অভিমানের আত্মকাহিনী

আগুন রঙের শিমুল ১৩ জুলাই ২০১৪, রবিবার, ০৩:৪১:৫৯পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

পঙতিগুলো এলোমেলো এসে ছুঁয়ে যায়
কবিতা মূর্তিমতী বিষন্ন অভিমানে নীল
শব্দেরা সব সেজেছে আজ অভিমানী ডানায়
ধরা দেয়না, একবার এসে বসে তারপর উড়াল।

অথচ কি ভীষন ইচ্ছে করে
মায়াবী কাজল আঁকা চোখে চোখ রেখে
লিখেদেই বিশুদ্ধ ভালোবাসার কাব্য।

ভেবে ভেবে, ভেবে ভেবে
লিখেই ফেললাম অমর কবিতার প্রথম চরনখানি।
”আমি ভালোবাসি তোমাকে।”
কতটা সে জানে আমার ঈশ্বর, আর শুধুমাত্র আমিই জানি।

১১৫৯জন ১১৫৩জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ