আক্ষেপ

সৈকত দে ২৯ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০৮:৫৪:২০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

বসন্ত এসে ছিলো বলেই ফুলে ফুলে ভরে ওঠে ছিলো প্রকৃতি ,কুহু কুহু ডেকেছিল বসন্তের কোকিল আর হেসেছিলো মরুদ্ধান।

সে হাঁসি আর রইলো কই ?

কালের বিবর্তনে বসন্ত যাওয়ার সাথে সাথেই চলে গেল কোকিল ।বিষন্নতায় মরুদ্ধানের বুকে তখন গ্রীষ্মের খরার ফাটল।

যেন কিছুই করার নেই!
শুধুই আকাশ পানে চেয়ে থাকা!

ঋতুর পরিবর্তনে কোনো দিন হয়তো বর্ষার বৃষ্টির পানিতে তলিয়ে যাবে গ্রীষ্মের সব ফাটল,মুছে যাবে সব স্মৃতি।

যেন ছুয় ছুয় কতেও ছোয়া হলো না এমতাবস্থায় দাঁড়িয়ে, হাত দু’খানা বাড়িয়ে।

আজ সেই সময় পেরিয়েছে। পরিবর্তিত হয়েছে সবই। কালের বিবর্তনে আবারও আসছে বসন্ত।ফুলে ফুলে ভরে ওঠবে ধরনী কিন্তু তুমি আসবে তো….?

১৩৩৬জন ১২২৫জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ