অসীম কে ?
————————————————-
সব কিছুর মাঝে
অসীমের প্রকাশ দেখতে পাই।
অসীমের সুরই যে
সীমার মাঝে ঝঙ্কার দিয়ে
দিক বিদিক হয়ে ছড়িয়ে যায়,
তার মাঝে আমি ক্ষুদ্র একাকী
বড় অসহায়।
তাই তো—-
কোন আলোড়ন বা অস্থিরতা নেই
মনের অন্তর আকাশে,
সে আকাশ যে
শুধু
শূন্যতায় ভরা বলে।
অন্তরের সীমাহীন পরিধিতে
তাই
সীমায়িত অসীমের প্রকাশ হয়।
কিন্তু কি করে
অসীম কে
অন্তরঙ্গ করে
সীমায়িত হৃদয়ে ধারন করা যায়?
৬টি মন্তব্য
রকিব লিখন
অসীমের সীমায় সমীমকে খোঁজুন পেয়ে যাবেন হয়তো।। কবিতায় ভাল লাগা।। (y)
খসড়া
সীমার মাঝে অসীম তুমি
বাজাও আপন সুর।
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন ।
রিমি রুম্মান
সীমার মাঝেই অসীম … ভালোলাগা থাকলো
জি.মাওলা
https://sonelablog.com/wp-content/plugins/smilies-themer/MDC/16.gif
জি.মাওলা
ধন্যবাদ—— আপি