বাংলাদেশ!বিশ্বের জনবহুল মুসলিম দেশের মধ্যে একটি৷এ দেশে প্রায় ৯০%মুসলিম৷বেশিরভাগ মুসলিমই ধর্মপ্রাণ৷ধর্মের বই এরা না পড়লেও ধর্মকে বেগতিক বিশ্বাস করে এবং মানে৷ আর প্রায় অধিকাংশ মুসলিমের ঘরে একটি করে কুরআন রয়েছে তাকের পরে পবিত্র কাপড় দিয়ে বাধা৷সময় পেলে একদিন হয়তো পড়ে সুর করে অর্থ বিহীন কয় লাইন, তারপর শেষ করে দু-তিনটা চুমা দিয়ে জায়গার মাল জায়গায় রেখে দেই৷প্রতিটা হরফে দশ নেকি, বহুৎ পড়েছি,বহুৎ নেকী জোগাড় করে ফেলাইছি৷প্রায় মাস-বছর খানিক আর পড়া লাগবে না৷জান্নাত হাতছানি দিয়ে ডাকছে,আমারে আর ঠেকায় কে?
___বলি, কুরআন কি আল্লাহ খতম দেওয়ার জন্য,পানি পড়া,তাবিজের জন্য পাঠিয়েছে?
এটার মর্মার্থ বুঝা লাগবে না গজমূর্খ৷
কুরআন আল্লাহর কথা,তিনি কি বলছেন,সেটা ভাল করে বোঝাই তোমার কাজ,এটাই কুরআনের হক৷ এটাই একজন মুসলিমের প্রধান দায়িত্ব৷
আসল কথায় আসি-আজ আমরা মুসলমান ইসলাম,কুরআন,হাদিস থেকে অনেক দূরে সরে গিয়েছি,ভাল করে আর বুঝতে চাই না,অন্য বিষয় নিয়ে পড়ে আছি৷
এজন্য এ বিষয়ে কেউ ভুল বললেও আর ভুল ধরতে পারিনা,কিছু বলতেও পারিনা৷
কারণ?কারণ একটাই এ বিষয়ে ভাল জানিনা,পড়ি নাই৷ শুধু লোক মুখে শুনেছি,তাই মানি৷
আমরা সর্বদা হুযুগী বাঙালি মুসলিম জাতি!!!

৮২৬জন ৮২৫জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ