কি বল ?
কাল সকালে তোমার পছন্দের একটা শাড়ি পরে বাসস্টান্ডে এস ।
ঠিকআছে । এখন ঘুমাও শুভ রাত্রি ।
জয় ভাবছে কালই অর্পিতার সাথে মা বাবার পরিচয় করিয়ে দেবে । মিলনটা মনেহয় কিছুই বলতে বাকি রাখেনি । কোন কিছু অর্ধেক জানার চেয়ে সম্পূর্ণ জানানোই ভালো ।
মা আজ তোমাদের বৌ মার সাথে পরিচয় করিয়ে দেব ।
কি বলিস কখন ! কোথায় !
সব কিছু সময় মত জানতে এবং দেখতে পারবে ।
দশটায় বাস অর্পিতা আগেই চলে এসেছে ।
জয় বাস স্টান্ডে এসে অর্পিতাকে দেখে অবাক বাঙালি নারী কে শাড়ীতে ই বেশী মানায় ।
অর্পিতা একটা লাল পেড়ে সাদা শাড়ি ভিতরে ছোট লাল রঙের ছোপ দেয়া কাজ করা । ম্যাচিং করা ব্লাউজ । খোপাতে সুন্দর করে সাজানো বেলী ফুল । ঠোটে লিপষ্টিক দেয়া কিনা ঠিক বোঝা যাচ্ছে না । কপালে লাল টিপ ।
অসম্ভব সুন্দর লাগছে ওকে মনে হচ্ছে দ্বিতীয় বার আবার ওর প্রেমে পড়ে যাই । ঐ ঠোঁটের একটু ছোঁয়া পেতে ইচ্ছে করছে । কিন্তু এখন সেটা অসম্ভব ।
অর্পিতা ইনি হলেন আমার মা , বাবা ।
নমস্কার আঙ্কেল ,
নমস্কার আন্টি ।
জয়ের মা:
কি বল আমাদের জয়ের পছন্দ আছে বলতে হবে । মেয়ে তো নয় পুরো লক্ষ্মী প্রতীমা । কি বল ?
জয়ের বাবা:
হুম
অর্পিতা:
এইটা ধর
কি ?
পথে বাইরের খাবার খাবে না । এর ভিতর খাবার দেয়া আছে ।
জয়ের গাড়ি চলে এসেছে মা বাবা ভাই প্রেয়সী সবাইকে ছেড়ে এখন যেতে হবে
তোমরা ভাল থেক ।
বিজয় সারাদিন রোদের মধ্যে ক্রিকেট খেলিস না । মা বাবার দিকে খেয়াল রাখিস ।
তুই ও সাবধানে থাকিস বাবা
শরীরের যত্ন নিস ।
জয় গাড়িতে সবাই হাসি মুখে ওকে বিদায় জানাচ্ছে । জয় চোখের জল লুকিয়ে হাসছে । কেবল বিজয়টা মাথা নিচু করে আছে নিশ্চয়ই ও কাঁদছে । জয় জানে মা বাবা অর্পিতা সবাই মনে কষ্ট চেপে মুখে হয়ত হাসছে । তাদের চোখের জল হয়ত দেখা যাচ্ছে না কিন্তু অন্তরের কষ্ট সে অনুভব করতে পারছে ।
দুই পক্ষের মাঝে এতক্ষণ যে অভিনয় টা হয়ে গেল । সেটা ওরা ছাড়াও অন্তরিক্ষে থেকে মনেহয় আর একজন দেখলেন ।
বাস চলতে শুরু করেছে প্রিয়জনের মুখ গুলো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে । জয়ের চোখ দিয়ে কয়েক ফোটা জল গড়িয়ে পড়ল ।
চলবে…………………..
১৫টি মন্তব্য
সঞ্জয় কুমার
আগের পর্বটি sonelablog.com/archives/17700
স্বপ্ন নীলা
বরাবরের মতোই সুন্দর ——– চলুক
সঞ্জয় কুমার
আপনাকে অনেক ধন্যবাদ ।
রাতুল
একটু সময় নিয়ে লিখবেন, কেমন যেন একটা তাড়াহুড়ার ছাপ আছে বলে মনে হল, তবে সেটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা।
সঞ্জয় কুমার
আসলেই কয়েকদিন খুবই ব্যাস্ত আছি । আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
খসড়া
অর্পিতা চলছে চলুক।
সঞ্জয় কুমার
অবশ্যই চলবে । ধন্যবাদ আপনাকে
যাযাবর
আগের পর্ব গুলো সব পড়েছি যদিও মন্তব্য করা হয়নি। ভালো লিখছেন আপনি। চলুক।
সঞ্জয় কুমার
সবগুলো পড়ার জন্য অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
ভালো চলছে গল্প 🙂
সঞ্জয় কুমার
ফটো আপলোড টাদেখুন তো ঠিক আছে কি না ।
পুষ্পবতী
গল্প ভালোই লাগছে….চলুক।
সঞ্জয় কুমার
অবশ্যই চলবে । ধন্যবাদ আপু
লীলাবতী
ভালো লিখছেন।
সঞ্জয় কুমার
সাথে থাকার জন্য ধন্যবাদ।।