আপনাদের ভালবাসায় ফিরতে বাধ্য হলাম :)…………
কোন এক মায়া বিকেলে বুকের বাম পাশটা ছুঁয়েছিল এক পশলা বৃষ্টি
তারও আগে সোনা রোদে ভিজেছি একচোট। একা ছিলাম না,
রোদেলা কাঁকের বন্য অবগাহন ছিল ছায়া সঙ্গী।
প্রকৃতির খেয়ালি ইন্টেরিয়র দেখে যখন দেহ মিশে গেছে মলিন পথশিশুতে
স্রষ্টা তার সৌন্দর্য্যের অহমিকা সাক্ষী করতে পাঠাল বৃষ্টি কণা ,
একা আসেনি, সাথে করে নিয়ে এল হিমাদ্র অনুভূতি,
যেভাবে গ্রাম-বালিকার কান্নায় সিক্ত হয় অসুস্থ ছাগল ছানা
সেভাবেই বৃষ্টি-জল আমায় ভেজালো,
ভালবাসার পিঠে ভালবাসা, পবিত্রতার গর্ভে পবিত্রতা,
আজ তারা বৃষ্টি নয়, আজ তারা সত্ত্বাধিকারী ।
শুক্রাণু বিন্যাসে কৃপন ছিল কেউ একজন ,
বৃষ্টিরা বশ মানেনি
মিলিয়ে গেল অজানায়, ভালবাসার নিদর্শন দিয়ে গেল দিগন্তে,
রাঙা গোধূলির লালিমাতে আলপনা এঁকে আমন্ত্রণ ওপারে যাবার,
আমি দ্বিধাগ্রস্থ, সাতটি রঙয়ের কোনটি আমার ?
বৃষ্টিরা ইশারায় কথা কয়, আমি যে প্রেমিক নই,
প্রিয়তাদের বুঝি কি করে ?
হৃদয় লন্ডভন্ড ভালবাসার সাইক্লোনে প্রেমিকার বদলে বুকে ঝর-জলের সঙ্গম
অভিলাষী মাটির সোঁদা গন্ধে পরিপুর্ণ কবিতার পঙতি,
অথচ বর্ণজালে বিষাক্ত মাকড়শা,
বৃষ্টিরা কথা শোনে না – বড্ড একঘেয়ে টাইপ একরোখা।
সন্যাসি ভাবনারা শব্দজটে আটকা পরেছে ততক্ষণে
মহুয়ার রসে মাতাল দিকভোলা মরীচিকা বুনোপথ
সন্ধ্যা পেড়িয়ে সোডিয়াম আলোয় কিশোরী রাতের ডামাডোল,
অস্থির পেঁচারা সঙ্গী নির্বাচনে ব্যাস্ত কোন এক দুরের গাঁয়,
বুভূক্ষ সভ্যতার বেড়াজালে শতচ্ছিন্ন ক্যানভাস
তার মাঝেই এঁকে চলছি বৃষ্টি ও তোমার হৃদয়ের অয়নাংশ সাতকাহন।
২০টি মন্তব্য
স্বপ্ন
শব্দের এমন চমৎকার ব্যবহার এবং বিন্যাসে চমকিত হলাম । অসাধারন লাগলো ভাই।
আবু জাঈদ
ধন্যবাদ জানবেন
মিথুন
অনেক দারুণ কবিতা. অসাধারণ লেগেছে ভাইয়া.
আবু জাঈদ
আপনার কমেন্ট টাও অল্পে অসাধারণ, শুভেচ্ছা জানবেন 🙂
আদিব আদ্নান
একটু কঠিন মনে হচ্ছে ।
আবু জাঈদ
সব তো আর সহজ হয়না, একেবারে সহজ হলে তো ছোট গল্প ও লেখা যায় :p বলুন কোনটা কঠিন, আমি বুঝিয়ে দিচ্ছি 🙂 ভাল লাগা জানবেন।
নীলকন্ঠ জয়
ফিরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জাঈদ ভাই।
কবিতা অসাধারণ হয়েছে। (y)
আবু জাঈদ
আপনাদের ও ধন্যবাদ
তন্দ্রা
আগমনে মনে স্বস্তি পেলাম আপনাকে।
আসলেন বলেই পেলাম এমন একটি মন ভোলানো কবিতা।
আবু জাঈদ
আপনার কমেন্টেও আমি বেশ সস্তি পেলাম 🙂 ভাললাগা জানবেন
শুন্য শুন্যালয়
ভালোবাসার শক্তি অনেক রে ভাই….
এতো ভালো লেখা থেকে বঞ্চিত করা কি ঠিক হতো?
অনেক ভালো লেগেছে (y)
আবু জাঈদ
সত্যি ই খুব বড় শক্তি এটা 🙂
মর্তুজা হাসান সৈকত
ভালো কবিতা তবে রিটাচ দরকার আছে। কাজ করার মত অনেক জায়গাই রয়ে গেছে।
আবু জাঈদ
দারুণ ভাল লাগল আপনার মন্তব্যে, যদি দু এক টা ভুল বা সংশোধন বলে দিতেন তবে আরো বেশি উপকৃত হতাম।
শিশির কনা
” কোন এক মায়া বিকেলে বুকের বাম পাশটা ছুঁয়েছিল এক পশলা বৃষ্টি
তারও আগে সোনা রোদে ভিজেছি একচোট। একা ছিলাম না,
রোদেলা কাঁকের বন্য অবগাহন ছিল ছায়া সঙ্গী। ” ……… অসাধারণ ।
মায়া এক সাংঘাতিক জিনিস , আমরা একে কেউ এড়াতে পারিনা -{@ -{@ -{@
আবু জাঈদ
ঠিক বলেছেন, মায়া এক সাংঘাতিক জিনিস 🙂
জিসান শা ইকরাম
সুন্দর কবিতায় অনেক ভালো লাগা ।
এমন চমৎকার কবিতা চাই নিয়মিত ।
আবু জাঈদ
পাবেন ইনশাআল্লাহ 🙂
খসড়া
চমৎকার কবিতা ।
আবু জাঈদ
চমৎকার একটা ধন্যবাদ 🙂