আক্ষেপ

অরুণিমা মন্ডল দাস ২ জুন ২০১৯, রবিবার, ০১:৫৯:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

কবিতা রোদে বসে আছে
আশে পাশে র জঙ্গল সুন্দরবন হয়ে গেছে
কেউ স্থির হাতে কবিতা লিখতে
দিচ্ছে না
কখনো বাঘ
ভালুক
সিংহ
ডান্ডা হাতে
তাড়াচ্ছে
কতদিন আকাশ ভালো করে দেখিনি
মেঘেদের খেলা
এলোমেলো তুলো র যৌবন-
খুনসুটি
কতদিন হল
মুক্ত অক্সিজেনের স্বাদ মনের মত
করে ঘন্টার পর ঘন্টা শুঁকে নিতে পারি নি
কতদিন হল
স্বপ্ন দেখিনি
কল্পনার রক্ত মাংস ছিঁড়ে আঁচড়ে
খাই নি
কতদিন হল মায়ের গন্ধ পাই নি
কৃষ্ণচূড়া পলাশ ঝরে যায়
মেয়ে থেকে নারী
নারী থেকে মহিলা তে পরিনত
হয়
মায়েরা তবু ফিরে আসে না?

১জন ১জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ