ঘুটঘুটে অন্ধকারে মুক্ত বসনা হয়ে
যখন সে কাছে হেঁটে আসে,
ঘনঘন শ্বাস তার তোলে প্রাণে ঝঙ্কার
চোখ নাহি খুঁজে পায় তাকে
অমাবস্যা আমার ভলোলাগে |
দেখেছি অনেক তাকে
রোদে রাঙা দিনে প্রাতে,
বাঁধভাঙা আলো জ্যোৎস্নায় –
কিন্তু এমন করে হৃদয়ের রূপে তারে
আগে তো কখনও দেখি নাই |
প্রাণ খুঁজে পায় প্রাণ জোনাকির আলোতে
আঁধারে আধার ঢাকা থাকে
আকাশের শত তারা সাজিয়ে ফুলের ডালা
দেখা দেয় নিকষ কালো রাতে
অমাবস্যা আমার ভলোলাগে |
১৬টি মন্তব্য
আদিব আদ্নান
আপনি দেখছি অন্ধকার প্রেমি ।
ক'রেখেলা_কাটেবেলা
হুম্ | কোনো অমাবস্যার নির্জন রাতে মেঘমুক্ত নক্ষত্র খচিত আকাশের দিকে চেয়ে দেখবেন … আপনিও অন্ধকারের প্রেমে পড়ে যাবেন |
খসড়া
অন্ধকারে চোখে দেখি না। ভাল লাগল।
ক'রেখেলা_কাটেবেলা
অন্ধকারে চোখের দৃষ্টি ব্যহত ও অন্তরদৃষ্টি প্রসারিত হয় | অন্তরদৃষ্টিতে সুন্দরের নিরূপন হৃদয়ে চিরস্থায়ী হয় |
লেখা পড়ার জন্য ধন্যবাদ |
লীলাবতী
অন্ধকার ভয় পাই।
সুন্দর কবিতা ।
ক'রেখেলা_কাটেবেলা
অন্ধকারকে ভয় পাওয়ার কি আছে ? অন্ধকারের সুতিকা গৃহেই তো আলোর জন্ম |
লেখা পড়ার জন্য ধন্যবাদ |
নিশিথের নিশাচর
নিকষ কালো রাতে
অমাবস্যা আমার ভলোলাগে |
ক'রেখেলা_কাটেবেলা
ভালো না লাগলে সন্দেহ হত, নিশ্চয়ই নাম ভাঁড়িয়ে সোনেলাতে ঢুকে পড়েছেন | 🙂
ধন্যবাদ |
জিসান শা ইকরাম
কবিতায় ভিন্নতা আছে বেশ
ভালো লাগলো ।
* কবিতার লাইনগুলোতে এই ডাবল স্পেস কি নিজেই দিয়েছেন ? ওয়ার্ড বা অন্যকোথাও থেকে কপি করে এখানে পেস্ট করলে লাইনগুলো অনেক সময় এমন হয় ।
পেস্ট করার আগে HTML এ ক্লিক করে পেস্ট করুন । অবিকল কপি হবে তাহলে । এরপর দৃশ্যমান এ ক্লিক করে প্রকাশ করুন ।
বুঝতে না পারলে জানাবেন ।
ক'রেখেলা_কাটেবেলা
আপনার ভালোলাগায় আমার আনন্দ | আনেন্দর উৎস জিসান শা ইকরামকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি |
আপনি “ডাবল স্পেসের” রোগটা ঠিকই নির্ণয় করতে পেরেছেন | রোগ উপসমের যে নিদান দিয়েছেন তা মনে থাকবে |
সাহায্যের জন্য আরেক দফা ধন্যবাদ |
আফ্রি আয়েশা
অন্ধকার আমার ভালো লাগে , সেই অর্থে অমাবস্যা ও ভলোলাগে 🙂 । সুন্দর লেখা
ক'রেখেলা_কাটেবেলা
শুধু অমাবস্যা নয়, উৎসাহ বর্দ্ধক মন্তব্যও আমার ভলোলাগে 🙂 |
ধন্যবাদ জানবেন |
বনলতা সেন
অমাবস্যা প্রেমই সত্যি প্রেম , আমি আপনার সাথে একমত ।
সুন্দর হয়েছে ।
ক'রেখেলা_কাটেবেলা
ভালোলাগার দৃঢ় বন্ধনে যে ভালোবাসার জন্ম তা সবসময়েই সত্য ও সুন্দর | লেখাটার অন্তঃস্থলে পৌঁছেছেন দেখে ভলোলাগল |
ধন্যবাদ জানবেন |
ছাইরাছ হেলাল
আমিও পছন্দ করি অন্ধকার আলো ।
অনেক ভাল লিখেছেন মনে হচ্ছে ।
ক'রেখেলা_কাটেবেলা
লেখায় উৎসাহ প্রদানকারী ছাইরাছ হেলালকে ধন্যবাদ জানাচ্ছি |