কবি এখনো আসেননি
মুল কবি আসার পুর্বে ‘ আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও’,’ বাবুদের তাল-পুকুরে হাবুদের ডাল-কুকুরে’, ‘ আমি হব সকাল বেলার পাখি ‘, ‘ নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ ‘, ‘ ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ ‘ এসব মিউজিক ইনসট্রুমেন্ট গুলো সাউন্ড সিস্টেমে সমন্বয় করা হচ্ছে।
হঠাৎ ছন্দ পতন,শব্দযন্ত্র গুলো কোন কারনে বন্ধ হয়ে যায়,হেঁড়ে গলায় ভেসে আসে।হেঁড়ে কন্ঠকের নাম জানা যায়নি।
তোমার একটাই আকাশ আমারো
তোমার বিশাল সে আকাশে আছে নীল
মেঘ বৃষ্টিতে ভিজে যায় পাহাড় অরণ্য
সমুদ্র স্ফীত হয় স্বচ্ছ ফোটায়
লবণাক্ততা দূরীভূত হয় কিছুটা
পাখি ওড়ে
অতিথি পাখি পাড়ি দেয় হাজার মাইল
ফিরে যায় আবার সব,কিছু খাঁচায় থেকে যায়
ভেজে দেহ ভেজায় মন পথিকেরা
পায় প্রাণ সোনালী ফসলেরা, হেসে ওঠে
তীব্রতায় ছাতা মেলে নিজেকে বাঁচায় জনা কতক
মেঘে ছায়া নেয় ক্লান্ত পথিক।আমার ক্ষুদ্র আকাশে নেই মেঘ
দক্ষিণা বারান্দায় যতটুকু দেখা যায় ঠিক ততটুকুই
আছে শুধুই নীল।
অতঃপর
পাশের চেয়ারে বসা অচেনা মানুষটির অস্ফুট উচ্চারনঃ
‘ সব শালা কবি হবে
পিপিলিকা গোঁ ধরেছে উড়বেই
বন থেকে দাঁতাল শুওর
রাজ আসনে বসবেই।… ‘
ব্লগে এই মুহূর্তে অবস্থান নেয়া বিপদজনক, পঁচা ডিম আজকে বাজার হতে কোন কারনে উধাও।এই লেখা পড়ে যদি কেহ মন্তব্য করেন তবে উপরের চার লাইন থাকবেই মন্তব্যে জানি আমি 🙂
৫০টি মন্তব্য
অরুনি মায়া
হঠাৎ ছন্দ পতন ঘটিয়ে আপনি তো বিরাট সাহসের পরিচয় দিয়েছেন। ভয় নেই আমি কিন্তু পঁচা ডিম কিনি নাই।
মনের সাধ অপূর্ণ রাখতে নেই। 🙂
ব্লগার সজীব
পঁচা ডিম আপনি কিনেন নি?তাহলে বাজার হতে উধাও হলো কিভাবে?ঐ চার লাইন কোট করতে ভুলে গেলেন নাকি? কোট করুন আপু,মনের সাধ অপূর্ণ রাখতে নেই :p
অরুনি মায়া
না ছোট মানুষ দের আমি পঁচা ডিম দিয়ে আঘাত করব এত নিষ্ঠুর আমি নই। আমিতো দলের লোক। 🙂
ঐ যে একটু পর ই ডিম রহস্য পরিষ্কার হবে। বাঘিনীর দল আসিতেছে,,,,
ব্লগার সজীব
আপ ভয় পাচ্ছি, পালাবার রাস্তাও ভুলে গেছি 🙁
অরুনি মায়া
আমি আছি সাথে ভয় পেওনা 🙂
ব্লগার সজীব
আপনি যখন আছেন, ভয় কি পঁচা ডিমে? 🙂
অরুনি মায়া
ওরা পঁচা ডিম মারলে আমরা পঁচা টমেটো ছুঁড়ে মারব,,,,
ব্লগার সজীব
পঁচা টমেটো কিনে ষ্টক করতে হয় তাহলে 😀
ছাইরাছ হেলাল
ইশশ, ইশশিরে,
কাকের সংখ্যা আবার বেড়েই চলছে।
বুদ্ধিমান হউন, ঠিক কাজটি করে কাকদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির আওতায় আনুন।
কলিকালের নমুনা, ভাব উঠলেই কাকা ও কা কা।
হুশশ হুশশ, তফাৎ যা, যাহ, আর করিস না কা কা।
ব্লগার সজীব
আররে কাকের কথা তো লিখতেই ভুলে গিয়েছি।বুদ্ধিমান হতেই হয়।অবশ্য অকবির নাম জানা যায়নি,আসুন ডিমের সদ্ব্যবহার করি 🙂
অরণ্য
:c চাল্লু। আপনি ভাই জব্বর লোক আছেন। (y)
চারলাইন কিন্তু আমার কয়েকবার পড়া হয়ে গেল। ও চার লাইনের যাদু আলাদা। আমার কাছে বেশ লাগলো। নিজের ভিতরে একটা হাসি খেলা করে যাচ্ছে। 😀
গ্রেট! (y)
ব্লগার সজীব
নিজের ভিতরের হাসি বাইরে নিয়ে আসুন।হাসি আটকে রাখবেন না।মাত্র চার বার পড়লেন?আমি হলে পড়তেই থাকতাম ঐ চার লাইন 🙂
শুন্য শুন্যালয়
একটাই কমেন্ট মনে আসতেছে.. সব শালা কবি হবে
পিপিলিকা গোঁ ধরেছে উড়বেই
বন থেকে দাঁতাল শুওর
রাজ আসনে বসবেই।… 😀
বাচ্চা ছেলেটাও কবি হয়ে যাচ্ছে, ওদিকে পিচ্চি হয়ে গেছে সবুজ তরুনী। দিনকাল যতই ওল্টাট সজীবের স্ক্রু ঢিলা বুদ্ধি থাকবেই। নিজেকে এভাবে পঁচাতে হয়না বাবুসোনা, পঁচানোর জন্যে তো আমরা আছিই।
ব্লগার সজীব
ঠিক ঠিক,কাক হতে যায় ময়ূর! চিন্তা করেন আপু। বাবু সোনা 🙁
মিথুন
এই জন্যেই তো কবিতা লিখিনা, সজীব ভাইয়া আমার কবিতা পড়ে ঠিক এই কথা বলে মনে মনে 🙁
আমিতো জানতাম আকাশ একটাই, এখানে দেখছি দুইটা। এতদিনে পরিষ্কার হলো, কেন দোকানীরা পঁচা ডিম রেখে দেয় দোকানে।
ব্লগার সজীব
আসুন পঁচা ডিম ছুড়ে মারি ষ্টেজে 😀
মেহেরী তাজ
সব শালা কবি হবে
পিপিলিকা গোঁ ধরেছে উড়বেই
বন থেকে দাঁতাল শুওর
রাজ আসনে বসবেই।…
ভাবতেছি এসব কাট ফাট করে কি লাভ। আমি বরং তোমার পাশেই দাঁড়াই দেখি তোমাকে কে পচা ডিম মারতেছে।
ব্লগার সজীব
পাশে দাঁড়াবেন ওস্তাদ?আপনার গায় যদি লাগে?আপনি পাশে থাকবেন না।
মেহেরী তাজ
আমি বড় হয়ে গেছি না। আমাকে দেখলে আর কেউ ডিম মারবে না। আর আমার শিষ্য তো ফেলনা কেউ না যে চাইলেই পচা ডিম মারবে।
ব্লগার সজীব
তাহলে ঠিক আছে ওস্তাদ।আপনি এত ভালো কেন? 🙂 :c -{@
মেহেরী তাজ
শুন্য আপু বলছে আমরা সবাই অনেক ভালো।
ব্লগার সজীব
কিন্তু শুন্য আপু আমাকে বাবু সোনা বলেছে 🙁 এর চেয়ে কষ্টের আর কি থাকতে পারে ওস্তাদ ;( আমি ফিডার খাই,এই বয়েসে নিয়ে গেলেন আমাকে 🙁 সবচেয়ে বেশী পচা শুন্য আপু 🙂
শুন্য শুন্যালয়
কে আমারে পঁচা বলে, কার এত বড় সাহস? :@ ও আচ্ছা বাবুসোনা, কুটুস পুটুস? তুমি বললে ঠিক আছে, বাচ্চাদের সব মাফ 😀
মেহেরী তাজ
তাইলে তুমি উনাকে বেবি সোনী বলে ডাকো।
আমাকেও পিচ্চি ডাকে তোমার ওস্তাদ কে। তাহলে তো তোমাকে ও নামে ডাকবেই। কি আর করা বল!!!?
কিন্তু তারপরেও শুন্য খুব পচা না একটু পচা হ্যা??!
ব্লগার সজীব
আচ্ছা ওস্তাদ,আপনার এলাকার বলে কথা।মেনে নিলাম 🙂
মেহেরী তাজ
শিষ্য এখন ও কি ঐ নামেই ডাকে তোমায়???
ব্লগার সজীব
শুন্য আপুর কাছ থেকে বাবু সোনা ডাক শুনতে ভালো লাগে ওস্তাদ।আদর করে ভালোবাসে যে আমায় (3
মেহেরী তাজ
আগেই বলেছিলাম না উনি অনেক ভালো। 🙂
ব্লগার সজীব
ওস্তাদ,পরী আপুটাকে খুব মিস করি।আপু কি আর আসবেন না?কত সময় আমরা একসাথে আড্ডা দিয়েছি এখানে।
নীলাঞ্জনা নীলা
বাব্বাহ! পিঁপিলিকার পাখা ওড়ে মরিবার তরেই। তবে হে বৎস আপনার পাখা উড়িলো,
পাখীর মতোই। “সকলেই কবি নহেন, কেহ কেহ কবি।” আমি তো জানি সবার মধ্যেই কবিত্ত্ব রাজত্ত্ব করে।
কেউ ভাব(আমি নিজেই :p ) নেয়া আর কেউ ভবের(আমার বুড়ো ঠাকুর)।
ও মা সিংহাসনে তো দেখি বসা মহারাজ ব্লগার সজীব! 😮
কূর্ণিশ! কূর্ণিশ!! 🙂
ব্লগার সজীব
নীলাদি লজ্জায় মাটির মধ্যেই লুকাতে হবে দেখছি।এমন মন্তব্য করে আমাকে মেরে ফেলে দিয়েন না 🙂 -{@
নীলাঞ্জনা নীলা
মেরে ফেলে দেবো কি?
এখন বুঝলাম কেন এতো দেরী করে করে পোষ্ট দেয়া হয়! 🙂
ব্লগার সজীব
প্রশংসা শুনলে খুশীতে আমার দম বন্ধ হয়ে যায়,মরে গেলে তো আপনি দায়ী হবেন :p
আর এমন লেখা দেয়া হবে না। হেলাল ভাইয়া কাক বলছে,আর শুন্য আপু বাবু সোনা ;(
নীলাঞ্জনা নীলা
ইস বললেই হলো! এমন লেখা আর দেয়া হবেনা!!! :@
বহু বহুবার দিতে হবে, দিতে হবে।
কাক অনেক উদার কোকিলের বাচ্চাকে পালন করে। কোকিল তো স্বার্থপর।
আর বাবু সোনা তো অনেক আদরের ডাক। আমাকে আমার বন্ধু একটা বাবু বলে ডাকে। যদিও ক্ষ্যাপি খুব, কিন্তু মজা পাই। ভালো লাগে :p
আর আপনি তো একটা ছোট্ট বাবু সোনা। -{@
শুন্য শুন্যালয়
হি হি, এইবার নীলা আপুও বলছে, ব্লগার সজীব, আপনি শেষ 😀
ব্লগার সজীব
বাবুটা বাদ দেয়া যায় না নীলাদি? 🙂 মজা আমিও পাই :p
নীলাঞ্জনা নীলা
বাবুটা বাদ দিলে তো সমস্যা। তাহলে ডাকবো ছোটকু সজীব সোনা।
কোনটা পছন্দ? -{@
ব্লগার সজীব
ছোটকু সজীব সোনা খারাপ না, ভালোই লাগছে নীলাদি -{@
স্বপ্ন
সবাই কবি হলে দেশের অবস্থা কি হবে ভেবে দেখেছেন?এ পথ হতে ফিরে আসুন ভাইয়া 🙂
ব্লগার সজীব
ন্যাড়া একবারই বেলতলায় যায় 🙂
কৃন্তনিকা
সবাই তো খুশি হয়ে সিদ্ধ ডিম দিচ্ছে- দেখি…
আমার পক্ষ থেকে অমলেট ডিম রইল… 🙂
ব্লগার সজীব
ডিম ডিমই তা আমলেট মামলেট সিদ্ধ যাই হোকনা কেন 🙂
খেয়ালী মেয়ে
সব শালা কবি হবে
পিপিলিকা গোঁ ধরেছে উড়বেই
বন থেকে দাঁতাল শুওর
রাজ আসনে বসবেই 🙂
আমাদের সজীব ভাইয়া কত্তো ভালো, পোস্টের সাথে মন্তব্যও দিয়ে দেয় 🙂
ভাইয়া আপনি এত্তো ভালো ক্যান ;?
ব্লগার সজীব
ধন্যবাদ আমার কথা রাখার জন্য। আমার রেডিমেড কমেন্ট থেকেও কমেন্ট দিতে পারতেন আপু :D)
মরুভূমির জলদস্যু
পাখি ওড়ে
অতিথি পাখি পাড়ি দেয় হাজার মাইল
ফিরে যায় আবার সব,কিছু খাঁচায় থেকে যায়
আর কিছু যায় আমাদের পেটে। :D)
ব্লগার সজীব
থেকে যাওয়া পাখি থেকেই কিছু আপনার পেটে যায়।অতিথি পাখি খাওয়া ঠিক না।
অরুণিমা
ভালোই তো লিখেছো সজীব।দুজনের আকাশ ভিন্ন ভিন্ন।এটি হতেই পারে।
ব্লগার সজীব
সবার আকাশই আলাদা আলাদা দিদি।ধন্যবাদ আপনাকে -{@
লীলাবতী
কোন বেদনায় চলে গেলেন ভাইয়া? কেউ মনে হয় আপনার লেখার ভিতরটা দেখতে পাননি।যারা হাসায়,তাদের মৃত্যুর সময়েও মানুষ হাসে, এটি বড় নির্মমতা।কোন একজনের আকাশ বড় হতেই পারে এটা।মন খারাপের কিছু নেই,জীবন একটাই।নিজের মত সাজিয়ে নিন।
ব্লগার সজীব
বিশ্রামে গিয়েছিলাম আপু,এইত ফিরে এসেছি আপনাদের মাঝে -{@