১
–
স্রষ্টার কাছে শুধু টিকে থাকার প্রার্থনা আজ রাতে…..
কোনো বিজয় নয়, কোনো প্রাপ্তির আকাংক্ষা নয়
তিনবেলা পেট ভরে খাদ্য নয়, শুধু
এক বেলা হলেই চলবে যেন মরে না যাই…
২
–
যেন টিকে থাকি… রক্ত যদি না টানে তো চলবে,
পর-ও যদি আরও পর হয়ে যায় তো যাক….
নিজেরে যেন খুঁজে পাই সময়মতো……
৩
–
খুব দামী প্রয়োজন নেই… পরনে যেন
মোটামুটি একটা কাপড় থাকে….
বিলাসিতা নয়….. চাই প্রথম তিনটি
মৌলিক চাহিদার ন্যুনতম যোগান…
৪
–
বারিধারার ফ্ল্যাট নয়, ছোট্ট একটি নিরাপদ ছাদ শুধু…
আর আকাশ দেখা যায় এমন একটি জানালা…
আর যেন কিছু কাগজ-কলম… প্রিয় বইগুলো…
ঘুম ভেঙ্গেই যেন ঘুম-ঘোর-চোখে লিখতে পারি… আমৃত্যু…
৫
–
যেদিন মরে যাই, যেন, হঠাত মরে যাই…..
কোনো প্রস্তুতির সময় যেন না থাকে…..
৬
–
মৃত্যুর বহুদিন পরে যেন খবর পায় মানুষেরা ;
সেই মানুষেরা, যারা আমাকে জন্ম দিয়েছিলো… কিংবা দেয়নি
৭
–
সেই মানুষেরা, যারা আমাকে বন্ধু বলে
শত্রুতার সংজ্ঞা জানিয়েছে…
আর তারা, যাদের শত্রু ভেবে ভুল করে, পরে,
তাদের ভালোবাসার কাছেই নত হয়েছিলাম… ;
আরো চাই, সেই তারা – যেন আমার মৃতমুখ না দ্যাখে,
যারা যুগ-যুগ আমার প্রেম নিয়ে রসিকতা করেছে,
বিক্রি করতে যেয়ে ব্যর্থ হয়েছে বারবার, অথবা কিনতে চেয়ে…
৮
–
আমার ল্যাপটপের স্ক্রীণ-সেভারে ভেসে ওঠে যার মুখ
ঠিক ১০ মিনিট আমি ইন-এ্যাক্টিভ থাকার পরে,
সে-ও যেন খবর না পায় আমার মৃত্যুর… ;
বেঁচে থাকার জন্য তার ভালোবাসা আমার প্রয়োজন নেই…
কিন্তু অবহেলাটা খুব ‘বোঝা’ হয়ে উঠেছে….
সেই বোঝা-বহনের শক্তিটুকুও আমাকে দিও, হে স্রষ্টা…
এর চেয়ে বেশী কিছু চাই না… চাই না সে-ও পুড়ুক আমার জন্য…..
৯
–
আমার টিকে থাকার মাঝে মাঝে, তাকে ভেবে ভেবে
ছাই হওয়া – এ-ইই তো বিশাল আনন্দ, সুখ… ;
প্রয়োজন নেই – সে-ও ভাবুক এভাবে…. অথবা
জানুক আমার ভাবনা…………….. ;
আমি একবেলা খেয়ে, সূতী একটি শাড়ি জড়িয়ে,
ছোট্ট জানালায় চোখ রেখে অপেক্ষা করি রিম-ঝিমের জন্য,
মাঝে মাঝে…. তাকে ভেবে ভেবে….
১০
–
আর কিছু চাই না স্রষ্টা…… শুধু এইটুকু টিকে থাকি…
বাড়তি কিছু নয়, এমন কি দিও না যতটুকু প্রয়োজন- তা-ও…
শুধু ন্যূনতম বেঁচে থাকার কিছু ‘র-মেটেরিয়াল’ হলেই চলবে…….
আর,
এইটুকু দিলেই, দেখে নিও,
ঠিক বেঁচে থাকবো… টিকে যাবো….
.
————-
রাত প্রায় ১টা
৬জুলাই ২০১২
ঢাকা…
.
# গত বছর পবিত্র রাতে লেখা……. আজ, ‘সোনেলা’র প্রিয়জনদের জন্য……………
.
১৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
অনেক ভালো লাগা স্বার্থ পর মানুষের প্রার্থনায় ।
এই সামান্য টিকে থাকা চাওয়াও স্রষ্টা অনেক সময় পূর্ণ করেন না।
তারপরেও বেঁচে থাকা আমাদের ।
অন্তরা মিতু
তারপরেও বেঁচে থাকা……… কারণ কিছু ভালো আমাদের ঘিরে রাখে…
বনলতা সেন
হৃদয়ের এমন আর্তি স্রষ্টার সাধ্য নেই এড়িয়ে যাওয়ার ।
পড়ে অনেক ভাল লাগল ।
আমাদের কতই না অপূর্ণতা ।
অন্তরা মিতু
“হৃদয়ের এমন আর্তি স্রষ্টার সাধ্য নেই এড়িয়ে যাওয়ার”…. সত্য হোক আপনার সুন্দর ভাবনা….
আদিব আদ্নান
দেখুন স্রষ্টার অনেক কাজ , আপনার এত এত চাওয়া পাওয়ার আবেদন করা
ঠিক হয়নি ।আবেদনের সংখ্যা দু’একটায় নিয়ে আসুন ।
বলে কয়ে মঞ্জুর করিয়ে দেব ।
সুন্দর লেখা অবশ্যই ।
অন্তরা মিতু
আপনিই ঠিক করে দিন, এখান থেকে বেছে বেছে কোন ২/১ টি দেয়া যায়… 🙂 ……. তবে, মঞ্জুর করাতে হবে কিন্তু….
শিশির কনা
অসাধারন লিখেছেন অন্তরা মিতু আপু ।
অন্তরা মিতু
অনেক ভালোবাসা আপু….
কৃন্তনিকা
কঠিন সত্যি কিছু কথা…
আমরা সবাই বোধহয় এমনই চাই।
ভালো লাগলো 🙂
অন্তরা মিতু
আমি আসলে সাধারণের চেয়েও সাধারণ…… অনেক কৃতজ্ঞতা আমাকে পাশে রাখার জন্য…
যাযাবর
ভিন্ন স্বাদের প্রার্থনায় অনেক ভালো লাগা , অস্তিত্বের সংকটে ভুগতে থাকা , শুধু টিকে থাকার আর্তি ।
অন্তরা মিতু
শুধুই টিকে থাকার আর্তি………………………..
ছাইরাছ হেলাল
স্রষ্টা এমন আবেদন পায়ে ঠেলতে পারবে বলে মনে হয় না ।
এক কথায় অসাধারন ।
অন্তরা মিতু
আপনার কথায় আস্থা জন্মে… স্বপ্ন দেখতে ইচ্ছে করে…..
"বাইরনিক শুভ্র"
তিনি যদি থেকে থাকেন তাহলে অবশ্যই শুনবে । কিন্তু নিরবে চলে জাবেন এটা চাই না।
অন্তরা মিতু
আছেন নিশ্চয়ই…..
কিভাবে যে যাবো, যদি জানতে পারতাম !
মিসু
অসাধারন লেখা ।
অন্তরা মিতু
অনেক ধন্যবাদ মিসু… পাশে রাখবেন…
পাগলা জাঈদ
বড্ড হাহকারি কবিতা লিখেছেন কবি