অচেনা সীমন্তনীর মেঘ কালো কুন্তুল ছড়ালো যখন
আদিত্যের আলোকে,
তুরগ ছুটিলো বুকের ভিতর
শাখী ডালে পাখি গায় মধুর সুধা;
মৃগাঙ্ক ম্লান তার রুপবস্ত্রে,
আমি দিশেহারা-
আলয় চ্যুত;
ঝাপ দিয়েছি ঘোরে প্রীতি বৈশ্বানরে।
অম্বু তৃষ্টা মিটেনা সমীরণ খেয়ে
বারীন্দ্র বুকে লবন-
ফুটেনা তাই অরবিন্দ প্রসূন;
অননুমেয় সুপ্তিতে এসে যায়
যা দেখি তা নয় অভ্রভেদী নেত্র ভুল!
পরিতোষ খেলে ক্লেশপুর্ন মনে,
কখনোই ভাবিনি দেহাংশ প্রেমে ব্যাকুল।
মানেনা বাঁধন বিহিতক শাসন-বারণ
একীভাব মোরা প্রেমিক যুগল,
ভুলে গেছি গোত্র,
পরমাত্মার বানী;
তৃপ্তির ঢেঁকুর তুলে খাই বিষফল!
লোকান্তর প্রাপ্তিও সহজ হয়ে যায়,
প্রেমিক ছাড়া অনম্বর পাগল কে আছে এমন?
২৪টি মন্তব্য
মাহবুবুল আলম
কবিতাটি ভাল লাগলে।
নুর হোসেন
ধন্যবাদ প্রিয় ভাই।
ভালবাসা নিবেন।
এস.জেড বাবু
এতো ঢংয়ে অনুভব করার মতো অন্য কোন অনুভুতিও নেই প্রেম ছাড়া।
প্রেমিক তো এমন হবেই।
অসাধারণ সত্যি।
নুর হোসেন
ভালবাসা, নিবেন প্রিয় ভাই।
প্রেম মানেই ঢং
প্রেম মানেই রং
আমরা ঢংয়ে রঙ মেঘে কষ্ট ঢাকি।
এস.জেড বাবু
জ্বী ভাই
অনেকটা- “জেনে শুনে বিষ প্রাণ করার মতো”
রঙিন বিষ।
ধন্যবাদ আপনাকে।
রেহানা বীথি
কেউ নেই।
ভালো লাগলো আপনার কবিতা।
নুর হোসেন
অসংখ্য ধন্যবাদ,
কবিতা ভাল লেগেছে জেনে আমার ভাবনা গুলো স্বার্থক হয়েছে।
তৌহিদ
সবকিছু মেনে নিয়েইতো প্রকৃত ভালোবাসা হয়। জাতপাত, ধর্ম বর্ন কিছুই বাঁধা নয়।
ভালো লিখেছেন।
নুর হোসেন
ধন্যবাদ ভাই।
আমরা সকলেই প্রকৃত প্রেমিক,
পরিবেশ আর মনযোগ আমাদের সবকিছু উল্টে দিয়ে বানিয়ে দেয় ভ্রান্ত!
সুরাইয়া পারভিন
ওরে বাপরে কি শক্ত শক্ত শব্দ চয়ন
চমৎকার উপস্থাপন
নুর হোসেন
প্রিয় বোন, এগুলো সহজ সরল শব্দ যোগ;
আপনি আমার চেয়েও হাজারগুণ ভাল লিখেন।
নৃ মাসুদ রানা
কখনোই ভাবিনি দেহাংশ প্রেমে ব্যাকুল।
এতো কঠিন শব্দ দিয়ে কবিতা লেখার সাহস হয়না কখনো। হয়তোবা হলেও শব্দ গুছিয়ে আনতে পারি না।
নুর হোসেন
ভাই নৃ আপনি চমৎকার লিখেন,
আমি আপনাদের থেকে শিখছি।
ভাল থাকুন।
নুর হোসেন
যথার্থ বলেছেন ভাই, ধন্যবাদ।
জিসান শা ইকরাম
আসল প্রেমিকরাই সত্যিকার পাগল,
ভাল লেগেছে কবিতা।
নুর হোসেন
অসংখ্য ধন্যবাদ ভাই।
সঞ্জয় মালাকার
অসাধারণ কবিতা, ভালো লাগলো।
নুর হোসেন
অসংখ্য ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিকারের প্রেমিক
নুর হোসেন
ধন্যবাদ আপু।
ছাইরাছ হেলাল
প্রেমে এমন পাগলামি থাকে বলেই প্রেম হয়ে ওঠে প্রেম।
নুর হোসেন
ধন্যবাদ।
প্রেম পানির মত বর্ণহীন, আমরা তাতে রংচং মিশিয়ে বিভিন্ন নাম দেই।
মনির হোসেন মমি
সত্যিই বলছেন ভাইয়া প্রেমিক ছাড়া আর কে। খুব ভাল লাগল।
নুর হোসেন
মন্তব্যে অনুপ্রেরিত হলাম,
ধন্যবাদ ভাইয়া।