আকুতি

ছারপোকা ২৮ জুলাই ২০১৪, সোমবার, ০২:৩২:৪০অপরাহ্ন বিবিধ ১৫ মন্তব্য

মৃত্যু উদ্যান
থেকে উড়ে আসছে নিষ্পাপ কন্ঠ
আমাকে বাঁচাও
আমাকে বাঁচাও বারুদের তেজস্রিয়
অগ্নি থেকে
কাস্টার বোমার স্মিন্টার থেকে
ড্রোনের বীভত্স আক্রোশ থেকে ।
দেখো ,আমার হাত পা চোখ মুখ বুক
পেট
পিঠ ঝাঁঝরা হয়ে আছে মিসাইল আর
রকেট ল্যান্সার বিস্ফোরন আঘাতে ।
আমি কোথায় যাবো ?
মায়ের কোল থেকে স্কুল ভবন
স্কুল ভবন
থেকে শরনার্থী শিবির ,হসপিটাল
বান্কার ও নিরাপদ নয় !
আমাকে খুঁজে বেড়ায় দস্যু চোখ
তাক করে ফেলা হয় মরনাস্র !
আমি দৌড়ে পালাচ্ছি ।।।
আমার পেছনে ড্রোন ,আমার
পেছনে মৃত্যুর হুলিয়
আমাকে বাঁচাও ,আমাকে বাঁচাও ।।
=================
যৌথ লেখা – মুবুনি ইসলাম আর আমি

৬৫১জন ৬৫১জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ