আগুয়ান হও হিম্মতি

মোঃ মজিবর রহমান ৩১ অক্টোবর ২০১৩, বৃহস্পতিবার, ০৯:৩২:৪৪পূর্বাহ্ন বিবিধ ৭ মন্তব্য

আছে কার হিম্মত
কে ধরিবে হাল
উড়াবে পাল কে
বাংগালীর?
হে জনতা
তোমার জাগার পালা আজ,
ভাঙ্গ আজ অতীত,
ঘর গড়ো নতুন বঙ্গবন্ধুর
ইতিহাস।
আজ নেই
সেই বঙ্গবন্ধু
নেই তাঁর অনুসারী
বঙ্গবীর ওসমানি, সৈয়দ নজরুল ইসলাম,
বাংলার তাজ, ক্যাপ্টেন মনসুর, কাম রুজামান
আব্দুল কুদুস মাখন সহ অগুনিত
বিশ্বস্ত সহনায়ক বাংলার শহিদ বীরেরা।
হে হিম্মতবাদ হও আগুয়ান
বাংগালী তোমার পাশে থাকবেই
হয় আজ না হয় কাল।
আজ তোমার বড়
তাগিদ বাংলার আম জনতার
মাঝে।

৫৩৩জন ৫৩৩জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ