(১)
একদিন ভালোবাসা
যদি হুট করে বলে
চলে যাবো!
বাধা দিবোনা
তোমার প্রতিটা পদক্ষেপে
চুমু খাবো।।
(২)
আমার মন খারাপ হলে
ঘর অন্ধকার করে
তোমাকে খুঁজি
আর তুমি সুযোগ পেয়ে
চোখ বেয়ে বৃষ্টি হয়ে নামো!
বলোনা কেনো কিসের অভিমান?
(৩)
তুমি বিদায় বলাতে
হৃদয়ে যে ক্ষত হয়েছে
তা থেকে রক্ত বিচ্ছুরিত হয়!
তুমি কি জানো?
সেই রক্তকণাগুলো
এক একটা ফুটন্ত গোলাপ!
২২টি মন্তব্য
মাসুদ চয়ন
খুব সুন্দর লেখা আপু।গভীর জীবন বোধ
আরজু মুক্তা
শুভকামনা!
রাফি আরাফাত
অনেকদিন পরে প্রথম লেখাটা পড়েই খুব ভালো লাগলো আপু।
শুভ কামনা
আরজু মুক্তা
ধন্য হলাম
তৌহিদ
এত অভিমান!! সে কি ভালো না বেসে পারে!!
দারুণ অনুভূতি। ভালো লাগলো আপু।
আরজু মুক্তা
শুভকামনা!
অভিমানীনি
শবনম মোস্তারী
এমন আহ্বানে ভালোবাসা কি চলে যেতে পারে??
দারুন লিখেছেন আপু।
আরজু মুক্তা
শুভকামনা
নিতাই বাবু
অনেক ভালো লাগলো। অশেষ ধন্যবাদের সাথে শুভকামনা সারাক্ষণ।
আরজু মুক্তা
শুভেচ্ছা অবিরাম,!
মনির হোসেন মমি
বেশী প্রেম মনে হতাশা বারায়।সে বিনা মুহুর্তগুলো জাহান্নাম মনে হয়।খুব ভাল হয়েছে।
আরজু মুক্তা
ভালো বলেছেন
শিরিন হক
অনেক দিন পর এলাম। কবিতায় মুগ্ধ হলাম।
আরজু মুক্তা
মুগ্ধতা থাক আজীবন!
মোস্তাফিজুর খাঁন
অসাধারণ,,, ম্যাডাম ।।
আরজু মুক্তা
আপনিও কম যান না!
শুভকামনা!
শাহরিন
প্রথম টি বেশি ভালো লেগেছে। আহা! কত সুন্দর আর সহজ করে মনের কথা গুলো তুমে ধরেন আপনারা। অনেক ধন্যবাদ।
আরজু মুক্তা
আর আপনার আখাউড়া ভ্রমণ ঐ যে পড়েছি, এখনও গটগট করে বলে দিতে পারবো। এতো সুন্দর করে লিখেন কীভাবে?
মোঃ মজিবর রহমান
ভালবাসায় বিদায় বলা
অন্তরে অনল জ্বালা
হিদ্রয় অভ্যন্তরে রক্তফুটা
বেরিয়ে যায় জানটা।
মুগ্ধ হলাম আপু।
আরজু মুক্তা
আপনার কমেন্ট সবসময় মনকাড়া।
শুভকামনা।
ছাইরাছ হেলাল
ঝর-ঝরে কাব্য, এত্ত সহজে ক্যাম্নে লেখেন কে জানে!
আরজু মুক্তা
আপনি তো ভাই একখান অভিধান!
কোনদিন যে আপনার মতো পারবো।
তবে, কলম ধরেলই লিখা আপন মনে চলে আসে।