মেয়েটি তার চিরচেনা পরিবেশ, প্রিয়জনদের গণ্ডি সব ছেড়ে অনেক দূরে থাকে। দিন, মাস, বছর পেরোয়… কাউকে দেখে না। বিদেশ-বিভূঁইয়ে সারাদিনের ব্যস্ততা শেষে রাতের আঁধারে বাবা-মা-আত্মীয়-স্বজন- খেলার সাথী সবাইকে নিয়ে স্মৃতিচারণ করতে করতে স্বপ্নের রাজ্যে হারিয়ে যায়। স্বপ্নের কোন আগামাথা থাকে না।
একদিন প্রাণাধিক প্রিয় বাবার অসুস্থতার খবর আসে। মেয়েটি পাগলের মত ছুটে যেতে চায়। কিন্তু চিকিৎসার জন্য টাকাও তো প্রয়োজন। তার যাওয়ার চেয়ে চিকিৎসার টাকাটা পাঠানো বেশি জরুরী। দীর্ঘ চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে উঠে মেয়েটির বাবা। আবেগ পরাজিত হয় টাকার কাছে।
বছরখানেক বাদে খবর আসে প্রানপ্রিয় মামা অসুস্থ। বাবা-মা’য়ের পর এই মামাই তার সবচেয়ে আপনজন। দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝেই জ্ঞান হারায়, যমে-ডাক্তারে লড়াই চলে তখন। জ্ঞান ফেরার পর কথা হয় ফোনে মামা-ভাগ্নি’র। দু’প্রান্তের দু’জনের বাঁধভাঙা চোখের জল। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন। মেয়েটি দিশেহারা। ছুটে যেতে চায়, শেষবারের মত প্রিয় মুখখানা দেখতে, প্রিয় মানুষটির স্পর্শ পেতে। এদিকে সরকারী কর্মকর্তা মামাকে ব্যয়বহুল চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। ডায়ালাইসিস করাতে হয় নিয়মিত। এবারও প্রানপ্রিয় মানুষটিকে শেষ দেখার বাসনা সকলের অগোচরেই থেকে যায়। টাকাটাই মুখ্য হয়ে উঠে। চিকিৎসা চলে। মানুষটিকে বাঁচানো যায়নি যদিও, তবুও সান্ত্বনা মেয়েটির… বিনা চিকিৎসায় তো আর মৃত্যু হয়নি।
বুকের বাঁ পাশে সবার জন্য ভালোবাসা অনুভব করলে এভাবেই টাকার কাছে আবেগ বারবার পরাজিত হবে। জীবনটা আসলেই রূপকথার মত মনোমুগ্ধকর কাহিনী নয়। পৃথিবী জুড়ে সবাই ভালো থাকুক।
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
হ্যাঁ , অবশ্যই জীবন রূপকথা মত নয় এটি আমাদের মানতেই হয় ।
কখনও কখনও টাকাই মুল্যবান ।
রিমি রুম্মান
হুম… অর্থের কাছে আবেগ বারংবার পরাজিত হয়… এটাই জীবন।
শুন্য শুন্যালয়
জীবনটা আসলেই রূপকথার মত মনোমুগ্ধকর কাহিনী নয়।
এটাই যে সত্যি আপু, মন যে খারাপ হয়ে গেলো… 🙁
রিমি রুম্মান
আহা ! মন খারাপ করে দিলাম !
মোঃ মজিবর রহমান
হ্যাঁ আপু আবেগ বিতাড়িত অর্থের কাছে। সত্যই আপু।
জীবন থেকেই তো রুপ কথা
মনের ব্যাথা মনেই থাকবে খুব খারাপ লাগে এরকম কাহিনী শুনলে …।
রিমি রুম্মান
প্রবাসে থাকলে এমন করে ছোট ছোট চাওয়াগুলোকে বিসর্জন দিতে হয় যে…
লীলাবতী
এমনি অবস্থায় পরলে খারাপ লাগে খুব , কেমন অসহায় হয়ে যাই আমরা । কিছুই করার থাকেনা আসলে।
রিমি রুম্মান
সবাই ভাল থাকুক…সেই কামনা থাকলো
খসড়া
জীবনটা আসলেই কি রূপকথা নাকি নকশিকাঁথা।
রিমি রুম্মান
জীবন রুপকথা কিংবা নকশীকাঁথা কোনটাই নয়… জীবন অনেক কঠিন …
জিসান শা ইকরাম
জীবন কোন রূপকথা নয়
ঠিক বলেছেন আপনি ।
আবেগ অধিকাংশ ক্ষেত্রে অর্থের কাছে পরাজিত হয় ।
রিমি রুম্মান
ভাল থাকবেন… জীবন কখনো কখনো সুন্দরও বটে …
আদিব আদ্নান
এই জন্য হয়ত সেকেন্ড গড বলা হয় ।
রিমি রুম্মান
ভাল থাকুন… সাথেই থাকুন…
আমীন পরবাসী
টাকা টাকা আসলেই শুধু টাকাই পারে জীবনের সব চাহিদা পূরণ করতে।
রিমি রুম্মান
অর্থের কাছে সবই অসহায়…
বনলতা সেন
জীবন কাগজ সর্বস্ব হয়ে গেছে ।
রিমি রুম্মান
ঠিকই বলেছেন… ভাল থাকুন নিরন্তর…
সীমান্ত উন্মাদ
জীবন এক কঠিন বাস্তবতার সংমিশ্রন ছাড়া আর কিছুই নয়। শুভকামনা জানিবেন নিরন্তর।
রিমি রুম্মান
আমরা যা চাই তা পাই না… আর যা চাইনা তা-ই পাই !
প্রজন্ম ৭১
খারাপ লাগে খুব এমন হলে 🙁
রিমি রুম্মান
ভাল থাকবেন… এমন যেন কারো না হয়