স্রষ্টার কাছে শুধু টিকে থাকার প্রার্থনা আজ রাতে…..
কোনো বিজয় নয়, কোনো প্রাপ্তির আকাংক্ষা নয়
তিনবেলা পেট ভরে খাদ্য নয়, শুধু
এক বেলা হলেই চলবে যেন মরে না যাই…



যেন টিকে থাকি… রক্ত যদি না টানে তো চলবে,
পর-ও যদি আরও পর হয়ে যায় তো যাক….
নিজেরে যেন খুঁজে পাই সময়মতো……



খুব দামী প্রয়োজন নেই… পরনে যেন
মোটামুটি একটা কাপড় থাকে….
বিলাসিতা নয়….. চাই প্রথম তিনটি
মৌলিক চাহিদার ন্যুনতম যোগান…



বারিধারার ফ্ল্যাট নয়, ছোট্ট একটি নিরাপদ ছাদ শুধু…
আর আকাশ দেখা যায় এমন একটি জানালা…
আর যেন কিছু কাগজ-কলম… প্রিয় বইগুলো…
ঘুম ভেঙ্গেই যেন ঘুম-ঘোর-চোখে লিখতে পারি… আমৃত্যু…



যেদিন মরে যাই, যেন, হঠাত মরে যাই…..
কোনো প্রস্তুতির সময় যেন না থাকে…..



মৃত্যুর বহুদিন পরে যেন খবর পায় মানুষেরা ;
সেই মানুষেরা, যারা আমাকে জন্ম দিয়েছিলো… কিংবা দেয়নি



সেই মানুষেরা, যারা আমাকে বন্ধু বলে
শত্রুতার সংজ্ঞা জানিয়েছে…
আর তারা, যাদের শত্রু ভেবে ভুল করে, পরে,
তাদের ভালোবাসার কাছেই নত হয়েছিলাম… ;
আরো চাই, সেই তারা – যেন আমার মৃতমুখ না দ্যাখে,
যারা যুগ-যুগ আমার প্রেম নিয়ে রসিকতা করেছে,
বিক্রি করতে যেয়ে ব্যর্থ হয়েছে বারবার, অথবা কিনতে চেয়ে…



আমার ল্যাপটপের স্ক্রীণ-সেভারে ভেসে ওঠে যার মুখ
ঠিক ১০ মিনিট আমি ইন-এ্যাক্টিভ থাকার পরে,
সে-ও যেন খবর না পায় আমার মৃত্যুর… ;
বেঁচে থাকার জন্য তার ভালোবাসা আমার প্রয়োজন নেই…
কিন্তু অবহেলাটা খুব ‘বোঝা’ হয়ে উঠেছে….
সেই বোঝা-বহনের শক্তিটুকুও আমাকে দিও, হে স্রষ্টা…
এর চেয়ে বেশী কিছু চাই না… চাই না সে-ও পুড়ুক আমার জন্য…..



আমার টিকে থাকার মাঝে মাঝে, তাকে ভেবে ভেবে
ছাই হওয়া – এ-ইই তো বিশাল আনন্দ, সুখ… ;
প্রয়োজন নেই – সে-ও ভাবুক এভাবে…. অথবা
জানুক আমার ভাবনা…………….. ;
আমি একবেলা খেয়ে, সূতী একটি শাড়ি জড়িয়ে,
ছোট্ট জানালায় চোখ রেখে অপেক্ষা করি রিম-ঝিমের জন্য,
মাঝে মাঝে…. তাকে ভেবে ভেবে….

১০

আর কিছু চাই না স্রষ্টা…… শুধু এইটুকু টিকে থাকি…
বাড়তি কিছু নয়, এমন কি দিও না যতটুকু প্রয়োজন- তা-ও…
শুধু ন্যূনতম বেঁচে থাকার কিছু ‘র-মেটেরিয়াল’ হলেই চলবে…….
আর,
এইটুকু দিলেই, দেখে নিও,
ঠিক বেঁচে থাকবো… টিকে যাবো….

.
————-
রাত প্রায় ১টা
৬জুলাই ২০১২
ঢাকা…
.
# গত বছর পবিত্র রাতে লেখা…….  আজ, ‘সোনেলা’র প্রিয়জনদের জন্য……………
.

১৬২জন ৭০৯জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ