সুপ্রিয় ব্লগার বন্ধু, কেমন আছেন সবাই। আমি বৈশাখী ঝড়। ঝড়ের মতোই এই ব্লগে আমি আর্বিভূত হয়েছি কিন্তু ঝড়ের বেগে আবার ফিরে যাব না একথা বলতে পারি। আমি আশা রাখতে পারি সবার ভালোবাসা পাব। ভাল থাকবেন সবাই।
আপনি আমার অনুমতি না নিয়েই তুমি বলে ফেলেছেন , আর যেহেতু আমি আপনার
অপরিচিত তাই কোন ভাবেই এটি আপনি করতে পারেন না ।
যেহেতু প্রথমবার , তাই এখানেই এর শেষ । পরবর্তীতে সতর্কতা অত্যন্ত আবশ্যক ।
১৭টি মন্তব্য
বনলতা সেন
অল্প স্বাগতম আপনি ।
ফিরেই যদি যাবেন এলেন কেন ?
ভালবাসা আপনি অবশ্যই পাবেন যদি এখানে থাকেন ।
এবং সেটুকু আপনাকেই অর্জন করে নিতে হবে ।
অতএব ঝড় সাহেব আগেই অনুগ্রহ করে ভাবুন এবং সঠিক সিদ্ধান্ত নিন । ধন্যবাদ কষ্ট করে
এ পর্যন্ত আসার জন্য ।
বৈশাখী ঝড়
ফিরে যাওয়ার জন্য তো আসিনি আমি
ফিরে যাইনি এখনও
পাশাপাশি আছি তোমার
হাত বাড়ালেই ছুঁতে পারবে আমায়।
বনলতা সেন
আপনি আমার অনুমতি না নিয়েই তুমি বলে ফেলেছেন , আর যেহেতু আমি আপনার
অপরিচিত তাই কোন ভাবেই এটি আপনি করতে পারেন না ।
যেহেতু প্রথমবার , তাই এখানেই এর শেষ । পরবর্তীতে সতর্কতা অত্যন্ত আবশ্যক ।
বৈশাখী ঝড়
ধন্যবাদ, মনে রাখার চেষ্টা করবো।
বিষয়টা এতো কঠোর ভাবে নিবেন এটা ভাবিনি। আমি ছন্দ মিলিয়েছি মাত্র। শুভ কামনা রইল আপনার জন্য।
নীলকন্ঠ জয়
ঝড়ের মতো এসেছেন কিন্তু ঝড়ের মতো উড়ে চলে যাওয়া যাবে না।
সোনেলায় স্বাগতম। -{@
বৈশাখী ঝড়
আপনাদের ভালোবাসা পেলে তো অবশ্যই আমাকে থাকতে হবে।
ধন্যবাদ ভাই নীলকণ্ঠ।
ছন্নছাড়া
এক বস্তা ভালোবাসা দিলাম (3 (3 (3 (3 ………………।।
ব্লগ ছাইড়া যাবার আগে ফিরত দিয়েন ……………।।
শুভ কামোনা ……… -{@ -{@
বৈশাখী ঝড়
ধন্যবাদ। এটা সেই রাজনৈতিক চালের মতো হল-ধন্যবাদ দিয়ে ফেরত চাওয়া।
ভাল থাকবেন
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় -{@
লেখা এবং মন্তব্যে ঝড়ের প্রমান দিন ,
বুঝাবে যাবে আপনি আসলেই বৈশাখী ঝড় কিনা ।
শুভ কামনা
শুভ ব্লগিং 🙂
বৈশাখী ঝড়
চেষ্টা থাকবে। ধন্যবাদ
মর্তুজা হাসান সৈকত
আমি ভালোবাসার মানুষ। আপনাকেও ভালোবাসায় বরন করে নিলাম।
শিশির কনা
ঝড়ের অপেক্ষায় আছি -{@
বৈশাখী ঝড়
ধন্যবাদ
শুন্য শুন্যালয়
শুধু পাওয়ার আশা করলে হবেনা, আপনিও সোনেলার সবাইকে ভালোবাসেন প্রমান দিতে হবে…
স্বাগতম -{@ -{@
বৈশাখী ঝড়
অবশ্যই, কিছু পাওয়ার আশা করলে তো কিছু দিতেই হবে। না হলে সেই গ্রাম্য প্রবাদটির মতো হয়ে যাবে- ‘‘তুই দিলে না মুই দিম, একা একা আর কতোই দিম।”
ধন্যবাদ
খসড়া
এখন তো সবে শীতের আগমন হবে হবে করছে।বৈশাখ সে তো দূরে।
বৈশাখী ঝড়
এখন কি আর সেই দিন আছে? দিন পাল্টাইছে না।