সম্রাজ্ঞী
-আবু জাঈদ
আপনাকে বলছি লালায়িত সম্রাজ্ঞী —
একদিন তাজা রক্তে মিলেমিশে একাকার হবে আপনার মুকুটের রক্তজবা
সাদা পালকের ফুরফুরে কেশাগ্রে মিশে যাবে জনতার ঘাম
আপনি হবেন সুখী কাঠুরিয়ার জামা সন্ধানকারী উদ্ভ্রান্ত মানবী
বুকের পচনধরা মাংসপিণ্ডের ঘা চেটে দেবে অভুক্ত নেড়ি কুকুর
কুড়ি দিনে গলা টিপে মেরে ফেলা শিশুর আত্মা ভর করবে ঐ বেঁকে যাওয়া মেরুদণ্ডে
নর্দমার হৃদয় ছুঁয়ে আসা কেঁচো মেশানো এক ফোঁটা ওয়াসার পানির জন্যে আর্তনাদ করবে কণ্ঠনালী
ধিক্কারে ধিক্কারে অবশ হয়ে আসবে দুই চোখের ফ্যাকাসে মনি
বর্বরতার প্রতীক গণভবন নামক প্রাসাদে শুরু হবে স্বরণকালের ভয়াবহ শিলা ঝড়
আশেপাশে লেজ নাচিয়ে ঘুড়তে থাকা বুদ্ধিজীবী ছাগলের পাল মুখ ফেরাবে।
সেদিন আমাদের কথা মনে করবেন সম্রাজ্ঞী
একবার ক্ষমা চেয়ে ফিরে আসবেন এই নিপীড়িত জনতার বুকে
কথা দিলাম ষোল কোটি বুকের সবচেয়ে উষ্ণ স্থানে ঠাই দেব আপনাকে।
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
আগাম অভিনন্দন বই প্রকাশের জন্য -{@
অনেক অনেক ভালো লাগা কবিতায় ।
” একবার ক্ষমা চেয়ে ফিরে আসবেন এই নিপীড়িত জনতার বুকে
কথা দিলাম ষোল কোটি বুকের সবচেয়ে উষ্ণ স্থানে ঠাই দেব আপনাকে। ”’ —- এটি তার কাছে আশা করা যায় না ।
আদিব আদ্নান
বই প্রকাশের আগেই কবিতা পড়ার সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ ।
শুন্য শুন্যালয়
বই টির প্রচ্ছদ খুব ভালো লাগলো …অভিনন্দন ভাইয়া …
কবিতা বরাবরের মতোই অসাধারণ …
আমাদের অভিশাপ আমাদের কাছেই ফিরে আসে, সম্রাজ্ঞীদের কিছুই হয়না…
তন্দ্রা
জাইদ ভাই, আমার মনের কথা গুলো আপনার কবিতাই প্রকাশ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ,
খুব ভালো লাগার মত কবিতা, সংগ্রহ করে রাখলাম।
খসড়া
খুব ভাল কথা, খুব খুশি হলাম। প্রথমে শিরোনামে কবিতার নাম দিতেন এর পর কবিতা তার পর নোটা দিতেন। ভাল থাকুন।
মা মাটি দেশ
(y)