ভালোবাসাবাসি!
ভরে দিও প্রেমপত্রের ঠোঙায়।
খানিকটা জমে থাকুক মুঠোফোনের ছোঁয়ায়।
আদরটুকু!
মিশে থাকুক শরীর ভেজা ঘামে।
ঠোঁট রসের গন্ধ পাই পুরোনো চিঠির খামে।
প্রতিচ্ছবি!
ভেসে উঠুক গোটা দেহের পর্দায়।
চাহনিটুকু বন্দী হোক শরীরের উষ্ণতায়।
প্রতিরূপ!
গেঁথে থাকুক আয়না কাঁচের ফ্রেমে।
চুল দাঁড়িতে গিটঠু লাগুক একটু মরমে।
ছবিঃ ফেসবুক থেকে নেওয়া।
২৩টি মন্তব্য
অনন্য অর্ণব
ভালোবাসাবাসি!
ভরে দিও প্রেমপত্রের ঠোঙায়।
ভাই আমার জন্য ও এমন একটা ঠোঙা পাঠিয়ে দিন হা হা 😀
নৃ মাসুদ রানা
লিখে পাঠাবো..
নুর হোসেন
প্রতিচ্ছবি!
ভেসে উঠুক গোটা দেহের পর্দায়।
চাহনিটুকু বন্দী হোক শরীরের উষ্ণতায়।
-পাঁজরে পাঁজর ঘষে বিদ্যুৎ জ্বালাতে ইচ্ছুক!
নৃ মাসুদ রানা
জ্বালিয়ে নিন
মোঃ মজিবর রহমান
ভালবাসি বলে বন্ধু আমায় কাদালে!!
নৃ মাসুদ রানা
এতো কান্নাকাটি ভালো না
মোঃ মজিবর রহমান
কাদি আর কাদি কাদার সিময়।
ছাইরাছ হেলাল
এ দেখছি গিট্টু লাগা ভালোবাসা!
নৃ মাসুদ রানা
হুমম তাই
নীরা সাদীয়া
বেঁচে থাকুক এই প্রেম রঙিন ঠোঙায়।
নৃ মাসুদ রানা
বেঁচে থাকুক
জিসান শা ইকরাম
দারুণ ভালোবাসাবাসি 🙂
প্রেম পত্রের ঠোঙায় – ভাবতেই কেমন কেমন লাগছে।
এভাবেই আসুক ভালোবাসা।
শুভ কামনা।
নৃ মাসুদ রানা
যেভাবেই হোক, ভালোবাসা আসুক
শিরিন হক
ভালোবাসার রঙ ঢং কত রকমফের। ভালোবাসার ছন্দ দোলাদিক মনে।
চমৎকার!
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর
এস.জেড বাবু
বাহ
দারুন শব্দের ঝংকার তুলেন আপনি।
দারুন লিখেন কবিতা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর
মাহবুবুল আলম
ভাল লাগলো। শুভেচ্ছা জানবেন!
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়
কামাল উদ্দিন
ছোট্ট, সুন্দর…….ভালোলাগা জানিয়ে গেলাম।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ হে প্রিয়তমেষু পাখি
সুরাইয়া পারভিন
আহ! প্রেমময় কবিতা
দারুণ লিখেছেন ভাইয়া
নৃ মাসুদ রানা
ধন্যবাদ, ভালো লাগলো জেনে।