কবিতা রোদে বসে আছে
আশে পাশে র জঙ্গল সুন্দরবন হয়ে গেছে
কেউ স্থির হাতে কবিতা লিখতে
দিচ্ছে না
কখনো বাঘ
ভালুক
সিংহ
ডান্ডা হাতে
তাড়াচ্ছে
কতদিন আকাশ ভালো করে দেখিনি
মেঘেদের খেলা
এলোমেলো তুলো র যৌবন-
খুনসুটি
কতদিন হল
মুক্ত অক্সিজেনের স্বাদ মনের মত
করে ঘন্টার পর ঘন্টা শুঁকে নিতে পারি নি
কতদিন হল
স্বপ্ন দেখিনি
কল্পনার রক্ত মাংস ছিঁড়ে আঁচড়ে
খাই নি
কতদিন হল মায়ের গন্ধ পাই নি
কৃষ্ণচূড়া পলাশ ঝরে যায়
মেয়ে থেকে নারী
নারী থেকে মহিলা তে পরিনত
হয়
মায়েরা তবু ফিরে আসে না?
৯টি মন্তব্য
শামীম চৌধুরী
আমি প্রথম
প্রদীপ চক্রবর্তী
দারুণ রচনাশৈলী দিদি।
মনির হোসেন মমি
হুম।কত দিন এমন লেখা পড়িনি।চমৎকার লেখা আপু।
মোঃ মজিবর রহমান
বেশ অস্থির হয়ে লেখা মনে হচ্ছে। ভাল লাগল দিদি।
তৌহিদ
কতদিন হল মায়ের গন্ধ পাই নি
কৃষ্ণচূড়া পলাশ ঝরে যায়
মেয়ে থেকে নারী
নারী থেকে মহিলা তে পরিনত হয়
মায়েরা তবু ফিরে আসে না?
সুন্দর লাইনগুলি দিদিভাই। লিখতে থাকুন মনের মাধুরী মিশিয়ে।
সাবিনা ইয়াসমিন
মেয়ে থেকে নারী হয়, নারী থেকে মমতাময়ী মা। সব নারী একদিন মেয়ে থাকে, সব মেয়ে মা হয় না। মায়েরা কোথাও যায়না, তাই ফিরেও আসেনা।
তোমায় নিয়মিত ব্লগে পেয়ে খুশি হয়েছি অরুণিমা। ভালো থেকো, শুভ কামনা ❤❤
জিসান শা ইকরাম
স্থির হয়ে যেন কবিতা লিখতে পারো,
বাধা তো থাকবেই।
সব মা ই ফিরে আসে,
দু একজন আসে না।
সঞ্জয় মালাকার
চমৎকার রচনাশৈলী দিদি ভাই।
আরজু মুক্তা
মা মেয়েতে রূপান্তরিত হয়