আমরা কি ভুলে গিয়েছি ২০১৩ সনের এই দিনের কথা ? ফটিকছড়িতে ইসলামকে রক্ষা করার নামে নারকীয় তান্ডবের সেই ভয়াল দিনটির কথা । মানুষ রুপি জানোয়ারদের হাতে খুন হয়েছিলেন প্রায় ১৫ জন আওয়ামী লীগ কর্মী । সড়কের উপর , নালার পানির মাঝে পরেছিল মৃতদেহ গুলো । কক্ষের মধ্যে আটকে রেখে পিটিয়ে খুন করা হয়েছে । খুনিকে স্পষ্ট দেখা গিয়েছে ভিডিওতে । জানিনা খুনিকে গ্রেফতার করা হয়েছে কিনা ? অথবা সে এখন মুক্ত কিনা ?
পরে থাকা লাশ মনে করিয়ে দেয় ১৯৭১ সনের মুক্তিযুদ্ধের সময়ে হত্যাযজ্ঞকে
আর এই হচ্ছে খুনির ফটো । কোথায় এখন খুনি ? সে কি জেলে আছে বিচারের অপেক্ষায় ?
ভিডিওটি দেখুন । প্রথমে ধ্বংসের ছবি এরপর এই খুনি এবং অন্যরা কিভাবে মানুষকে হত্যা করেছে তার ভিডিও ।
১৪টি মন্তব্য
নীল রঙ
মনে আছে।সব মনে আছে।ভুলি নাই।তারা আমার ভাই ছিলো।কেমনে ভুলি???
প্রজন্ম ৭১
খুব অসহায় লাগে ভাই , মাঝে মাঝে ।
প্রহেলিকা
এই নারকীয় হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাই। আসলে ঠিকই বলেছেন এই হত্যাযজ্ঞ ১৯৭১ সাল কেউ হার মানায়।
প্রজন্ম ৭১
৭১ এর হায়েনারা এখনো বেঁচে আছে ।
সিনথিয়া খোন্দকার
বিশ্বজিৎ মরে গিয়ে ছাত্রলীগ হত্যা জায়েজ করে দিয়ে গেছে। আজকে কারো কিছু যায় আসে না এই ছেলেগুলোকে নৃশংস ভাবে মারা নিয়ে। বিশ্বজিতের নানা এঙ্গেল থেকে তোলা ছবি পত্রিকায় যারা ছাপিয়ে পাবলিক সেন্টিমেন্ট ম্যানিপুলেট করেছিল তারা আজ বলছে লাশের ছবি তারা ছাপায় না।
বিশ্বজিত হত্যার বিচার হয়েছে। কিন্তু ফটিকছড়ির এই নরবলি দেবার ঘটনার বিচার কেউ চায় না। আমরা জাতি হিসেবে কত বেহায়া আর বেঈমান তা ভাবলে লজ্জা হয়। তারপরেও এই ছেলেগুলোই মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে, দেশের ইতিহাস নিয়ে গর্ব করে। তারপর একদিন রাজাকারের বাচ্চার হাতে খুন হয়। আর সবাই অস্বস্তিকরভাবে নিরব হয়ে থাকে। একসময় ভুলে যায়।
প্রজন্ম ৭১
একদম সত্যি বিশ্লেষণ করেছেন আপু । অধিকাংশ মিডিয়া , টক শো বাজরা রাজাকারদের কাছ থেকে টাকা খেয়েছে । নইলে এমন হবে কেন ?
ব্লগার সজীব
না ভুলিনি প্রজন্ম ভাই । এমন হত্যাকান্ড কিভাবে ভুলি ? এই সব তরতাজা প্রান আমাদের মত নতুন প্রজন্মকে পথ দেখাবে । নিহত সবার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ।
প্রজন্ম ৭১
নিহত সবার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ।
ব্লগার সজীব
‘ বিশ্বজিৎ মরে গিয়ে ছাত্রলীগ হত্যা জায়েজ করে দিয়ে গেছে। ‘ সিনথিয়া আপু ঠিক বলেছেন । টিভি ওপেন করলেই শুধু বিশ্বজিৎ বিশ্বজিৎ । আর এত বড় একটা জেনোসাইড হয়ে গেলো , মিডিয়া নিশ্চুপ।
সব
সিনথিয়া খোন্দকার
১১ এপ্রিলের জবাব শুধু বিচার না। আরেকটা ২৮ অক্টোবর এর মাধ্যমে দেয়া উচিত। হোয়েন ইউ প্লে উইথ বাস্টার্ড, মেইক সিউর ইউ প্লে লাইক এ বিগার বাস্টার্ড।
শুন্য শুন্যালয়
তীব্র নিন্দা জানানো ছাড়া আর তো কিছু করার নেই আমাদের. 🙁
রিমি রুম্মান
বিচারের অপেক্ষায় আর কতকাল…?
ছাইরাছ হেলাল
আমরা কোন কিছুই ভুলে যেতে বেশি সময় নেই না ।
এমন করে হয়ত নিজে নিজেকেই ভুলে যাব ।
মোঃ মজিবর রহমান
ভুলি নাই, তবে বিচার চাইনা, কারন কার কাছে চাইব, মনু সত্য বাদী সরকার আমাদের নাই। তাই সেশ কথা সৃষ্টি কর্তার হাতেই দিলাম।