এক মাস সাংবাদিকতা করা এবং চাকরির টাকাগুলা আরেক সাংবাদিক মেরে খেয়ে ফেলা, এমন সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
বিনা কারণে থানায় এক রাত থাকার সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
প্রথম বই পড়া এবং সুরসুরি অনুভব করার সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
প্রেমে পড়া এবং ভিজে যাওয়ার সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
মরার আগে ধাপে ধাপে আমি সব গল্প লিখে যাবো।
ওই যে আমাকে শিক্ষক থ্রেট দিয়েছিল, সেই সত্য ঘটনা নিয়েও একটা গল্প লিখবো।
প্রেমিকার কামের ফাঁদে পা দিয়ে সহপাঠী যে তাড়িয়ে দিয়েছিল, ওই সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
মরার আগে আমি সব গল্প লিখে যাবো।
মরতে গিয়েও যে বেঁচে ফিরেছি সেই সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
থাপ্পড় মেরে যে দাঁত ফেলে দিয়েছি, ওই সত্য ঘটনা নিয়েও একটা গল্প লিখবো।
মরার আগে আমি সব গল্প লিখে যাবো।
পৃথিবীর সব কলম ক্ষয় হয়ে যাবে
কোথাও আর কোন কাগজ খুঁজে পাওয়া যাবে না
মরার আগে আমি সব গল্প লিখে যাবো।
১জন
১জন
১৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সব লিখে যান , আমরা ও অপেক্ষায় থাকবো প্রতিটি গল্প, সত্য জানার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
আকবর হোসেন রবিন
হ্যাঁ, লিখবো। সব লিখবো।
ধন্যবাদ আপু।
ফয়জুল মহী
জীবন সুন্দর হোক সার্থক হোক ।
আকবর হোসেন রবিন
ধন্যবাদ মহী ভাই।
কামাল উদ্দিন
জীবনের সব কিছুই লিখে যেতে পারলে ভালো, কিন্তু সেটা অর্ধেক জীবন হবে কেন পূর্ণ জীবন হওয়ারই কথা…….শুভ কামনা জানিয়ে গেলাম কবি।
আকবর হোসেন রবিন
এখনো মরি নি বেঁচে আছি, তাই তো অর্ধেক জীবন।
ধন্যবাদ কামাল উদ্দিন ভাই।
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ রবিন ভাই।
রোকসানা খন্দকার রুকু।
লিখতেই থাকুন।আমরাও পড়তে থাকি।
ধন্যবাদ ও শুভকামনা।
আকবর হোসেন রবিন
আমার লেখা খুব কম মানুষে পড়ে। তাই কেউ পড়ার আশ্বাস দিলে খুব আনন্দ লাগে।
ধন্যবাদ, আপনার জন্যও শুভকামনা।
আলমগীর সরকার লিটন
সুন্দর এক অনুভূতির প্রকাশ কবি দা
আকবর হোসেন রবিন
ধন্যবাদ লিটন ভাই।
রেজওয়ানা কবির
অপেক্ষায় রইলাম।
আকবর হোসেন রবিন
কেউ আমার লেখা পড়ার জন্য অপেক্ষায় থাকবে, এটা শুনলে যতটা না ভালো লাগে তার চেয়ে বেশি ভয় করে।
ধন্যবাদ আপু।
সুরাইয়া পারভীন
সব লেখার ইচ্ছে থাকলেও হয়তো লিখা যায় না তাই বোধহয় অর্ধেক জীবনই যর্থাথ নামকরণ। লিখুন সব গল্প লিখুন ডোন্ট কিয়ার ভাব ধরে
আকবর হোসেন রবিন
হ্যাঁ ঠিকই ধরেছেন। সুনীল গঙ্গোপাধ্যায় তার আত্মজৈবনিক উপন্যাস এর নাম দিয়েছে অর্ধেক জীবন। কারণ উপন্যাস লেখার সময় তো সে বেঁচে ছিলো, মরে নাই।
সুনীল আমার প্রিয় লেখক, তাই আমার কবিতার নামও রাখলাম ‘অর্ধেক জীবন’।
আরজু মুক্তা
লিখতেই থাকুন। তখন বুঝবেন, ভুলটা কোথায়? এইটা আর একটু হলে ভালো হতো?
সার্থক হোক সবকিছু।
শুভকামনা
আকবর হোসেন রবিন
হ্যাঁ, সেটাই। লেখা শুরু করেছি। একটা একটা করে লিখে প্রথমে আপনাকে পড়তে দিবো, ফেসবুকের ইনবক্সে।
আরজু মুক্তা
তাই!!! কি সৌভাগ্য আমার!
সাবিনা ইয়াসমিন
এতো কিছু লিখবেন তাও ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে! বেশ লিখুন, আমরা অল কেয়ার নিয়েই পড়বো 🙂
বেশি বেশি লিখুন, লেখাটা চালু রাখুন।
শুভ কামনা 🌹🌹