মৃত্যু উদ্যান
থেকে উড়ে আসছে নিষ্পাপ কন্ঠ
আমাকে বাঁচাও
আমাকে বাঁচাও বারুদের তেজস্রিয়
অগ্নি থেকে
কাস্টার বোমার স্মিন্টার থেকে
ড্রোনের বীভত্স আক্রোশ থেকে ।
দেখো ,আমার হাত পা চোখ মুখ বুক
পেট
পিঠ ঝাঁঝরা হয়ে আছে মিসাইল আর
রকেট ল্যান্সার বিস্ফোরন আঘাতে ।
আমি কোথায় যাবো ?
মায়ের কোল থেকে স্কুল ভবন
স্কুল ভবন
থেকে শরনার্থী শিবির ,হসপিটাল
বান্কার ও নিরাপদ নয় !
আমাকে খুঁজে বেড়ায় দস্যু চোখ
তাক করে ফেলা হয় মরনাস্র !
আমি দৌড়ে পালাচ্ছি ।।।
আমার পেছনে ড্রোন ,আমার
পেছনে মৃত্যুর হুলিয়
আমাকে বাঁচাও ,আমাকে বাঁচাও ।।
=================
যৌথ লেখা – মুবুনি ইসলাম আর আমি
১৫টি মন্তব্য
আদিব আদ্নান
প্রথম লেখার জন্য অভিনন্দন ।
সত্যি , বাঁচাও বললেও কেউ বাঁচাতে এগিয়ে আসছে না ।
থার্ড পার্সন পুরাল
ধন্যবাদ 🙂 ।কেউ এ আসছে না জানি ।তাদের চোখে শুধু রয়েছে যুদ্ধ করার মোহ । যে আক্রোশ এর বিভীষিকায় শেষ হয়ে যাচ্ছে প্যালেস্টাইনরা ।
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় ।
বেশ ভালো লেখেন আপনি
মৃত্যু উপত্যকায় বসবাস।
শুভ কামনা —
থার্ড পার্সন পুরাল
ধন্যবাদ আংকেল 🙂 ।আপনি আমাকে তুমি করে বলবেন ।আরো ভাল করার চেষ্টা করেছি মুবুনির জন্য পারিনাই ।
জিসান শা ইকরাম
আচ্ছা 🙂
মুরুনি আবার কে ?
থার্ড পার্সন পুরাল
মুবুনি ইসলাম আংকেল ঐটা আমার বড় আপু বলেন বন্ধু বলেন সব ।
ছাইরাছ হেলাল
বীভৎসতার করুণ আর্তি আপনার মত আমাদেরও ছুঁয়েছে ,
নিশ্চুপ বিশ্ব আজ ,নিচ্ছে রক্তের স্বাদ ।
থার্ড পার্সন পুরাল
হুম আমাদের সবার মাঝে এ আনন্দ বিরাঝ করছে আর তাদের রক্তে ভেজা লাশে অশ্রু বির্ষজন ছাড়া আর কিছুই করার নেই ।
বনলতা সেন
আমাদের এই আর্ত চিৎকারে কারো ঘুম ভাঙছে না , বিপন্ন আজ মানবতা ।
থার্ড পার্সন পুরাল
হুম ঠিক বলেছেন ।মানবতা টা আসলে বিলীন হয়ে গেছে ।মায়ের পেটে থাকা ছোট্ট শিশু পৃথীবীর আলো দেখার আগে এ নিস্তব্দ হয়ে যাচ্ছে ।
লীলাবতী
সোনেলা পরিবারে স্বাগতম -{@ কবিতায় কঠিন বাস্তবতা
থার্ড পার্সন পুরাল
আপনাদের মাঝে আসতে পেরে সত্যি আমি অনেক উচ্ছেসিত ।খুবই ভাল লাগছে আপনাদের মাঝে আসায় । ধন্যবাদ লীলাবতী…
ব্লগার সজীব
প্রথম লেখাতেই জানান দিয়েছেন যে আপনি ভালো লেখেন ।
প্রজন্ম ৭১
ভালো কবিতা। নিয়মিত লিখুন।
শুন্য শুন্যালয়
যৌথ কবিদের কবিতাটি ভালো লাগলো বেশ। আপনাকে স্বাগতম সোনেলায় -{@ লিখুন আরো এমন, মুবুনিকেও লিখতে বলুন। শুভেচ্ছা ।