প্রিয় ব্লগার ভাই আর মিষ্টি মিষ্টি আপুরা, আশা করি সবাই ভালো আছেন সবাই।
অতীব দুঃখের সঙ্গে জানাতে চাই যে গল্প, শিরোনাম, কমেন্ট লিখতে গিয়ে দেখি প্রথম শব্দের পরে দ্বিতীয় শব্দ লিখতে গেলেই আর লেখা যাচ্ছে না বিধায় কারো লেখায় এমনকি আমার লেখায় কোন কমেন্ট করতে পারছিনা যার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমাপ্রার্থনা করছি আর আমাদের বল্গের মডারেটরদের অনুরোধ করছি দ্রুত সমস্যার সমাধান করার জন্য।
ধন্যবাদ।
;(
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপডেট জানাবেন,
আমার কিন্তু সমস্যা নেই,
ইঞ্জা
জিসান ভাইজান ব্রাউজার চেইঞ্জ করতে বলাতে বদলালাম, আর দেখি ঠিক হয়ে গেল, ধন্যবাদ ভাইজান। -{@
নীলাঞ্জনা নীলা
নাহ হ্যান্ডপাম্প ভাইয়া। এমন সমস্যা এখনও শুরু হয়নি। 😀
ইঞ্জা
আমার গুগল বাবারই সমস্যা পরে জিসান ভাইজান বলাতে অন্য ব্রাউজার ইউজ করলাম, এখন দেখি গুগল বাবা গোস্বা করে আবার ঠিক হয়েছেন।
রুম্পা রুমানা
আমি ভাবলাম আমার ডিভাইসে সমস্যা। যখনই লগ ইন হচ্ছিলাম সাথে সাথেই লগ আউট হয়ে যাচ্ছিলাম।আজ থাকতে পারছি ।
ইঞ্জা
শুভকামনা
নীরা সাদীয়া
আমি ছবি যোগ করতে গেলে দেখি পুরো লেখাটাই চলে যায়। সোনেলার হোম পেইজ চলে আসে। এতদিন তো এমনটা হয়নি।
ইঞ্জা
আমি অন্য ব্রাউজার ইউজ করাতে সমস্যা আর হয়নি আপু।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
(y) -{@ হয়ে গেছে।
ইঞ্জা
হুম হয়েছে। 😀
শুন্য শুন্যালয়
আরররে ভাইয়া সমস্যার আসল কারণই বুঝলেন না? আমি ঠিকমত না আসলেই ব্লগের মাথা খারাপ হয়, উল্টাপাল্টা করে :p
যাক বাবা টেকি জিসান ভাই ছিলো বলে রক্ষা।
কেমন আছেন ভাইয়া?
ইঞ্জা
ওহ হো তাই নাকি,এই জন্যই তো বলি আপু নাই বল্গের মাথা ঘুরে, যাক এসে পড়েছেন যখন ভাইয়ে গল্প দিয়েছে পড়ে ফেলুন। 😀
অলিভার
আমার এখানে সব ঠিকমতই কাজ করছে 😀 😀
ইঞ্জা
অন্য ব্রাউজার দিয়ে লিখলে সমস্যা হচ্ছেনা কিন্তু গুগলে সমস্যা হচ্ছে