আকাশে কালো মেঘ

রিমি রুম্মান ১৫ জুন ২০১৫, সোমবার, ১২:০৭:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

10524905_675135592591522_128393267_n
ভীষণ প্রিয় বেল্‌কনি। প্রকৃতির পট পরিবর্তনের সাথে সাথে নিচের আঙিনার রূপ বদলায়। কখনো গোলাপি রঙের ফুলে ছেয়ে থাকে। কখনো কেবলই ঘন সবুজ। আবার কখনো শুভ্র তুষার। ভীষণ শান্ত পরিবেশ। কখনো নিস্তব্দতা ভেঙে মাথার উপর দিয়ে কাছাকাছি দূরত্বে হেলিকপ্টার উড়ে যায়, কিংবা পাশের চায়নিজ পরিবারের পোষা পাখিগুলো গেয়ে উঠে। বিশ্বের রাজধানী খাত এই শহরে এমন একটি পরিবেশ বাস্তবিকই অবিশ্বাস্য মনে হতে পারে। রেলিঙের পাশে এসে দাঁড়ালে মন একেবারেই অন্যরকম হয়ে উঠে। চোখের সামনে দুলে উঠে আরেকটি বেল্‌কনি। আমার বাবার বাড়ির বেল্‌কনি। কোলাহল মুখর চারিপাশ। প্রতি বিকেলে নিচে রাস্তায় কেউ একজন দাঁড়িয়ে থাকতো সন্ধ্যা অবধি……

ছেলেটি অন্য বিভাগে পড়ে যদিও, কিন্তু ক্লাস শেষে আমার সায়েন্স বিভাগের সামনে এসে দাঁড়িয়ে থাকে প্রায়ই। কখনোবা মেয়েদের কমন রুমের অদূরে। সম্ভবত কারো অপেক্ষায়। কিন্তু সেই মানুষটিই যখন রোজ বিকেলে আমার বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে থাকে অনেকটা সময়, তখন আর বুঝতে বাকি থাকে না কিছুই। একদিন কেমন করে যেন নোট নেবার নাম করে আমার বাবার কঠোর চোখের সামনে দিয়ে বাসায় এসে হাজির ! ভিন্ন ডিপার্টমেন্ট, আমি তাঁকে কি নোট দিবো ? বাংলা ? ইংরেজি ? যাক্‌, এটি একটি অজুহাত ছিল। বাংলায় আমি বরাবরই ভালো। বিধায় নিয়ে গেলো বাংলা নোট ! তিনদিন বাদে ফেরত দিলো। সাথে নোটের ভাঁজে চিরকুট। ভালোবাসি… ভালোবাসি… ভালোবাসি !!

আশ্চর্য এক স্বপ্নময় অনুভূতিতে ছেয়ে থাকলো মন। মনোভাবে নমনীয়তা লক্ষ্য করি। সম্ভবত ওই বয়সের সব বালিকার মনই এমন নমনীয় থাকে। তবে বছর ষোল সতেরো’র বালিকার ভেতরে তীক্ষ্ণ এক মানসিক সচেতনতাবোধের কথা ভাবলে আজ এতগুলো বছর বাদেও ভীষণ অবাক হই ! ভেতরে ভেতরে খোঁজ নেই। কি তাঁর পরিচয়… কি তাঁর পরিবার। জানলাম, উচ্চপদস্থ কর্মকর্তার পুত্র। সরকারী বাংলো। বাবার অফিসের গাড়ির যাচ্ছেতাই অপব্যবহার তাঁদের। ২/৪ জন বন্ধু যারা সেই বাড়িটিতে ২/৪ বার যাতায়াতের সুযোগ পেয়েছে, তাঁদের হয়ে জানলাম, পরিবারটি প্রচণ্ড দাম্ভিক। দাপট প্রতাপ নিয়ে থাকা টাইপ। বাড়িতে বন্ধুরা গেলে গৃহকত্রী পারতপক্ষে কথা বলেন না। আপ্যায়ন করেন না। অথচ আমার রক্ষণশীল বাবা-মা’ও বন্ধুরা এলে হাসিমুখে কুশল বিনিময় করেন। ড্রয়িং রুমে খাবার পাঠিয়ে দেন। নাহ্‌, এমন পরিবারে গিয়ে আমার মত মধ্যবিত্ত তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হবে__ হতেই পারে না। সেই সময়টাতে বাংলা সিনেমার গল্পগুলো বাস্তব মনে হতে থাকে। একটি উচ্চবিত্ত পরিবার, মধ্যবিত্ত পরিবার থেকে আসা মেয়েটিকে প্রতিনিয়ত হেয় করে__ এমনসব দৃশ্যগুলো আতঙ্কিত করে তোলে বেশ কিছুদিন……

অতঃপর____নাছোড়বান্দা সহজ সরল নিরপরাধ ছেলেটির পরিবার চাকুরী সুত্রে আমার শহর ছেড়ে যায়। রেখে যায় এক আকাশ কালো মেঘ… পাহাড়সম মায়া…

অনেকদিন বাদে আজ বেল্‌কনিতে বিশাল এক আকাশের নিচে আমি। কোথাও কি আঁধার ঘনিয়েছে ? কালো মেঘ জমেছে ? জানা নেই। সত্যিই জানা নেই……

৭৬০জন ৭৬০জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ