এই যে শুনছেন ?
আমাকে বলছেন?
হ্যাঁ আপনাকে ই
বলুন
আপনার মোবাইল টা একটু দিবেন? আমার মোবাইলের চার্জশেষ খুব জরুরী একটা ফোন করা দরকার ।
ভাবলাম অচেনা কাউকে ফোন দেয়া ঠিক হবে কিনা ।
কিন্তু মেয়েটিকে দেখে তো বেশ সহজ সরলই মনে হচ্ছে ।
কিছু মনে করবেন না এত রাতে আপনি বাইরে কি করছেন??
এত কথা বলার সময় নেই
প্রয়োজন মনে হলে অন্যদিন বলব
যা আছে কপালে ফোনটা দিয়েই দিলাম
হ্যালো রাজু মা এখন কেমন আছে ? বলিস কি এখন ই মেডিকেল নিতে হবে??
ঠিক আছে তুই দ্রুত যশোর চলে আয় আমি এখনই সদরে ইমার্জেন্সীতে একটা বেড বলে রাখছি ।
আমার হাতে মোবাইল দিয়ে দ্রুত চলে গেল ।
বুঝলাম মেয়েটি বেশ বিপদে আছে সম্ভবত ওর মা খুবই অসুস্থ ।
কিন্তু সে এত লোক থাকতে আমার কাছে কেন মোবাইল চাইল ।
কি জানি হয়ত বিপদে পড়ে যাকে কাছে পেয়েছে তার কাছেই সাহায্য চেয়েছে
নাম পরিচয় কিছুই জানা হল না
তখনই মনে পড়ল মোবাইলের ডায়ালে তো অবশ্যই তার নম্বর আছে ।
কাল কলেজ শেষে একবার সদর হাসপাতাল থেকে ঘুরে আসব ।
চলবে……………………..
২০টি মন্তব্য
রিমি রুম্মান
বাহ্, অল্প একটু লেখা… অথচ কত ইন্টারেস্টিং !! অপেক্ষায়………
সঞ্জয় কুমার
এই লেখাটা অনেক পর্বের সাথে থাকুন । মন্তব্যের জন্য ধন্যবাদ । ।
জিসান শা ইকরাম
অপেক্ষায় থাকলাম —
সঞ্জয় কুমার
আপনাকে ধন্যবাদ । । আপনারা সাথে থাকলে লেখাটি অনেক পর্বে প্রকাশিত হবে
নীলাঞ্জনা নীলা
আমাদেরকেও নিয়ে চলুন মেডিকেলে। (y)
সঞ্জয় কুমার
চলুন একসাথে যাই । মন্তব্যের জন্যে ধন্যবাদ
মিথুন
শুরুটা ভালো লাগলো। পরের পর্ব গুলোও পড়বো আশা করছি।
সঞ্জয় কুমার
ধন্যবাদ
মশাই
আরেকটু বেশি করে দিলে পড়তে বেশ লাগবে। অপেক্ষায় থাকলাম –
সঞ্জয় কুমার
আজকে বেশী করে দিয়েছি ধন্যবাদ
মা মাটি দেশ
-{@ (y) খুব সুন্দর একটি গল্প। -{@ (y)
সঞ্জয় কুমার
মন্তব্যের জন্যে ধন্যবাদ
লীলাবতী
চলুক
সঞ্জয় কুমার
ধন্যবাদ আপনাকে
ওয়ালিনা চৌধুরী অভি
পরের পর্বে যাই (y)
সঞ্জয় কুমার
অবশ্যই
মশাই
আপনি লেখা শুরু করে গুলিয়ে ফেলেন না খুব সুন্দর করে চালিয়ে নিয়ে পারেন। সুন্দর।
সঞ্জয় কুমার
আপনাকে অনেক ধন্যবাদ ভাল থাকবেন :T
স্বপ্ন নীলা
চলুক —- পরের পর্বের আশায় থাকলাম
সঞ্জয় কুমার
পরের পর্ব গুলো দেয়া হয়েছে । । । ধন্যবাদ 🙂