আমি ঘুড়েছি

চড়কা যে ভাবে ঘুড়ে

আমিও ঘুড়েছি সেই ভাবে

ব্লগের এ বাড়ী ঐ বাড়ী

নেই নেই কোথাও নেই

শান্তি নেই, কথা বলার অধিকার নেই

নেই যুক্তিকতার ধারে কাছে

সকলেই কেমন যেন পর পর

মনে হয় আমি যেন কোন এক ভিন দেশী

ভিন গ্রহের বাসিন্দা

আর সবাই যেন ব্লগগুলোর জম্মদাতা

ডিপজলের ডায়লগের মতন

কমেন্টস করেন অগ্নিশর্মা হয়ে

যখনই লাগে আতেঁ গা

অবশেষে পেলাম খুজেঁ শান্তির আস্তানা

শ্রদ্ধেয় জিসান ও হেলাল ভাইয়ার

এই সোনেলা

এখানে বসত করে বাংলা মায়ের দেশপ্রেমি

সহজতর কমেন্টসে যুক্তির নিরিখে লেখার সমালোচনা

নেই কোথাও রাগের চিহ্ন

ভালবাসা আর শ্রদ্ধার মাঝে

বেচে থাকি

আছি

এবং থাকব।

সোনেলা আগের চেয়ে এখন অনেক আপডেট তা এমনিতেই হয়নি সরল দুটো মানুষের সরলতায় আমরা সোনেলার মায়ার বন্ধনে যুক্ত হই।সব কিছুই ঠিক আছে সোনেলার তবে মাঝে মধ্যে সাক্ষাত হওয়ার মতন কিছু ইভেন্ট থাকলে হয়তো সোনেলা আরো জনপ্রিয়ের দিকে এগিয়ে যেত এবং আমরাও একে অপরকে বুঝতে পারতাম।তাই সোনেলার শ্রদ্ধেয় কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ আসন্ন ঈদের পর সোনেলার ক্ষুদ্র একজন সহযোদ্ধা হিসাবে আবদার আবার একটি

“সোনেলায় ঈদ পূর্ণমিলনী”

হবে।

(y)

যত দিন থাকবে পদ্মা মেঘনা যমুনা

সোনেলায় বেচে থাকব আমরা

জলের ধারার ন্যায় লিখে যাব

মা মাটি দেশের তরে

লিখে যাবো একটি নাম

সোনেলা,,,

তুমি আমার প্রান।

 

 

৭৭৩জন ৭৭৩জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ