রুপচর্চা মানে রুপের চর্চা। রুপকে ধরে রাখা কিংবা সেটার সৌন্দর্য বর্ধন করা। রুপচর্চা করতে কে না ভালোবাসে? মেয়েরা একটু বেশিই ভালোবাসে। তাই এই লেখাটা বিশেষ করে সোনেলার নারীকুলের জন্য উৎসর্গ করা হলো। পুরুষরা যারা এসে পরেছেন, বিব্রত হবেন না। আজকাল তো পুরুষরাও রুপচর্চায় এগিয়ে যাচ্ছে।
নিচে বিদেশী কিছু জনপ্রিয় ও প্রচলিত রুপচর্চা পদ্ধতি নিয়ে বক বক করা হলোঃ
১) ওয়াইন ফেসিয়াল
বিশ্বের বিভিন্ন দেশে রেড ওয়াইন কে ফেসিয়াল এর অন্যতম উপকরন হিসেবে ব্যবহার করা হয়। পার্শ্ববর্তী দেশ ভারতের দক্ষিনে চেন্নাই, ব্যাঙ্গালোরেও কিছু স্পা আছে যেখানে ওয়াইন ফেসিয়াল নিতে পারবেন।
২) বিয়ার বাথ
আবারও এ্যালকোহল জাতীয় জিনিষ নিয়ে লিখছি। ইউরোপের আইসল্যান্ড, চেক রিপাবলিকের মতো কিছু দেশের বিভিন্ন স্পা’তে বিয়ার ভর্তি এক বাথটাবে শুয়ে শুয়ে আপনি গোসল সারতে পারবেন। ২৫ মিনিটের এক গোসলে আপনাকে গুনতে হবে ৮৫-১২০ ইউরো পর্যন্ত। আর হ্যা, আপনি চাইলে বাথটাবে বসে এক গ্লাস বিয়ারও খেতে পারবেন।
৩) হু লিয়াও ফায়ার ট্রিটমেন্ট
আগুন বোঝো? আগুনে পুড়িয়ে খাটি হবে এই রুপ। চীন ও জাপানে হু লিয়াও নামে পরিচিত এই ট্রিটমেন্টে আপনার শরীরের বিভিন্ন জায়গায় কিছু পেষ্ট/স্ক্রাব মেখে তার উপর এ্যালকোহলে ডোবানো টাওয়েল রেখে আগুন ধরিয়ে দেয়া হয়। তাদের দাবি অনুযায়ী এটি চামড়ার ভাজ দূর করে, পেশীর ও হাড়ের জয়েণ্ট এর ব্যাথা দূর করে।
৪) সাপ মাসাজ
সাধারনত মাসাজ পার্লারগুলোতে গিয়ে ভাবেন আপনি আরামে শুয়ে থাকবেন, ম্যাসুজ আপনার শরীর মাসাজ করে দিবে। তবে ইন্দোনেশিয়ার বালিতে আপনাকে একটু সাহসী না হলে হবে না, কারন আপনার শরীর মাসাজ করে দিবে অজগর সাপ। আপনি শুয়ে থাকবেন এবং আপনার শরীরের উপর গোটা কয়েক অজগর ছেড়ে দেয়া হবে। তাদের দাবি এতে শরীর থেকে এড্রেনালিন নিঃসৃত হয় এবং স্কিন উপকৃত হয়।
৫) শামুক মাসাজ
জাপানে বিভিন্ন পার্লার পাবেন, যেখানে আপনার মুখে শামুক ছেড়ে দেয়া হবে। শামুক আপনার মুখে হেটে বেড়াবে, আর আপনি এতে এত্তোগুলা কিউট হয়ে যাবেন।
৬) গেইশা ফেসিয়াল
নিউইয়র্কে কয়েকটি পার্লারে গেইশা ফেসিয়াল নিতে পারবেন। এটির উৎপত্তি জাপানে। ১১৫-১৫০ ডলার খরচ করলেই নাইটিংগেল পাখির বিষ্ঠা দিয়ে আপনাকে ফেসিয়াল করে দেয়া হবে। আপনার ত্বক হবে সাদা, সাদা, এক্কেরে সাদা।
৭) খড়ের গোসল
ইতালীর উত্তরে হোটেল হিউবাড এ ১৯০৩ সাল থেকে খড়ের সাহায্যে স্পা দেয়া হয়। আপনি শুয়ে থাকবেন, আপনার শরীর খড় দিয়ে ঢেকে দেয়া হবে। তারপর ষ্টিম এর ভেতর আপনি শুয়ে থাকবেন। তাদের দাবি শরীরের বাত-ব্যাথা দূর করে আপনাকে করবে অনন্ত জলিল-মাহিয়া মাহীর মত সুপার এ্যাক্টিভ।
৮) ক্যাকটাস মাসাজ
মেক্সিকোর পুন্তা মিতা লাক্সারী রিসোর্টে কিছু স্পা আছে (Apuane Spa) যেখানে আপনাকে ক্যাকটাস দিয়ে মাসাজ করে দেয়া হবে। ইন্টারেষ্টিং না?
৯) মাখন ট্রিটমেন্ট
ইথিওপিয়ায় বাটার ট্রিটমেন্ট প্রচলিত আছে, যেখানে পুরো শরীরে মাখন মেখে দেয়া হয়, তারপর টয়লেট কমোড এর মত একটা ষ্টিম ব্লোয়ার এর উপর বসে থাকতে হয়। কিছু কম্বল দেয়া হবে, যা শরীরে মুড়িয়ে নিতে হয়। এতে কোন ষ্টিম বাইরে যেতে পারে না, এবং শরীর থেকে মাখন গলে গলে পরে। মুলত প্রেগন্যান্সি পার করা মহিলারা এই ট্রিটমেন্ট বেশি নেন। তাদের ধারনা এতে শরীর প্রেগন্যান্সির আগের পর্যায়ে ফিরে যাবে।
১০) সোনেলা মডু বিউটি ট্রিটমেন্ট
আমি জানি আপনারা অনেকেই উপরের রুপচর্চা পদ্ধতি অনুসরন করতে চাচ্ছেন। কিন্তু অতিরিক্ত খরচ ও পার্লারগুলো বিদেশে হওয়ায় আক্ষেপ করছেন। মন খারাপ করবেন না, কারন ভাই রে ভাই.. সোনেলার মডারেটরগন যেভাবে রুপচর্চা করেন, আপনি তো শিহরিত হয়ে যাবেন!
১০.১) পুরুষ মডারেটর
সোনেলার পুরুষ মডারেটর খুবই রুপসচেতন। এদিকে তার গার্লফ্রেন্ড আবার ভীষন স্বাস্থ্য-সচেতন। তাই তিনি তরমুজ কিনে গার্লফ্রেন্ডকে উপহার দেন, এবং তরমুজের খোসা নিজের রুপ সাজাতে ব্যাবহার করেন।
১০.২) নারী মডারেটর
সোনেলার নারী মডারেটর কেকা ফেরদৌসী থেকে ভীষন ভাবে অনুপ্রানিত হয়ে নুডলস, শসা, গাজর, টমেটো কেচাপ দিয়ে রুপচর্চা করেন।
২১টি মন্তব্য
তৌহিদ
রুপচর্চা নিয়ে লেখা!! পড়ছি।
সেডরিক
ধন্যবাদ তৌহিদ🙂
তৌহিদ
সবগুলোই পড়লাম, নিশ্চিত অনেকেই উপকৃত হবে।
সেডরিক
আপনিও ট্রাই করে দেখেন 😁
প্রহেলিকা
আপনি পোস্ট না দিলে তো জানতামই না এত ধরণের রূপচর্চার পদ্ধতি রয়েছে। সাপেরটা ভয়ংকর মনে হলেও শামুকেরটা কিউট লেগেছে।
সেইরাম পোস্ট হইসে!
সেডরিক
আপনি চাইলে শামুকেরটা ট্রাই করতে পারেন, দেশেই তো পাওয়া যায়। 😎
সাবিনা ইয়াসমিন
কি বলি ! কি না বলি !! সাপ,শামুক, ক্যাকটাস, খড়, তরমুজের খোসা, নিষিদ্ধ পানীয় এমনি চোখে-মুখে আগুন জ্বালাতেও দ্বিধাবোধ করলেন না !!!!
গতবার বিরিয়ানীর রেসিপি দিলেন ছেলেদের জন্যে। কারন হিসেবে জানালেন হালকা নারী বিদ্বেষের কথা। ভেবেছিলাম সোনেলার উঠোনে নারীদের এক্কা-দোক্কা আর কানামাছি খেলা দেখতে দেখতে হালকা বিদ্বেষ ঝাপসা হয়ে যাবে। কিন্তু একি !! আপনি আমাদের খেলায় ঘর্মাক্ত মুখ পরিস্কার করার জন্যে আগুন রেসিপি মানে আগুন রুপচর্চার ফর্মুলা নিয়ে হাজির হয়েছেন !! হালকা বিদ্বেষ কি প্রকট হয়ে গেলো নাকি ? বরফের ব্যবস্থাও রাখেননি। ( দীর্ঘ শ্বাস এর ইমো হবে একটা )
আপনার বিদ্বেষী মনোভাব খতম হয়ে স্বদেশীতে পরিনত হোক, দোয়া করি। ভালো থাকুন। শুভকামনা অবিরত 🌹🌹
দারুন একটা লেখা (উপকারি পোষ্ট 😂) দেয়ার জন্যে দুইটা ফুল বেশি দিলাম 🌹🌹
সেডরিক
আপনি এই পোষ্টে লেখা পদ্ধতি ব্যবহার করে উপকৃত হবেন, এই আশা করি। 🌹🌹🌹🌹🌹
রিতু জাহান
উফ! গা শিরশির করে উঠেছে একেবারে।
সাপ, সামুক। মনে হচ্ছে আমার গায়ে কেউ ছেড়ে দিছে।
তবে ওয়াইনের শুনেছিলাম। তবে ওয়াইনে গায়ের রঙ সুন্দর করে শুনেছি। আগে আব্বাকে জাহাজের বিদেশী রুগিরা কেস কেস ওয়াইন দিয়ে যেতো দেখতাম। আব্বা প্রথমে বুঝতো না। বাসায় এনে খুলে দেখতো এটা ওয়াইন ও বিয়ারের বোতল। আব্বা কি রেগে যেতো তখন!! আহ! আগে জানলে ট্রাই করতাম।
আপনি বেশ মজার এক পোষ্ট নিয়ে আসলেন। বেশ লাগলো পড়ে।
আমার খুব আলসেমি লাগে এ রূপচর্চার ব্যাপারটায়। তবে মাঝে মাঝে ফল খাওয়ার সময় একটু মুখে ঘষা দেই।
সেডরিক
আমাকে দুই বোতল দিয়েন। একটু ট্রাই করে দেখবো 😌
মনির হোসেন মমি
চমৎকার পোষ্ট।তবে বেশী আধুনিকতায় বুড়ো হলে তাদের বিশ্রী লাগে।
সেডরিক
ধন্যবাদ মনির হোসেন মমি। বুড়ো হওয়ার বিষয়টা মনের ব্যাপার🙃
মনির হোসেন মমি
দেখারও ব্যাপার আছে।ধন্যবাদ।
অপার্থিব
বাহ! রূপচর্চার তো দেখি বহু উপায় আছে! খড়ের গোসলটা মনে হয় সবচেয়ে সহজ!
সেডরিক
আমার তো মনে হয় সবচেয়ে অস্বস্তিকর। ওদের কি গা চুলকায় না? 🤔
মোঃ মজিবর রহমান
যাকগে এতো কস্ট লাগবেনা। ভাল আছি এই বেশ!!!
সেডরিক
বাজারে কিন্তু তরমুজ পাওয়া যাচ্ছে। ট্রাই করে দেখেন 🍉
মোঃ মজিবর রহমান
দাম অ নে ক
নীলাঞ্জনা নীলা
বাপরে এতো ধরণের ফেসিয়াল! আমার ফেসিয়াল করার দরকার নেই। অজগর, বিয়ার, আগুন, মাখন, ওয়াইন এসব জানতাম। কিন্তু শামুক, বিষ্ঠা, ক্যাকটাস, খড় জানা ছিলোনা। মজা পেয়েছি।
শুভ নববর্ষ সেডরিক।
সেডরিক
শুভ নববর্ষ নীলাঞ্জনা নীলা🌹
বন্য
এবার আর ঠেকায় কে, কালা থেকে ধলা হই যাবো এইবার! ইঞ্জিন স্টার্ট