নিশ্চুপ নীরবতা ………..
শব্দ সমুদ্রে শেষহীন অবিশ্রাম
এমন নৈশব্দের স্রোতে ভেসে ভেসে যাওয়া ;
না – না , নেই কোন বিষণ্ণ দুঃস্বপ্ন —
নেই – পাওয়া বা না পাওয়ার সুখ সুখ যন্ত্রণার
জ্বলন্ত লাভা স্রোত, অতীন্দ্রিয় নিশ্চুপ ধূসরতা –
অক্লান্ত স্তব্ধতায় গভীর নীল পাড়হীন বন্ধ্যা ম্লান
স্খলিত স্থবির রাত্রির পাহাড়ের ছায়া ।
জানলার ফাঁক গলে ……….
অক্লান্ত শান্ত স্নিগ্ধ শিউলী সকালকে ই
সুপ্রভাত ।
১৫টি মন্তব্য
যাযাবর
শুভ সকাল আদিব আদনান । বিষণ্ণ দুঃস্বপ্ন না থাকাই ভালো ।
আদিব আদ্নান
অবশ্যই দুঃস্বপ্নহীনতা আমাদের সবার কাম্য ।
এই মেঘ এই রোদ্দুর
সুন্দর……… সুন্দর সকালের শুভেচ্ছা সবাই । আশাকরি দিনটি ভাল যাবে সবার
আদিব আদ্নান
আপনাকেও অপার শুভেচ্ছা ।
সবাই যেন ভাল থাকি আমরা সারাদিন ।
জিসান শা ইকরাম
সুন্দর —
শুভ সকাল , শুভ দিন।
আদিব আদ্নান
আপনাকেও সুন্দর শুভ দিন শুভেচ্ছা ।
লীলাবতী
অলস মাছির শব্দে ভরে থাকে
সকালের বিষণ্ন সময়
পৃথিবীটারে মায়াবি নদী পারের দেশ মনে হয়।
শুভসকাল
শুভদিন।
আদিব আদ্নান
মায়াবী পৃথিবী , তবুও এই মায়ার মাঝেই সব সুখ খুঁজে নেব।
শুভ দুপুর ।
ছাইরাছ হেলাল
ব্যাপক সুন্দর সকাল নিয়ে শুরু করলেন দেখছি ।
চলুক ।
আদিব আদ্নান
এই ঔজ্জ্বল্যে ই কাটুক সারা দিন ।
অবশ্যই চলিবেক ।
শিশির কনা
দিনের শুরুটা সুন্দর হলে , দিনটিও সুন্দর কাটে 🙂 শুভ বিকেল ।
আদিব আদ্নান
অবশ্যই প্রতিক্ষায় সুন্দর সকালের ।
শুভ সকাল ।
জবরুল আলম সুমন
আরেকটা সুপ্রভাত জানালায় উঁকি দেবে আর কিছুক্ষণ পরে… আগাম সুপ্রভাত।
আদিব আদ্নান
নির্ঘুমে এমনই মনে হওয়ার কথা ।
শুভ হোক আর একটি সকাল ।
সুরাইয়া পারভীন
চমৎকার উপস্থাপন
শব্দ চয়ন অসাম