আছে কার হিম্মত
কে ধরিবে হাল
উড়াবে পাল কে
বাংগালীর?
হে জনতা
তোমার জাগার পালা আজ,
ভাঙ্গ আজ অতীত,
ঘর গড়ো নতুন বঙ্গবন্ধুর
ইতিহাস।
আজ নেই
সেই বঙ্গবন্ধু
নেই তাঁর অনুসারী
বঙ্গবীর ওসমানি, সৈয়দ নজরুল ইসলাম,
বাংলার তাজ, ক্যাপ্টেন মনসুর, কাম রুজামান
আব্দুল কুদুস মাখন সহ অগুনিত
বিশ্বস্ত সহনায়ক বাংলার শহিদ বীরেরা।
হে হিম্মতবাদ হও আগুয়ান
বাংগালী তোমার পাশে থাকবেই
হয় আজ না হয় কাল।
আজ তোমার বড়
তাগিদ বাংলার আম জনতার
মাঝে।
৭টি মন্তব্য
খসড়া
ভাল লাগল।
মা মাটি দেশ
🙁 good
ছাইরাছ হেলাল
অবশ্যই আজ বা কাল ,
আমরা অপেক্ষা করব ।
লীলাবতী
অবশ্যই আজ না হয় কাল (y)
জিসান শা ইকরাম
হয় আজ না হয় কাল।
জিতবেই অপরাজেয় বাঙালী ।
স্বপ্ন
আমরা করবো জয় একদিন ।
তন্দ্রা
সকলকে ধন্যবাদ সমথন দেবার জন্য।