তাই বরেন্য এ শিল্পীর প্রতি তারই একটি গানের শ্রদ্ধার্ঘ্য
ময়ূরকণ্ঠী রাতেরও নীলে
———————-
ময়ূরকণ্ঠী রাতেরও নীলে
আকাশে তারাদের ঐ মিছিলে
তুমি আমি আজ
চল চলে যাই
শুধু দু’জনে মিলে
হয়তো পাবো না
পথের ঠিকানা
তবু যাব আজ ছাড়িয়ে সীমানা
সাথী যদি হও পাশে থেকে মোর
করিনা ভয় নিখিলে
আকাশ যদি ঢাকে ঘনঘটায়
তারারা মেঘে মেঘে হারিয়ে যায়
যা আছে থাকনা
করি না ভাবনা
আঁধারে কুয়াশায় হারিয়ে যাব না
মনেরও আলোয় চিনে নেব পথ
তুমি ভরসা দিলে
ময়ূরকণ্ঠী রাতেরও নীলে
আকাশে তারাদের ঐ মিছিলে
তুমি আমি আজ
চল চলে যাই
শুধু দু’জনে মিলে ।
—————————–
গানটির ইউটিব লিংক
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাংলা গান মানবেন্দ্র মুখোপাধ্যায় এর হাত ধরে অনেক পথ পারি দিয়েছে ।
শুভ জন্মদিন মানবেন্দ্র মুখোপাধ্যায় ।
প্রিয় শিল্পীর গানটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ।
নীহারিকা
আমার খুব প্রিয় একটি গান। শেয়ারের জন্য ধন্যবাদ।
মুমু
সকলকে ধণ্যবাদ
প্রজন্ম ৭১
শুভ জন্মদিন মানবেন্দ্র মুখোপাধ্যায় । আপনাকে ধন্যবাদ এমন পোস্ট দেয়ার জন্য।
শিশির কনা
শুভ জন্মদিন মানবেন্দ্র মুখোপাধ্যায় । গানটি খুব সুন্দর ।
কৃন্তনিকা
কিছু গান কখনোই পুরোনো হয় না… সে রকম একটি গান…
মিসু
শুভ জন্মদিন মানবেন্দ্র মুখোপাধ্যায় । অসাধারন লাগলো গানটি ।
বনলতা সেন
প্রিয় গানটি মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ।
ব্লগার সজীব
গানটি সব সনয়ের জন্য নূতন । এমন পোস্টের জন্য ধন্যবাদ । -{@
ছাইরাছ হেলাল
অনেকদিন পর শুনেও সমান ভালো লাগল ।