অসহ্য

বনলতা সেন ২ মার্চ ২০১৪, রবিবার, ০৯:২০:৪৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

আমাকে দাও
দাওনা আরও ক’টা দিন , আস্ত রাত্রি ;
একদিন দশ দিনের মত করে ।
একটু উল্টে-পাল্টে , আরও একটু খুঁড়ে দেখি
হাজারো অজানা দিক-বিদিক ।
অসহ্য এ ভারাক্রান্ততা ,
অসহ্য এত্ত এত্ত না জানা ভালোলাগা ভালোবাসা
বাঁধাহীন অসহ্য যন্ত্রণা ।

—————————————

নেটের বাইরে থাকার জন্য উত্তর দিতে দেরি হল , দুঃখিত বা ক্ষমা চাচ্ছি না ।
আপনারা গুণনিধি , স্বভাবতই গুণপনা দেখাবেন , যেমন দেখান সব সময় ।

ধন্যবাদ ।

৬০৭জন ৬০৭জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ