আজ আমি হারিয়েছি শূন্যতায়,
ব্যর্থতা কে করেছি আলিঙ্গন।
আজ আমি বেশ ক্লান্ত,
আজ আমি বড্ড বেশি ক্লান্ত,
এক মুঠো হতাশা নিয়ে,
দেখছি আমি আঁধারের আগমন।
এ যেন সমাপ্তির শুরু।
আজ আমার কল্পনাতে পরবে-
তুলির শেষ ছোঁয়া।
আজ আমি বিদায় জানাবো এই গোধূলি কে।
আঁকড়ে ধরবো,
চাঁদের আলোয় মৃদু আঁধার কে।
আজ আমার সঙ্গী হবে-
নিস্তব্ধতা, নীরবতা আর মৌনতা।
আজ থেকে সৃতি গুলো,
আমায় আর পোড়াবে না,
আজ হবে আমার শেষ বারের মত-
হারিয়ে যাওয়া।
না ফেরার পথ ধরবো বলে,
আজ আমার শেষ বারের মত,
অপেক্ষার প্রহর গোনা।
আজ আমি নত হলাম শেষ বারের মত,
এ সমাজের কঠোর বাস্তবতায়।
জীবনের কাছে-
আজ আমি করেছি আত্মসমর্পণ।
অসহায়ত্বের শেষ সীমায় এসে,
আজ আমি গ্রহণ করবো-
আঁধারের নিমন্ত্রণ।
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
আঁধারের নিমন্ত্রণ গ্রহন করা উচিৎ নয়
আত্মসমর্পণ করা চল্বেনা কিন্তু 🙂
কবিতা ভালো হয়েছে —
তওসীফ সাদাত
হুম, এটা যখন লিখেছিলাম, আত্মসমর্পণ করে নিয়েছিলাম প্রায়। 🙂 ধন্যবাদ 🙂
আদিব আদ্নান
ব্যর্থতার আলিঙ্গন এড়িয়ে চলাই জীবন ।
জীবন মুল্যাতীত , তাই হেলাফেলা নয় ।
তওসীফ সাদাত
হুম। একমত। জীবন মুল্যাতীত।
লীলাবতী
সুন্দর
তওসীফ সাদাত
ধন্যবাদ।
খসড়া
সব পেয়ও এত ব্যার্থতা না পাওয়ার কষ্ট কেন? ভাল লাগলো।
তওসীফ সাদাত
পেয়েও যদি হারিয়েই ফেলতে হয়। তাহলে সে পাওয়ার কি মূল্য রইল ? যদি নাই বা থাকলো আমার ?
আফ্রি আয়েশা
সুন্দর লেখা । তবে হাল ছেড়োনা … কখনই না …
তওসীফ সাদাত
ধন্যবাদ 🙂