অভিমানী ভালোবাসা

আরজু মুক্তা ৩০ আগস্ট ২০১৯, শুক্রবার, ০৯:৪৩:৩৭অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

(১)

একদিন ভালোবাসা

যদি হুট করে বলে

চলে যাবো!

বাধা দিবোনা

তোমার প্রতিটা পদক্ষেপে

চুমু খাবো।।

(২)

আমার মন খারাপ হলে

ঘর অন্ধকার করে

তোমাকে খুঁজি

আর তুমি সুযোগ পেয়ে

চোখ বেয়ে বৃষ্টি হয়ে নামো!

বলোনা কেনো কিসের অভিমান?

(৩)

তুমি বিদায় বলাতে

হৃদয়ে যে ক্ষত হয়েছে

তা থেকে রক্ত বিচ্ছুরিত হয়!

তুমি কি জানো?

সেই রক্তকণাগুলো

এক একটা ফুটন্ত গোলাপ!

 

 

 

১জন ১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ