১২ নভেম্বর।
প্রথম যেদিন জানতে পেরেছিলাম তোমার জন্মদিন নভেম্বর মাসে, খুব খুশি লাগছিল। আর যখন জানলাম সেটা ১২ নভেম্বর, খুশি বেড়ে গিয়েছিলে কয়েকগুণ। কেননা আমার জন্মদিন ২১ নভেম্বর। ১২ আর ২১ একই দুটি অঙ্কের দুটি ভিন্ন প্রকাশ।
অঙ্ক আর সংখ্যা নিয়ে মিল খুঁজে বেড়ানো আমার পুরনো অভ্যাস। আর বিশেষ দিনগুলোর তারিখের অঙ্কগুলো নিয়ে আগ্রহ আমার একটু বেশিই। সব তারিখগুলোর মধ্যে একটা যোগসূত্র খুঁজতে থাকি। আর সেই পাগলামি থেকেই আমাদের আকদের তারিখ ঠিক করতে বলেছিলাম আমার বাবার জন্মতারিখের দিনে।
সে সব অন্য কথা!
প্রথমবার তোমার জন্মদিন যে সেলিব্রেট করলাম, মনে আছে? ওই যে, স্বচ্ছ কাঁচঘেরা রেস্টুরেন্টটার এককোণে বসেছিলাম আমরা। কেক কাটা তোমার খুব অপছন্দ, তাই শুধু গিফট এনেছিলাম। সে কী খুশি তুমি!
তোমার এই বছরের জন্মদিনটাও খুব বিশেষ করে পালনের ইচ্ছা ছিল আমার। বিয়ের পর প্রথম জন্মদিন বলে কথা! কিন্তু ইচ্ছাপূরণ হলো না, আসলে ইচ্ছাটাও কেমন যেন ফুরিয়ে গেছে!
কথায় আছে, “যায় দিন ভালো!”
আমাদের ভালো দিনগুলোও কি শেষ হয়ে গেছে? সুখ আর আনন্দ খুঁজতে কেবল বারবার হাতড়াতে থাকি স্মৃতির পাতাগুলো। এভাবে সুখশূন্য হয়ে কতদিন বাঁচতে হবে?
শুভ জন্মদিন আমার ভালোবাসার মানুষ। অনেক সফল হও দুনিয়াতে আর আখিরাতে।
১৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কিন্তু ইচ্ছাপূরণ হলো না আসলে ইচ্ছাটাও কেমন যেন ফুরিয়ে গেছে!
বাক্যটি পছন্দ হইছে খুব।
পথহারা পাখি
🙁 🙁 🙁
রিতু জাহান
হুম, যায় দিন ভালো। তবে এখানে একটা কথা আছে, কিছু কিছু সময়ের ভালবাসার প্রকাশও পাল্টে যায়। তবে ভালবাসা কমে যায়, এ কথা কতোটুকু ঠিক তা আমার জানা নেই।
তবে, প্রত্যাশার চেয়ে আমি কতোটুকু দিতে পারলাম এটাই বড় কথা।
ভালবাসা অটুট থাকুক।
শুভ জন্মদিন আপনার প্রিয় মানুষের।
ভাল থাকুন ভালো রাখুন। শুভ কামনা।
নির্মল আবেগের প্রকাশ ভালো লেগেছে ।
পথহারা পাখি
-{@ -{@ -{@
সাবিনা ইয়াসমিন
আপনাদের ভালোবাসা অটুট থাকুক।আজীবন এভাবেই একে অপরের বিশেষ দিন গুলো পালন করুন পরম মমতায়।আপনার পতিদেব কে জন্মদিনের শুভেচ্ছা। -{@
পথহারা পাখি
-{@ -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমরাও জানাই অভিনন্দন ও শুভ কামনা -{@
পথহারা পাখি
-{@
জিসান শা ইকরাম
জন্মদিনের শুভেচ্ছা পথহারা পাখির প্রিয় মানুষকে -{@
জন্মদিনে এত সুন্দর একটি উইশ করলেন তাকে, নিশ্চয়ই এটি সেরা গিফট ছিল 🙂
পথহারা পাখি
ধন্যবাদ -{@
এমন গিফট পেয়ে খুশি হয়েছে কিনা, জানিনা
কিন্তু তাকে এর বেশি কিছু দেয়ার ছিল না আর আমার কাছে 🙁
জিসান শা ইকরাম
অবশ্যই খুশি হয়েছেন,
আপনার বানানো সেরা উপহার, খুশি না হয়ে পারে?
পথহারা পাখি
হয়তোবা! (-3
নীলাঞ্জনা নীলা
জন্মদিনের শুভেচ্ছা আপনার প্রিয় মানুষকে।
পথহারা পাখি
ধন্যবাদ, আপা…দোয়া করবেন (3
মায়াবতী
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার প্রিয় মানুষটির জন্য -{@
পথহারা পাখি
ধন্যবাদ, দোয়া করবেন আপা (3
ছাইরাছ হেলাল
শুভ কামনা আপনার প্রাণ-প্রিয় মানুষটির জন্য।
পথহারা পাখি
ধন্যবাদ, কবি দাদা -{@