কি যেন নেই এই রহস্যময়
পৃথিবীতে….
এখানে এসেছি কোন পিপাসায়…
কেন এ বা ছেড়ে দিয়েছে আমায়
অসীম
শূন্য পৃথিবীতে ….
কোথায় ও কিছু নেই এই শূন্যতায় ….
ভেঙ্গেপড়া গাছটায় বসে
শুনতে পাই আমার সেই ছোট্ট
চিরচেনা বন থেকে
অচেনা কোকিলের সুর
যে সুরে মুগ্ধ হয়ে হারিয়ে যাই দূর
অজানায় ….
শুকনো পাতার তছনছ শব্দ
পায়ের নূপুরের রিনিঝিনি শব্দ
কিছু এ নেই এই ধোয়া কুয়াশায়
সমস্ত চাওয়া জুড়ে রয়েছে অসীম
শূন্যতা ….
১২টি মন্তব্য
নীল রঙ
শুন্যতা,ভাল লেগেছে। -{@
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন।
প্রহেলিকা
অনেক ভাল লিখেছেন সুন্দর।
আচ্ছা কোনো যতি চিহ্নের ব্যবহার দেখলাম না লিখায়। লিখাটির কি কোনো নিজস্ব ধারা রয়েছে??? জানালে উপকৃত হবো। ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
সুন্দর কবিতা .. -{@
সব কিছুর শেষ এই শুন্যতা.
ছাইরাছ হেলাল
ভাল হচ্ছে তো।
লিখতে থাকুন ।
স্বর্গের মেঘ পরী
জ্বী না প্রহেলিকা ভাইয়া ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
স্বর্গের মেঘ পরী
ধন্যবাদ নীল রঙ
স্বর্গের মেঘ পরী
ভাইয়ামনি ধন্যবাদ @জিসান
স্বর্গের মেঘ পরী
ধন্যবাদ শূন্য
স্বর্গের মেঘ পরী
ধন্যবাদ হেলাল ভাইয়া দোয়া করবেন
জিসান শা ইকরাম
যারা আপনার লেখায় মন্তব্য করছেন , মন্তব্যের নীচেই ‘ জবাব ‘ এ ক্লিক করে জবাব দিন । তাহলে প্রতিজনে আলাদা আলাদা ভাবে জবাব পাবেন ।
স্বর্গের মেঘ পরী
ঠিক আছে ভাইয়া জানা ছিলো না ধন্যবাদ