ওটা করতে পারবো না! (২) এই পোস্ট অনেক ব্লগে দিয়েছি৷
আপনার কথা রাখতে পারছি না,এজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত!
ভালো থাকুন সবসময়!
মরুভূমির জলদস্যু
“বলি, কুরআন কি আল্লাহ খতম দেওয়ার জন্য,পানি পড়া,তাবিজের জন্য পাঠিয়েছে?”
এটা শুধু আমাদের দেশের অবস্থা নয়, বরং বেশিরভাগ মুসলিমদেরই এই অবস্থা।
শরিফুল ইসলাম শরীফ
ঠিক বলেছেন জলদর্স্যু ভাই৷
খসড়া
আপনার লেখা ভাল হয়েছে কিন্তু শিরনাম টা ঠিক হয় নি। হুজুগে শব্দের আক্ষরিক অর্থ আমি জানি না তবে চলতি অর্থ হল হঠাৎ মেতে উঠা।
আমরা জাতি গত ভাবে বাঙ্গালী, দেশ হিসাবে বাংলাদেশী, জন্মসূত্রে মুসলমান। ধর্ম এর বই পড়ি না কিন্তু কিছু অনুশাসন মানি ও প্রানপনে পালন করি। হ্যা আমি মৌলবাদ পছন্দ করিনা। ধর্মের বেলায় মৌলবাদ আর অধর্মের বেলায় উগ্রবাদ আমার দৃষ্টিতে একই, ধর্ম নিয়ে পড়া শুনা কম তবে বাবা দাদা নানা নানী মা দাদী যা মেনে কবরে গেছেন সেটাই তাদের দৃষ্টীতে সত্য তাই আমার দৃষ্টিতেও তাই হয়ত আমার শিক্ষা তাদের সংস্কার থেকে আমাকএ বের হতে সাহায্য করেছে এটুকুই পার্থক্য।
আপনি কোরান পড়া নিয়ে যা লিখেছেন এবং আমাদের দেশের আপামর মানুষ কিন্তু তাই। ভাল লেগেছে। এদেশের মানুষ আরবী অক্ষরের মত লেখা দেখলেই সালাম করে বুঝতে পারে না এটা ফরাসী না পুর্তী , আবার বোঝেও না এটা কনডম , চকলেট, লিপিস্টিকের বিজ্ঞাপন নাকি ধর্মীয় কোন কথা।
শরিফুল ইসলাম শরীফ
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের এবং ভাল লাগার জন্য!@ খসড়া
অ:ট: শিরোনাম পরিবর্তন করতে পারতাম কিন্তু একটু সমস্যা আছে! কি সমস্যা?
সেটা উপরে মন্তব্যয় বলেছি,একটু দেখুন প্লীজ৷