“হর্ মুসিবৎকো দিয়া এক তবসুম্সে জবাব
ইস্তরাহ গরদিসে দৌড়োঁকো রুলায়া হ্যায় ময়নে।”
“—দুর্দিন-কে আমি খুব কাঁদিয়েছি । দুঃসময় ভেবেছিলো সে আমাকে কাঁদাবে ।
ভেঙে ফেলবে । কিন্তু পারেনি তা । বিপদের প্রতিটি আঘাতের জবাব আমি দিয়েছি
হাসিমুখে । আমার সে স্মিত হাস্যের ফুলের কাছে হেরে গেছে দুঃসময়ের ভ্রুকুটি ।”
১২টি মন্তব্য
লীলাবতী
বাহ!
আদিব আদ্নান
বাহ্ !
হায় ……হায়…
ঈশ্বর আপনি মানুষের শব্দ ভাণ্ডার বহুগুণ বৃদ্ধি করে দিন ……আমিন ।
জিসান শা ইকরাম
“—দুর্দিন-কে আমি খুব কাঁদিয়েছি । দুঃসময় ভেবেছিলো সে আমাকে কাঁদাবে ।
ভেঙে ফেলবে । কিন্তু পারেনি তা । বিপদের প্রতিটি আঘাতের জবাব আমি দিয়েছি
হাসিমুখে । আমার সে স্মিত হাস্যের ফুলের কাছে হেরে গেছে দুঃসময়ের ভ্রুকুটি ।”
…………… বাহ , দারুন, ছোট উক্তি কিন্তু অনেক প্রেরনাদায়ক।
আদিব আদ্নান
দুর্দিন মনে হয় পালিয়ে বেঁচেছে এযাত্রা ।
জবরুল আলম সুমন
মির্জা গালীবের শের না? অনুবাদটা দারুণ হয়েছে…
আদিব আদ্নান
শচীন ভৌমিকের একটি বই থেকে দিয়েছি , ওখানে লেখকের নাম দেয়া নেই ।
তাই শের টি কার লেখা আমার জানা নেই এবং অণুবাদক কে তাও জানি না ।
আমার ভাল লেগেছে তাই এখানে দিলাম ।
আমার খুবই পছন্দের এটি……।
জবরুল আলম সুমন
মির্জা গালীবের শেরই হবে। মির্জা গালিবের অনেক গুলো শেরের ভাবানুবাদ আমি করেছি। যদিও সেগুলো বিভিন্ন সময় ফেসবুক স্ট্যাটাসেই দিয়ে সংরক্ষণে নেই। ভাবানুবাদ্গুলো সংগ্রহ করতে পারলে এখানে পোষ্ট করবো।
আদিব আদ্নান
শের এর অপেক্ষায় থাকব ।
প্রজন্ম ৭১
আমি মনে হয় শের এই প্রথম পড়লাম। দারুন কথা ।
আদিব আদ্নান
সুমন আমাদের আরও ‘শের’ পড়ার সুযোগ দেবে বলে জানিয়েছে ।
আমরাও অপেক্ষায় ।
শিশির কনা
আনন্দ ধ্বনি থাকুক আমাদের সবার মাঝে।
আদিব আদ্নান
দুর্দিন কে কাঁদালেই আনন্দ ধ্বনি থাকবে সবার মাঝে সারাক্ষণ ।