আমাকে দাও
দাওনা আরও ক’টা দিন , আস্ত রাত্রি ;
একদিন দশ দিনের মত করে ।
একটু উল্টে-পাল্টে , আরও একটু খুঁড়ে দেখি
হাজারো অজানা দিক-বিদিক ।
অসহ্য এ ভারাক্রান্ততা ,
অসহ্য এত্ত এত্ত না জানা ভালোলাগা ভালোবাসা
বাঁধাহীন অসহ্য যন্ত্রণা ।
—————————————
নেটের বাইরে থাকার জন্য উত্তর দিতে দেরি হল , দুঃখিত বা ক্ষমা চাচ্ছি না ।
আপনারা গুণনিধি , স্বভাবতই গুণপনা দেখাবেন , যেমন দেখান সব সময় ।
ধন্যবাদ ।
২৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
এতো আকাংখ্যা কেন দিদি।
এর ভিতরেই কি সুখ খুজে পাওয়া যায়।
এই আকাংখ্যা আছে বলেই আপনারা কবি।
ভালো লাগলো
বনলতা সেন
এক অর্থে আকাঙ্ক্ষাই জীবন , সুখের হিসাব জানা হয়নি ।
ভাল লাগার জন্য অভিনন্দন , তবে আমি কিন্তু কবিতা লিখতে পারি না ।
ছাইরাছ হেলাল
আপনাকে হিংসে করতে পারলে বেশ লাগত ।
এত অল্প কথায় এত কথা !
বনলতা সেন
আমি নিতান্তই দীণ-হীণ দীর্ণ লিখিয়ে ।
ছাতামাতা লিখি । অতএব হিংসে করার কিছু নেই ।
বেশি লেখার সাধ্য নেই ,তাই অল্পতেই তুষ্ট ।
নীহারিকা
বিশাল এই জানার আকাংখা ভালো লেগেছে।
বনলতা সেন
আপনি পড়ছেন দেখে আমার ও ভাল লাগল ।
ভাল থেকে আরও বেশি বশি লিখুন যেমন লিখছেন এখন ।
খসড়া
অসহ্য সময় দ্রুত কেটে যাক।
বনলতা সেন
আপনার মুখে ফুল-চন্দন পড়ুক ।
কিন্তু অসহ্যতা কেটে যাওয়ার লক্ষণ দেছি না যে ।
অনেকদিন আপনি আমাদের বঞ্চিত রাখছেন , এটি মেনে নেওয়াও যন্ত্রনা এক প্রস্থ ।
আমীন পরবাসী
কোনো লাইনকে কোট করার সুযোগ নেই। অসাধরন লিখেছেন আপনি। শুভেচ্ছা নিবেন। একটা কথা না বলে পারলাম না এই অল্প কথায় মনের অভিব্যক্তি প্রকাশ করার ক্ষমতা সবার কাব্যে লক্ষনীয় নহে। শুভ সন্ধ্যা।
বনলতা সেন
আহারে , আপনাদের মত কাব্যি যদি সামান্যতম ও হত তাহলে
এ যাত্রা একবাঁচা বেঁচে যাওয়ার সম্ভবনা ছিল কিন্তু তা ত হওয়ার নয় ।
নিতান্তই নাদান লিখিয়ে ।
আপনাকে ধন্যবাদ , আবারো বলছি আপনি ভাল লেখেন ।
ভাল থাকবেন অনুক্ষণ ।
নীলকন্ঠ জয়
সুসময় ফিরে আসুক দ্রুত এই কামনা করি।
বনলতা সেন
(সুসময় ফিরে আসুক দ্রুত এই কামনা করি)
দ্রুত আসবে কী করে ? আপনি না কীসব হয়ে-টয়ে আমাদের ভুলে গেলেন ,
এটি কিন্তু ঠিক নয় । আপনি আরও আরও কিছু হবেন এটিই স্বাভাবিক কিন্তু
আমদের ফেলে যাবেন তা মেনে নিচ্ছি না ।
দৈত্য পাঠিয়ে আপনার ঘাড় একটু মটকে দেব , মনে থাকে যেন ।
জিসান শা ইকরাম
যার কাছে এই সময় চাওয়া হচ্ছে, তিনি খুব ভাগ্যবান।
ছোট কবিতায় অনেক ভালোলাগা।
বনলতা সেন
ইহা অপার্থিব চাওয়া , তাই ভাগ্যবান হওয়ার সুযোগ নেই ।
ইহা কবিতা হয়নি ।
পড়ার জন্য কৃতজ্ঞতা ।
শুন্য শুন্যালয়
এতো এতো অপেক্ষা,এই এতো সুন্দর কবিতার জন্য..এ অসহ্য যন্ত্রণা …
বনলতা সেন
আমি কিন্তু অনেক কিছুর জন্যই অপেক্ষা করি , আপনার পড়ার ও
অপেক্ষায় থাকি ।
হ্যাঁ ,যন্ত্রণা আমি বেশিই বহন করি ।
ভাল লাগল ।
রিমি রুম্মান
আহা! কি আকুতি ! ____ সুন্দর
বনলতা সেন
এ আকুতি অসহ্য যন্ত্রণার ।
ইদানিং আপনি ভাল লিখছেন ।
লীলাবতী
এতো ভালো লিখেন কিভাবে ? 🙂
বনলতা সেন
আমিও তাই ভাবি এত্ত পচা লেখা লেখে কী করে ?
আফ্রি আয়েশা
//অসহ্য এত্ত এত্ত না জানা ভালোলাগা ভালোবাসা
বাঁধাহীন অসহ্য যন্ত্রণা ।// – দারুণ লাইন ।
চমৎকার লেখা 🙂
বনলতা সেন
কত কত কাল পরে এলেন মনে করে বলুন ।
এমন কথা কিন্তু ছিল না ।
তবুও প্রশংসা আপনাকে ।
আদিব আদ্নান
আপনার লেখায় মন্তব্য করা বেশ কঠিন ।
এবারে আপনার একটি বড় সড় লেখা পড়তে চাই ।
বনলতা সেন
সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতে পারলে আর কাউকে
বলে দিতে হত না , লিখে ব্লগ ভরিয়ে ফেলতাম ।
লেখা শেখা আর হল না আমার ।