অর্পিতা ৬

সঞ্জয় কুমার ২৫ জুন ২০১৪, বুধবার, ০৯:০৪:১৮পূর্বাহ্ন গল্প, সাহিত্য ১৩ মন্তব্য

হ্যালো জয় বলছেন ?

হ্যাঁ
আপনি কে বলছিলেন ?

আমি অর্পিতা

আপনি এত রাতে ?

একটা ভাল খবর দেয়ার জন্য কতজন কেই না ফোন দিলাম কেউ রিসিভ করল না ।

এত রাতে ফোন রিসিভ না করাটাই স্বাভাবিক ।

তা অবশ্য ঠিক ।

তো এখন বলুন ভাল খবরটা কি ?

ভাল খবরটা হল মায়ের জ্ঞান ফিরেছে । জ্ঞান ফিরেই আগে আমাকে ডেকেছে ।

খুবই ভাল খবর ।

আপনি কি সকালে আসবেন?

অবশ্যই আসব ।

আপনি কি একটু সময় দিতে পারবেন ?

পারব না কেন ।

আচ্ছা ঠিক আছে । ভাল থাকবেন । গুড নাইট ।

টেক কেয়ার, বাই ।

মিলন:
কে রে আমাদের বৌদি নাকি?
কাল তো শুক্রবার ডেটিং আছে নাকি?

মিলন !!! বেশী বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু । আমার সাথে মেয়েটার এমন কোন সম্পর্ক হয়নি ।

হয়নি হতে কতক্ষণ?

অহ থাম এবার পিসি অফ কর ঘুমাব ।
তুমি তো এখন ঘুমাবাই সকালে উঠতে হবে না ।

সকালে দশটায় সদর হাসপাতালে পৌছালাম ।

দু ভাই বোন মায়ের সাথে ছোট ছোট গল্প করছে ।

আমাকে দেখিয়ে বলল মা এনাকে চেন?

মাথা নেড়ে না সংকেত দিল ।

রাজু তুই মায়ের কাছে থাক আমি একটু নিচে গেলাম ।

মা আমি একটু আসছি তুমি রাজুর সাথে গল্প কর ।

চলুন

আবার সেই কফিশপ আসলাম ।

ডাক্তারের সাথে কথা হয়েছে আমরা হয়ত কালই চলে যাব । আপনাকে কথা দিয়েছিলাম আমার দাদা সম্পর্কে বলব ,সেটা বলার জন্য এখানে এসেছি ।

বলুন

আমার দাদা আমাদের সবার বড় । মা বাবার প্রথম সন্তান । দাদার পড়াশুনা করাতে গিয়ে বাবা অনেক কিছু ত্যাগ করেছেন । উনার পড়ার খরচ চালাতে গিয়ে আমরা প্রায় সর্বশান্ত । ।

দাদা যখন ঢাকা থেকে পড়াশুনা শেষ করবেন তখন আর আমাদের কোন সমস্যা থাকবে না বাবা এমনটাই ভেবে ছিলেন ।
দাদা পড়াশুনা শেষ করলেন ভাল চাকুরী ও পেলেন । কিন্তু বাবার আশা দূরাশাই থেকে গেল ।

কেন?

প্রথমে ভালোই চলছিল । দাদা নতুন চাকুরী পেয়ে মা বাবার জন্য আমার রাজুর জন্য ঢাকা থেকে অনেক কিছু নিয়ে আসত । মা বললেন সবই তো হলো আমরা আর কয়দিন বাঁচব মরার আগে তোর বৌ য়ের মুখ দেখতে চাই । আর তোর ছোট বোনটাকে একটা ভাল পাত্র দেখে বিয়ে দেয়ার ব্যাবস্থা কর । আমাদের আর কিছু লাগবে না ।

একদিন দুপুরে কলেজ থেকে ফিরে দেখি বাড়ির সামনে দামি একটা গাড়ী । একটা অপরিচিত কন্ঠ শুনতে পেলাম । অনেক জোরে চিৎকার করে দাদাকে কিছু বলছে । কোনার ঘরে রাজুর কান্নার শব্দ । দ্রুত ঘরে ঢুকেই অবাক হলাম ।

চলবে……………..

৫৪৪জন ৫৪৪জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ