আমি ঘুড়েছি
চড়কা যে ভাবে ঘুড়ে
আমিও ঘুড়েছি সেই ভাবে
ব্লগের এ বাড়ী ঐ বাড়ী
নেই নেই কোথাও নেই
শান্তি নেই, কথা বলার অধিকার নেই
নেই যুক্তিকতার ধারে কাছে
সকলেই কেমন যেন পর পর
মনে হয় আমি যেন কোন এক ভিন দেশী
ভিন গ্রহের বাসিন্দা
আর সবাই যেন ব্লগগুলোর জম্মদাতা
ডিপজলের ডায়লগের মতন
কমেন্টস করেন অগ্নিশর্মা হয়ে
যখনই লাগে আতেঁ গা
অবশেষে পেলাম খুজেঁ শান্তির আস্তানা
শ্রদ্ধেয় জিসান ও হেলাল ভাইয়ার
এই সোনেলা
এখানে বসত করে বাংলা মায়ের দেশপ্রেমি
সহজতর কমেন্টসে যুক্তির নিরিখে লেখার সমালোচনা
নেই কোথাও রাগের চিহ্ন
ভালবাসা আর শ্রদ্ধার মাঝে
বেচে থাকি
আছি
এবং থাকব।
সোনেলা আগের চেয়ে এখন অনেক আপডেট তা এমনিতেই হয়নি সরল দুটো মানুষের সরলতায় আমরা সোনেলার মায়ার বন্ধনে যুক্ত হই।সব কিছুই ঠিক আছে সোনেলার তবে মাঝে মধ্যে সাক্ষাত হওয়ার মতন কিছু ইভেন্ট থাকলে হয়তো সোনেলা আরো জনপ্রিয়ের দিকে এগিয়ে যেত এবং আমরাও একে অপরকে বুঝতে পারতাম।তাই সোনেলার শ্রদ্ধেয় কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ আসন্ন ঈদের পর সোনেলার ক্ষুদ্র একজন সহযোদ্ধা হিসাবে আবদার আবার একটি
“সোনেলায় ঈদ পূর্ণমিলনী”
হবে।
(y)
যত দিন থাকবে পদ্মা মেঘনা যমুনা
সোনেলায় বেচে থাকব আমরা
জলের ধারার ন্যায় লিখে যাব
মা মাটি দেশের তরে
লিখে যাবো একটি নাম
সোনেলা,,,
তুমি আমার প্রান।
২৪টি মন্তব্য
সঞ্জয় কুমার
ধন্যবাদ সুন্দর একটা লেখা উপহার দেয়ার জন্য
মা মাটি দেশ
সহ মততো জনাননি ভাইয়া। -{@ (y) তবুও শুভেচ্ছা।
সঞ্জয় কুমার
আসলে ঈদে আমি গ্রামের বাড়িতে থাকি তারপরও চেষ্টা করব
ছাইরাছ হেলাল
তা মন্দ হয় না । করা যাবে সবাই আন্তরিক ভাবে চাইলে ।
আসল কথা হল দু’জন অলেখক সব করে ফেলছে এটি মেনে নেয়া ঠিক হবে না । আমরা যারা এখানে কম বা বেশি
যে যেভাবে এই ছোট কিন্তু আন্তরিক ব্লগটির সাথে সম্পর্কিত তারাই একান্ত ভাবে সকল কৃতিত্বের দাবীদার । আমারা এমন ও ভাবতে পারি সত্যি সত্যি প্রকৃত লেখকদের মধ্যথেকে আরও একটু বেশি দায়িত্ব নিয়ে কেউ কেউ আরও একটু বেশি করে সম্পৃক্ত হলে আমাদের যাপিত সময়টুকু আরও আনন্দঘন হলেও হতে পারে । আমরা সহ যারা একদম প্রথম থেকে এখানেই সময় দিয়ে যাচ্ছেন ক্রমাগত তাদের প্রতি অশেষ দায় আমাদের সবার ।
এই লেখক তার শত ব্যস্ততার মধ্যেও একদম আমার থেকেও নিয়মিত অহর্নিশ এখানে সময় দিচ্ছেন তা কিন্তু মোটেই
ফেলনা নয় । আসলে সবার সদিচ্ছা ও আন্তরিকতাই আমদের আনন্দের উৎস ।
সবার মঙ্গল কামনা করি এই বৃষ্টিতেও ।
মা মাটি দেশ
ধন্যবাদ শ্রদ্ধেয় হেলাল ভাইয়া আমার আশা পূরণ হয়ে গেছে অনেক দিন যাবৎ আমার কোন লেখায় আপনার তেমন একটা মন্তব্য পাই না তাই এই পোষ্টের মাধ্যমে দৃষ্টি ফেরাতে পেরেছি আর যে যাই বলুক কিংবা আপনার অতি মহানুভবতায় বেরিয়ে আসুক সোনেলা সবার এটা ঠিক আছে তবে সোনেলার জম্ম দাতাদের তো আর ভূলতে পারি না।ধন্যবাদ -{@ (y)
ছাইরাছ হেলাল
মন্তব্য কোন ব্যাপার না । পাওয়া যাবে সমস্যা নেই ।
মা মাটি দেশ
ধন্যবাদ আমি শিখতে এসেছি তাই আমার দৃষ্টিতে যারা আমার চেয়ে বিজ্ঞ তাদের মন্তব্য পাওয়ার আশায় থাকি।সরি ভাইয়া যদি কথায় কোন ভূল হয়ে থাকে।
জিসান শা ইকরাম
সোনেলা কি এখন আর দুজনের আছে ? এটি আমার আপনার সকলের ব্লগ । একটি সময়ে ছিলো । এখন সোনেলায় আপনি আমি সবাই সমান । সবার অধিকার সমান এখানে ।
বেশী ঘোরাঘুরির দরকার কি ? নিজের বাড়ি এটি আপনার । আমরা সেই বাড়ির , এই পরিবারের এক একজন সদস্য । আমি কিন্তু এমনই ভাবি । সবাই আমরা এমন ভাবা শুরু করি ।
“সোনেলা ঈদ পূর্ণমিলনীর চিন্তাটি ভালোই ।
শুরু করুন চিন্তা , সাথে আছি আমরা ।
মা মাটি দেশ
ধন্যবাদ জিসান ভাইয়া উদ্দ্যেগতো নিতে হবে কেউ একজনকে তা গোড়া থেকেই হওয়া শ্রেয় মনে হয়।সহমতের জন্য ধন্যবাদ। -{@ (y)
আবিদ রোজীনা
শিরোনাম দেখে গান ভেবেছিলাম । পড়ে দেখি ঈদ পূর্ণমিলনী । হলে ভালোই হয় । আমি লিখতে পারিনা । তারপরেও এখানে পোষ্ট দেই । এটি আমাদের ব্লগ ।
মা মাটি দেশ
হলে ভালো হয় কথার কেমন যেন অনিহার ভাব তবুও ধন্যবাদ।চমকের জন্যই এমন শিরোনাম। -{@ (y)
ব্লগার সজীব
ভালো লিখেছেন ভাই । হবে নাকি ঈদ পূর্ণমিলনী ?
মা মাটি দেশ
আপনারা চাইলেই হবে।ধন্যবাদ। -{@ (y)
বনলতা সেন
মন্দ হয় না । রথী মহারথীদের দেখা মিলবে ।
মা মাটি দেশ
ধন্যবাদ আপু সকলের ইচ্ছেই ঘটতে পারে আরেকটি মিলন মেলা। -{@ (y)
আদিব আদ্নান
আগেও একবার হয়েছিল , ছবিতে দেখেছি । আসতে পারিনি ।
এবারে চেষ্টা করব ।
মা মাটি দেশ
ধন্যবাদ সাথে থাকার জন্য। -{@ (y)
ইকু
বেশ ভালো লাগলো 🙂
মা মাটি দেশ
হুম :Happy-Grin:
মোঃ মজিবর রহমান
মনির ভাই, মন্দ কি ব্লগ দুই হৃদয়বান পুরুষের উপর দাড়িয়ে দেশের কথা, দেশের জন্ম কথা ও সকল ব্লগারদের তুলে এনেছেন সাধারন মানুষ থেকে লেখক বানিয়েছেন। তবে অনেকে পূর্বেও লেখক ছিল এটা পেয়ে আর গতিশীল হয়েছে।
অনেকে উজ্জিবিত হয়েছেন নতুন ভাবে।
আপনার কবিতার মাঝে একটু কষ্ট অনুভব করলাম। তাহল মন্তব্য নিয়ে। এতাই ভাল ভাইয়া। আল্লাহ সবাইকে এক মাপে তৈরি করেনি বিধায় মন এক নয়। মন্তব্য চিন্তাধারা মিল্বে আশা করিনা।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
মা মাটি দেশ
ধন্যবাদ মজিবর ভাই আপনার সাথে দেখা হবে এই ঈদ পূর্ণমিলনীতে আশা করি। -{@ (y)
মোঃ মজিবর রহমান
off course. see u Eid
সিনথিয়া খোন্দকার
অবশেষে পেলাম খুজেঁ শান্তির আস্তানা
শ্রদ্ধেয় জিসান ও হেলাল ভাইয়ার
এই সোনেলা
এখানে বসত করে বাংলা মায়ের দেশপ্রেমি
সহজতর কমেন্টসে যুক্তির নিরিখে লেখার সমালোচনা
নেই কোথাও রাগের চিহ্ন
ভালবাসা আর শ্রদ্ধার মাঝে
বেচে থাকি
আছি
এবং থাকব। (y)
মা মাটি দেশ
সহজ তর কপি মতামত কই