ঘুম ভাঙ্গে
ফুলের গন্ধে-পাখির ঠোঁটে…
কিন্তু আজতো এমন কিছুই হল না …তাহলে আজ কি আমি এখনও ঘুমিয়েই ?
মন্দ কী……ঘুমঘোর বা ঘোর ঘুমেই কাটুক না আজ ।
ছোট বেলায় দীঘল পুকুরে একপায়ে দাঁড়িয়ে থাকে সাদা বক দেখে ভীষন ভালোলেগেছিল , ধরতে চেয়েছিলাম আদর করব বলে ………ধরতে পারিনি – কেউ ধরেও দেয়নি… কেঁদেও ছিলাম অনেক… সেই পাখিটি অধরাই রয়ে গেল ………
৯টি মন্তব্য
লীলাবতী
কিছু পাখি আজীবন অধরাই থেকে যায়!
আদিব আদ্নান
হা হা … আপনি আপনার মতই সুন্দর করে কথা বলেন ।
অধরারাই অধরা হলে মন্দ কী ?
জিসান শা ইকরাম
আজ হয়ত ফুল ফোটেনি
অথবা পাখিরা ডাকেনি
অথবা ডেকেছিল যখন তখন হয়ত আপনি ঘুমিয়ে ছিলেন—
তবে কিছু কিছু না পাওয়া আমাদের মেনে নিতে হয়
না মেনে উপায় নেই বলে ।
আদিব আদ্নান
প্রাপ্তি দিয়ে অপ্রাপ্তি বা অপ্রাপ্তি দিয়ে প্রাপ্তির হিসেব করিনি – রাখিওনি ।
বর্তমানের বাস্তবতা হিরন্ময় , অতএব আসুন – বর্তমানেই বাঁচি – বর্তমানেই হাসি ।
জবরুল আলম সুমন
কিছু কিছু জিনিষ অধরাই থেকে যায়, মানিয়ে নিতে হয়; মানিয়ে নেয়াই জীবন।
আদিব আদ্নান
মানিয়ে নেয়াই জীবন – আপনি হয়ত ঠিকই বলেছেন ।
কিন্তু ………………… সহজ হয়ত নয় সব সময় ।
শিশির কনা
সেই পাখিটি অধরাই রয়ে গেল …….. এখনো সময় ফুরিয়ে যায়নি।
আদিব আদ্নান
শুনেছি পাখিরা নাকি আজকাল খুব দুষ্ট হয় , তাই আর তেমন করে ভাবার সাহস পাই না ।
ভিরু হলে যা হয় আরকী ।
আপনি তো বেশ আনন্দ নিয়ে কথা বলেন ।
সুরাইয়া পারভীন
অধরা সেই পাখিটি
ধরাও দিতে পারে
এখনও সময় থেমে যায়নি