আধুনিক রুপচর্চা পদ্ধতি

সেডরিক ১৫ এপ্রিল ২০১৯, সোমবার, ১০:০৯:৩৮অপরাহ্ন বিবিধ ২১ মন্তব্য

রুপচর্চা মানে রুপের চর্চা। রুপকে ধরে রাখা কিংবা সেটার সৌন্দর্য বর্ধন করা। রুপচর্চা করতে কে না ভালোবাসে? মেয়েরা একটু বেশিই ভালোবাসে। তাই এই লেখাটা বিশেষ করে সোনেলার নারীকুলের জন্য উৎসর্গ করা হলো। পুরুষরা যারা এসে পরেছেন, বিব্রত হবেন না। আজকাল তো পুরুষরাও রুপচর্চায় এগিয়ে যাচ্ছে।

 

নিচে বিদেশী কিছু জনপ্রিয় ও প্রচলিত রুপচর্চা পদ্ধতি নিয়ে বক বক করা হলোঃ

 

১) ওয়াইন ফেসিয়াল

বিশ্বের বিভিন্ন দেশে রেড ওয়াইন কে ফেসিয়াল এর অন্যতম উপকরন হিসেবে ব্যবহার করা হয়। পার্শ্ববর্তী দেশ ভারতের দক্ষিনে চেন্নাই, ব্যাঙ্গালোরেও কিছু স্পা আছে যেখানে ওয়াইন ফেসিয়াল নিতে পারবেন।

রেড ওয়াইন ফেসিয়াল

 

২) বিয়ার বাথ

আবারও এ্যালকোহল জাতীয় জিনিষ নিয়ে লিখছি। ইউরোপের আইসল্যান্ড, চেক রিপাবলিকের মতো কিছু দেশের বিভিন্ন স্পা’তে বিয়ার ভর্তি এক বাথটাবে শুয়ে শুয়ে আপনি গোসল সারতে পারবেন।  ২৫ মিনিটের এক গোসলে আপনাকে গুনতে হবে ৮৫-১২০ ইউরো পর্যন্ত। আর হ্যা, আপনি চাইলে বাথটাবে বসে এক গ্লাস বিয়ারও খেতে পারবেন।

 

৩) হু লিয়াও ফায়ার ট্রিটমেন্ট

আগুন বোঝো? আগুনে পুড়িয়ে খাটি হবে এই রুপ। চীন ও জাপানে হু লিয়াও নামে পরিচিত এই ট্রিটমেন্টে আপনার শরীরের বিভিন্ন জায়গায় কিছু পেষ্ট/স্ক্রাব মেখে তার উপর এ্যালকোহলে ডোবানো টাওয়েল রেখে আগুন ধরিয়ে দেয়া হয়। তাদের দাবি অনুযায়ী এটি চামড়ার ভাজ দূর করে, পেশীর ও হাড়ের জয়েণ্ট এর ব্যাথা দূর করে।

 

৪) সাপ মাসাজ

সাধারনত মাসাজ পার্লারগুলোতে গিয়ে ভাবেন আপনি আরামে শুয়ে থাকবেন, ম্যাসুজ আপনার শরীর মাসাজ করে দিবে। তবে ইন্দোনেশিয়ার বালিতে আপনাকে একটু সাহসী না হলে হবে না, কারন আপনার শরীর মাসাজ করে দিবে অজগর সাপ। আপনি শুয়ে থাকবেন এবং আপনার শরীরের উপর গোটা কয়েক অজগর ছেড়ে দেয়া হবে। তাদের দাবি এতে শরীর থেকে এড্রেনালিন নিঃসৃত হয় এবং স্কিন উপকৃত হয়।

 

৫) শামুক মাসাজ

জাপানে বিভিন্ন পার্লার পাবেন, যেখানে আপনার মুখে শামুক ছেড়ে দেয়া হবে। শামুক আপনার মুখে হেটে বেড়াবে, আর আপনি এতে এত্তোগুলা কিউট হয়ে যাবেন।

 

৬) গেইশা ফেসিয়াল

নিউইয়র্কে কয়েকটি পার্লারে গেইশা ফেসিয়াল নিতে পারবেন। এটির উৎপত্তি জাপানে। ১১৫-১৫০ ডলার খরচ করলেই নাইটিংগেল পাখির বিষ্ঠা দিয়ে আপনাকে ফেসিয়াল করে দেয়া হবে। আপনার ত্বক হবে সাদা, সাদা, এক্কেরে সাদা।

 

৭) খড়ের গোসল

ইতালীর উত্তরে হোটেল হিউবাড এ ১৯০৩ সাল থেকে খড়ের সাহায্যে স্পা দেয়া হয়। আপনি শুয়ে থাকবেন, আপনার শরীর খড় দিয়ে ঢেকে দেয়া হবে। তারপর ষ্টিম এর ভেতর আপনি শুয়ে থাকবেন। তাদের দাবি শরীরের বাত-ব্যাথা দূর করে আপনাকে করবে অনন্ত জলিল-মাহিয়া মাহীর মত সুপার এ্যাক্টিভ।

 

৮) ক্যাকটাস মাসাজ

মেক্সিকোর পুন্তা মিতা লাক্সারী রিসোর্টে কিছু স্পা আছে (Apuane Spa) যেখানে আপনাকে ক্যাকটাস দিয়ে মাসাজ করে দেয়া হবে। ইন্টারেষ্টিং না?

 

৯) মাখন ট্রিটমেন্ট

ইথিওপিয়ায় বাটার ট্রিটমেন্ট প্রচলিত আছে, যেখানে পুরো শরীরে মাখন মেখে দেয়া হয়, তারপর টয়লেট কমোড এর মত একটা ষ্টিম ব্লোয়ার এর উপর বসে থাকতে হয়। কিছু কম্বল দেয়া হবে, যা শরীরে মুড়িয়ে নিতে হয়। এতে কোন ষ্টিম বাইরে যেতে পারে না, এবং শরীর থেকে মাখন গলে গলে পরে। মুলত প্রেগন্যান্সি পার করা মহিলারা এই ট্রিটমেন্ট বেশি নেন। তাদের ধারনা এতে শরীর প্রেগন্যান্সির আগের পর্যায়ে ফিরে যাবে।

 

১০) সোনেলা মডু বিউটি ট্রিটমেন্ট

আমি জানি আপনারা অনেকেই উপরের রুপচর্চা পদ্ধতি অনুসরন করতে চাচ্ছেন। কিন্তু অতিরিক্ত খরচ ও পার্লারগুলো বিদেশে হওয়ায় আক্ষেপ করছেন। মন খারাপ করবেন না, কারন ভাই রে ভাই.. সোনেলার মডারেটরগন যেভাবে রুপচর্চা করেন, আপনি তো শিহরিত হয়ে যাবেন!

১০.১) পুরুষ মডারেটর

সোনেলার পুরুষ মডারেটর খুবই রুপসচেতন। এদিকে তার গার্লফ্রেন্ড আবার ভীষন স্বাস্থ্য-সচেতন। তাই তিনি তরমুজ কিনে গার্লফ্রেন্ডকে উপহার দেন, এবং তরমুজের খোসা নিজের রুপ সাজাতে ব্যাবহার করেন।

 

১০.২) নারী মডারেটর

সোনেলার নারী মডারেটর কেকা ফেরদৌসী থেকে ভীষন ভাবে অনুপ্রানিত হয়ে নুডলস, শসা, গাজর, টমেটো কেচাপ দিয়ে রুপচর্চা করেন।

 

১৩৯০জন ১২০১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ