বুধবার রাত ১১টা। দরজার বেল বাজলো। অহনা দরজা খুলল। লম্বামতন একজন, খোঁচাখোঁচা দাড়ি। অহনা সবিস্ময়ে বলল, “অপু”
“কিরে, অহো ”
“এই অসময়ে কেউ ভদ্রলোকের বাসায় আসে?”
“I guess,এটা ভদ্রলোকের বাসা নয়। ভদ্রলোকের বাসার দারোয়ান ঢুকতে দিল যে। ফ্রেন্ডের বাসায় আসার কোন নির্দিষ্ট টাইম আছে নাকি? ভেতরে ঢুকতে দিবি না?”
“আয় ,কিছু খেয়ে এসেছিস নাকি?”
“আমার মত celebrityদের মাঝেমধ্যে একটুআধটু … বুঝিসই তো”
ড্রইংরুমে সোফায় ধপ করে বসে পড়ল অপু। বলল, “কেমন চলছে তোর সংসার? তোর husband কই?”
“উনার জন্যই তো wait করছি। প্রায়ই দেরী হয়।”
“বেশ মুটিয়ে গেছিস।”
“তিন মাস চলছে।” লাজুক ভঙ্গিতে বলল অহনা ।
“কেন? তোর husbandএর কি তর সইল না?”
“আমার সয় নি,তাই। তোর খবর বল।”
“এই তো আছি বেশ। আমার filmগুলো দেখেছিস? আজকাল টিভি,নিউজপেপারে প্রায়ই-”
“না দেখিনি।”
“Oh,God! কি বলিস? তুই জানিস, আমি আমাদের দেশের film industryতে legend হতে যাচ্ছি। 1st filmটা হিট না হলেও বেশ প্রশংসা কুড়িয়েছে।”
“প্রশংসা!!! ভাল।”
“2ndটা average but জাতীয় চলচ্চিত্র পুরস্কারে best filmএ মনোনয়ন পেয়েছিল।”
“ঐ মনোনয়ন পর্যন্তই, পুরস্কার তো আর পায়নি।”
“পায় নি তো কি হয়েছে? futureএ পাবে। 3rd filmটি বাণিজ্যিক,গত সপ্তাহে মুক্তি পেল,সুপার হিট,producer বেশ happy।”
“শুনলাম, ওটার actressএর সাথে নাকি তোর-”
“হুমম,বুঝতে পেরেছি। celebrityদের নিয়ে গুজব লেগেই থাকে। আজকাল মেয়েরাও filmএ আসার জন্য এত্ত crazy হয়ে ওঠে যে…”
“মেয়েটা দেখতে ভালই,বিয়ে করে ফেললেই পারিস।”
“বাদ দে ওসব। গত দুবছরে তুই আমার ফোন ধরিস নি কেন? কতবার ফোন দিয়েছি। ভেবেছিলাম,নম্বর বদলেছিস। সবাই বলল, বদলাস নি।”
“আমার বিয়ে attend করিস নি কেন?”
গল্পের বাকী অংশ পড়তে চলে আসুন বইমেলায়, সংগ্রহ করুন “অনুভূতি গেছে অভিসারে”।
৩১টি মন্তব্য
জিসান শা ইকরাম
এক বারেই পড়ে ফেললাম
আপনার লেখার স্টাইল টা বেশ ভালো
পাঠককে কাহিনীতে আটকে রাখার দক্ষতা আছে আপনার লেখনীর ।
“মানুষের মনের কিছু অংশ আজীবন তালাবদ্ধ থাকাই ভাল ।”— এটা অসাধারন একটি কথা ।
সব মিলিয়ে অনেক ভালো লেগেছে ।
কৃন্তনিকা
ধন্যবাদ। 😀
ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। আপনার মত পাঠকের যেন সংখ্যা যেন দিনদিন বাড়ে … 🙂
আপনার মত পাঠক থাকলে লেখায় অনেক উদ্দীপনা পাবো। 🙂
আদিব আদ্নান
পড়লাম মন দিয়ে , সহজে সুন্দর গল্প ।
আপনার গল্প বলার পরিক্রমায় টানাপোড়ন প্রকাশের জন্য একটি শব্দের ব্যবহার ‘আশ্রিত’ শব্দটির
সুন্দর প্রয়োগ অন্তর্নিহিত ভাব প্রকাশে অত্যন্ত সহায়ক হয়েছে বলেই মনে করি ।
পড়ব নিয়মিত ।
কৃন্তনিকা
ধন্যবাদ 🙂
যদি গভীরভাবে চিন্তা করি, আমরা সবাই কোন না কোনোভাবে “আশ্রিত”। এমনকি অনাথ পথশিশুও আশ্রিত বসুমতী মায়ের কাছে…
আপনার মত আগ্রহী পাঠক ধরে রাখতে পারব জেনে ভালো লাগলো।
"বাইরনিক শুভ্র"
প্রতি টা জীবনই মনে হয় এরকম । ভালো লাগল পড়ে ।
কৃন্তনিকা
ধন্যবাদ 🙂
হুম, ঠিক বলেছেন। সহজ সাধারণ জীবনেও জটিলতা থেকে যায়।
বনলতা সেন
shakespeare এর কথা শুনলে ভয় লাগে ,
গল্পে চমক আপনি ভালই তৈরী করেছেন ।
অহো এর মনস্তাত্ত্বিক টানাপোড়ন সুন্দর হয়েছে ।
কৃন্তনিকা
হুম… মেয়েদের মনস্তত্ত্ব খুব জটিল। কথায় আছে, প্রকৃতির গোপন রহস্য উদ্ঘাতন করা সম্ভব হলেও, নারীর মনের গোপন রহস্য গোপনই থেকে যায়। মেয়েদের মন ধরাছোঁয়ার বাইরে…
যাযাবর
গল্পে টান টান উত্তেজন , কখন কি হয়ে যায় এমন একটি অবস্থা । শেষ হয়েও হলোনা শেষ । ভালো লিখেছেন ।
কৃন্তনিকা
ধন্যবাদ 😀 আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। গল্প শেষ হইয়াও শেষ না হলেও, এর একটা শুরু আছে। আর শুরুর গল্পটা খুব শীঘ্রই প্রকাশ করবো। 🙂
এই মেঘ এই রোদ্দুর
গল্প ভাল লাগল
শুভকামনা আরো লিখে যান
কৃন্তনিকা
ধন্যবাদ 🙂
আপনাদের মত পাঠক থাকলে অবশ্যই লিখে যাব 😀
হতভাগ্য কবি
টানা পড়লাম বিশ্রাম নিতেও থামিনি, খুব ভাল লাগলো। 🙂
কৃন্তনিকা
আপনার মত পাঠকই তো চাই, যারা বিশ্রাম ছাড়াই টানা পড়ে যাবে 😀
ধন্যবাদ… 😀
ছাইরাছ হেলাল
অসংখ্য তালার ছবিটি গল্পের সাথে বেশ মানিয়েছে ।
অহো হয়ত এমন ভাবেই প্রকাশিত ।
আমি কিন্তু ফ্রানৎ কাফকা এর লেখা গল্প ‘এক ছোটখাট মহিলা’ পড়েছি ।
আপনি ইচ্ছে করলে পড়ে দেখতে পারেন ।
আপনার লেখায় মুভি এর বিষয় এসেছে দেখে ভালই হল ।
একটি রিভিউ লিখে ফেলেন আপনার পছন্দের কোন ছবি নিয়ে ।
কৃন্তনিকা
ধন্যবাদ 😀
হুম… আমি চেষ্টা করি- গল্পের সাথে মিল রেখে ছবি সংযোজন করতে।
ফ্রানৎ কাফকা এর লেখা গল্প ‘এক ছোটখাট মহিলা’ কি নেটে পাওয়া যাবে?
আমি মুভিপাগল, কিন্তু কখনো রিভিউ লিখিনি। তবে সময় পেলে, চেষ্টা করবো।
ছাইরাছ হেলাল
না , নেটে বইটি পাওয়া যায় না ।
আপনার দু’জন সব থেকে প্রিয় পরিচালকের নাম বলুন ।
কৃন্তনিকা
বাঙ্গালিদের মধ্যে সত্যজিত রায় ও তারেক মাসুদ। আপনি হয়ত ঋতুপর্ণ ঘোষের নাম আশা করছেন, উনাকে নিয়ে সমালোচনা করার যোগ্যতা আমার নেই। কিন্তু প্রিয় দুজনের তালিকায় উনি নেই…
বিদেশিদের মধ্যে সঞ্জয় লীলা বান্সালি আর রাজকুমার হিরানি।
জবরুল আলম সুমন
সুন্দর গল্প, গল্প লেখায় আপনার মুন্সিয়ানা আছে এটা ভালো ভাবেই বুঝা গেলো… ধন্যবাদ সুন্দর এই লেখার জন্য।
কৃন্তনিকা
আপনাকেও ধন্যবাদ সুন্দর করে আমার লেখার প্রশংসা করার জন্য 🙂
আমার লেখা পড়ার জন্য আপনাকে স্বাগতম…
শিশির কনা
মুগ্ধ পাঠ 🙂
কৃন্তনিকা
মুগ্ধ পাঠ জেনে খুশি হলাম… ধন্যবাদ 😀
প্রজন্ম ৭১
অসাধারন বললে মনে হয় কম বলা হয় ।
কৃন্তনিকা
অসংখ্য ধন্যবাদ
🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 😀
ব্লগার সজীব
অনেক ভালো একটি গল্প পড়লাম । সত্যির মত লিখে ফেললেন ।
কৃন্তনিকা
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ধন্যবাদ 🙂
সুখী মানুষ
পরেরটা আগে পড়ে ফেলেছি আর আগেরটা পরে… ভাল লেগেছে খুব
কৃন্তনিকা
ধন্যবাদ পড়ার জন্য 😀
পাঠকের ভালোলাগাতেই গল্পকারের সার্থকতা 🙂
নীতেশ বড়ুয়া
আপনি নিজে কি জানেন কি করে পাঠককে ধরে রাখতে হয় বা স্ট্রাইক করতে হয় একই লেখা বারেবারে পড়ানোর জন্যে?
অবশ্যই জানেন! আর জানেন বলেই একই কাজ করে যাচ্ছেন বারেবারে 😀
কৃন্তনিকা
মানুষ বিরক্ত হবে আমার লেখা পড়ে-এটা ভাবতেও কষ্ট হয় আমার। তাই প্রতিটা লেখা নিজে পড়ে যাচাই করে দেখি, আমি নিজে বিরক্ত হই কিনা :p
হয়ত ইহাই রহস্য।
পড়ার জন্য ধন্যবাদ।