অ-লেখকের অপেক্ষায় আছি

নীলাঞ্জনা নীলা ৬ এপ্রিল ২০১৯, শনিবার, ১২:০৯:৪৮অপরাহ্ন কবিতা ৪০ মন্তব্য

কেউ কি একটা গল্প লিখবে জলে ভেসে থাকা পদ্মকে নিয়ে? সে, কী কথা বলে ওই আকাশের সাথে? কিংবা অযত্নে, অবহেলায় ফুটে থাকা জংলী ফুলকে নিয়ে? কেমন করে বিশাল অরণ্যকে সৌন্দর্য দিয়ে যাচ্ছে নিরন্তর? কোনো উপন্যাস চাই না আমি।
কে জানে কোনো একদিন গল্প হয়ে যাবে ওই ফুল,
অথবা পাখী,
নয়তো মেঘ,
হতে পারে অরণ্য, আকাশ কিংবা সাগর।
এমনও হতে পারে একদিন আমিই হয়ে যাবো সেই ফুল, পাখী, মেঘ, অরণ্য, আকাশ, সাগর।
কোনো এক অ-লেখক একদিন আচমকাই লিখে ফেলবে জীবনের গল্প, কবিতা এবং অসম্পূর্ণ উপন্যাস।

হ্যামিল্টন , কানাডা (এইমাত্রই লিখলাম। ২০১৯ সালের ৬ এপ্রিল আজ।)

★ছবি আপলোড কিভাবে করবো? সাইজ কিছুতেই কমাতে পারছিনা।★

১জন ১জন
0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ