অশুদ্ধ – শুদ্ধ (২য় পর্ব)

নীহারিকা ১৬ এপ্রিল ২০১৭, রবিবার, ০৯:৩৫:৪৫অপরাহ্ন বিবিধ ৩৯ মন্তব্য

17883923_1480222061988586_2518168573206424327_n

হ্যালো হ্যালো হ্যালো, কোথায় সবাই? অনেক চিঠি লেখা হলো, আমাদের স্বপ্নের ই-ম্যাগাজিন বের হলো, অনেক অনেক মজা করলাম সবাই, আর এই ফাঁকে পড়ালেখা কোথায় যে চলে গেলো……

আসুন আর ফাঁকি নয়, একটু পড়াশুনা করি। নাহলে কিন্ত আম্মু বকবে…… ।

     অশুদ্ধ    –   শুদ্ধ

৫৭।  আঁড়াআড়ি – আড়াআড়ি

৫৮। আঁড়িপাতা – আড়িপাতা

৫৯। আকষ্কিক – আকস্মিক

৬০। আকাংখা – আকাঙ্ক্ষা

৬১। আকাবাকা – আঁকাবাঁকা

৬২। আকুতি – আকূতি

৬৩। আকূল – আকুল

৬৪। আক্রমন – আক্রমণ

৬৫।  আটপৌড়ে – আটপৌরে

৬৬। আড়ষ্ঠ – আড়ষ্ট

৬৭। আড়ৎ – আড়ত

৬৮। আতংক – আতঙ্ক

৬৯। আত্মস্যাৎ – আত্মসাৎ

৭০। আদ্যান্ত – আদ্যন্ত

৭১। আদ্র – আর্দ্র

৭২। আনবিক – আণবিক

৭৩। আনুষাঙ্গিক – আনুষঙ্গিক

৭৪। আপাতঃদৃষ্টে – আপাতদৃষ্টে

৭৫। আপাততঃ – আপাতত

৭৬। আপোষ – আপোস

৭৭। আভ্যন্তরীণ – অভ্যন্তরীণ

17883683_1480221988655260_4301010212374575585_n

৭৮। আয়ত্ব – আয়ত্ত

৭৯। আয়ত্বাধীন – আয়ত্তাধীন

৮০। আরাম্ভ – আরম্ভ

৮১। আলিংগন – আলিঙ্গন

৮২। আলোচ্যমান – আলোচ্য

৮৩। আশংকা – আশঙ্কা

৮৪। আশক্তি – আসক্তি

৮৫। আশ্বস্থ – আশ্বস্ত

৮৬। আস্তাকুঁড় – আঁস্তাকুড়

৮৭। ইংগিত – ইঙ্গিত

৮৮। ইতঃস্তত – ইতস্তত

৮৯। ইতিপূর্বে – ইতঃপূর্বে

৯০। ইতিমধ্যে – ইতোমধ্যে

৯১। ইদানিং – ইদানীং

৯২। ইয়ত্বা – ইয়ত্তা

৯৩। ইষ্ঠ – ইষ্ট

৯৪। ইষৎ – ঈষৎ

৯৫। ঈস্পিত – ঈপ্সিত

চলবে ………………

সূত্রঃ উইকিপিডিয়া

১৮৫৫জন ১৮৫৫জন
0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ