আজ ১৩ আগষ্ট এইচএসসি পরীক্ষা ২০১৪ এর ফলাফল প্রকাশ হবে । ফলাফল প্রকাশিত দুপুর দুইটায়।
মোবাইলেও এসএমএসের মাধ্যমে এইচএসসি ফলাফল পাওয়া যাবে ।
প্রথমে আপনার মোবাইল এর মেসেজ অপশন এ যান এবং সেখান থেকে নতুন মেসেজ তৈরি করার অপশন এ যান।➳ এসএমএস এর প্রথমেই লিখুন HSC / ALIM এবং একটি স্পেস দিন ( টেকনিক্যাল ও অন্যান্য বোর্ড এর ক্ষেত্রে HSC লিখতে হবে এবং মাদ্রাসা বোর্ড এর ক্ষেত্রে ALIM লিখতে হবে )
তারপর, আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখুন। যেমনঃ
DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board
এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নাম্বার টি লিখুন ।
এবার একটি স্পেস দিন এবং 2014 লিখুন ।
Example:HSC স্পেস JES স্পেস 12345 স্পেস 2014
মাদ্রাসা বোর্ড এর ক্ষেত্রেঃ Alim স্পেস Mad স্পেস 123467 স্পেস 2014
টেকনিক্যাল বোর্ড এর ক্ষেত্রেঃ HSC স্পেস Tec স্পেস 123480 স্পেস 2014
এবার মেসেজ টি সেন্ড করুন ১৬২২২ নাম্বার এ ।
রেজাল্ট পাবলিশ হওয়ার পরে চেষ্টা করবেন, এখন চেষ্টা করলে কোন লাভ হবে না, মানে আপনি এখন যদি উপরের নিয়ম দিয়ে ম্যাসেজ পাঠান তাহলে রেজাল্ট এখন পাবেন না, শুধু শুধু টাকা নষ্ট হবে। আর আপনি যদি টেলিটক সিম দিয়ে রেজাল্ট দেখেন তাহলে রেজাল্ট অন্যান্য অপারেটর এর তুলনায় তাড়াতাড়ি আসবে।
৭টি মন্তব্য
শুন্য শুন্যালয়
শুভকামনা পরীক্ষার্থীদের জন্যে।
ছাইরাছ হেলাল
পরীক্ষার্থীরা কাঙ্খিত ফল লাভ করুক এ কামনা করি ।
লীলাবতী
এখানে দিয়ে ভালো করেছেন -{@ আমার এক ভাতিজাড় রেজাল্টের অপেক্ষায় আছি।
মা মাটি দেশ
পরীক্ষার্থীদের জন্য দোয়া রইল। -{@
বনলতা সেন
এতক্ষণে অনেকের কাজে লেগে যাওয়ার কথা । ভাল উদ্যোগ।
প্রজন্ম ৭১
কাজের পোষ্ট (y)
জিসান শা ইকরাম
আমার ছেলের রেজাল্ট এখান থেকেই দেখেছে সে 🙂 -{@ (y)