সব কিছুই ঠিকঠাক ছিল বাবা পাত্র পক্ষ কে বললেন
আর একটু খোঁজ খবর নিলে ভালো হত না?
কি যে বলেন আপনি হলেন রাতুল বাবুর বাবা । আপনাদের মত এমন বংশের মেয়ে পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার ।
বাবা বললেন
রাজু ওদের চলে যেতে বল , ওরা আমার নয় ঐ কুলাঙ্গারটার পরিচয়ে এখানে এসেছে ।
এরপর থেকে আমারও মন ভেঙ্গে গেছে । হয়ত জীবনে আর বিয়ে করা হয়ে উঠবে না । ছোট ভাইটাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে পারলে আমার দায়িত্ব শেষ । শেষ বয়সে একটা বৃদ্ধাশ্রম করার প্লান আছে ।
আচ্ছা আপনি না বলছিলেন দাদা আপনাকে টাকা পাঠিয়েছিল?
হ্যাঁ মায়ের অসুস্থ হওয়ার সংবাদ আমি দাদাকে বলিনি । কিন্তু রাজুতো ছোট মানুষ ও বলে দিয়েছে । দাদা টাকা দিয়েছে জানলে বাবা খুব রাগ করবে তাই তেমন কাউকে জানাই নি ।
কিছু মনে না করলে একটা ব্যাক্তিগত প্রশ্ন করি
করুন
আপনাদের সংসারে এখন কে উপার্জন করে?
বাবা সরকারী চাকুরি করতেন এককালীন কিছু টাকা একসাথে পেয়েছিলেন ওটা থেকে কিছু দিয়ে আমি একটা সেলাই মেশিন কিনি । দাদা এপারেলস নিয়ে পড়াশুনা করতেন সেই সুত্রে কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল । ওটা দিয়েই অল্পবিস্তর আয় রোজগার হয় । বাবা সারাজীবন কলেজে ছাত্র পড়িয়েছেন এখনও পড়াচ্ছেন । এভাবেই চলছে আমাদের সংসার ।
এখন উঠি অনেক সময় হয়ে গেছে মাকে ঔষধ খাওয়াতে হবে ।
আপনি কি চলে যাচ্ছেন ?
হ্যাঁ
আচ্ছা ঠিক আছে সাবধানে যাবেন ।
কফিশপ থেকে বেরিয়ে একটা রিক্সা নিলাম । গায়ে হাঁটার মত শক্তি অবশিষ্ট নেই ।
হোষ্টেলে এসেই বিছানায় শুয়ে পড়লাম ।
মিলন বলল
কিরে শরীর খারাপ নাকি ব্রেক আপ হয়ে গেছে ।
বাদ দে কোন কিছু ভাল লাগছে না আমাকে একটু একা থাকতে দে ।
চলবে………………..
১৯টি মন্তব্য
সঞ্জয় কুমার
সকাল থেকে অনেকবার চেষ্টা করেও একসাথে দুই পর্ব দিতে পারলাম না ।
জিসান শা ইকরাম
সমস্যা কি হয় বলুন ।
আর ছোট লেখা কিন্তু ভালো –
বড় লেখা অনেকেই পড়েন না 🙂
তাড়াহুড়োর কিছু নেই , আস্তে ধীরেই দিন ।
ফটো আপলোড কিভাবে করেন বলুন , এখানে ন হলে ফেইসবুকে জানিয়েন ।
সঞ্জয় কুমার
OK thanks
শুন্য শুন্যালয়
পড়ছি…
সঞ্জয় কুমার
ধন্যবাদ
জিসান শা ইকরাম
এমন হয় কিছু কিছু ফ্যামিলিতে
কষ্ট পাওয়া ব্যতীত কিছুই করার থাকেনা আসলে —-
পরের পর্বের জন্য অপেক্ষায় আছি —
সঞ্জয় কুমার
ঠিকই বলেছেন
স্বপ্ন নীলা
ছোট লেখা বিধায় পড়তে কোনই সমস্যা হয় না —- এক নিশ্বাসে পড়ে ফেলা যায় ———–এবারের পর্বটাও ভীষণ সুন্দর ——— ভাল থাকবেন এবং লিখুন পরের পর্ব ——-
সঞ্জয় কুমার
অবশ্যই লিখব । ভালো থাকবেন ।
অজানা এক পথে চলা
ভালোবাসার মানুষের জীবন কাহিনী এত কষ্টের হলে মন খারাপ হবারই কথা । ভালো লিখেছেন ভাইয়া ।
সঞ্জয় কুমার
আপনাকে অনেক ধন্যবাদ
ওয়ালিনা চৌধুরী অভি
সহজ সরল প্রকাশ । সহজ করে লেখা কিন্তু কঠিন । লিখুন নিয়মিত । ভালো করবেন -{@
সঞ্জয় কুমার
আপনাদের উৎসাহ সাথে থাকলে অবশ্যই লিখব । ভালো থাকবেন
মোঃ মজিবর রহমান
চোলূক ণা,। ভালৈ টো লাগটাছে। -{@
সঞ্জয় কুমার
অবশ্যই চলবে
পুষ্পবতী
সব পর্ব গুলোই ভালো লেগেছে অপেক্ষায় রইলাম পরের পর্ব পরার জন্য।
সঞ্জয় কুমার
ধন্যবাদ আপনাকে
ছাইরাছ হেলাল
এমন ছোট ছোট পর্বে লিখে ভালই করেছেন ,
সহজেই পড়তে পারি ।
সঞ্জয় কুমার
আসলে সময় স্বল্পতার জন্যে বড় করে লেখা হয়ে ওঠেনা