বহু দুর, বহু বিচিত্র পথ পাড়ি দিয়েও
সিড়ির একটা ধাপও এখনো পেরোতে পারলাম না,
সামনে পড়ে রয়েছে ধুলোমাখা দীর্ঘ রাস্তা!
অদ্ভুত সেই ভ্রমনে এক দুঃখী, অভিমানী কিশোরীকে খুব মিস করছি! (3
আমি তখন পালরদী মাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনিতে ভর্তি হয়েছি, তখন অষ্টম শ্রেনির এক আপুর প্রতি খুব ভাল লাগা কাজ করতো। সে আমাকে খুব জ্বালাতো। কোলে নিতো, গাল টানতো, আর বলতো আমার সাথে প্রেম করবি 😛
তার চুলের বেণী দুটোর সেই ছবি এখনও মনে আছে। তাই বড়দেরও যে মিস করিনা তা নয়।
আর
লেখাটি আমার না কার এটাই মনে করতে পারছি না তাই সংগ্রহ লিখে দিলাম 🙂
৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম
লেখাটি অদ্ভুত কোমল এবং সুন্দর ।
শুভকামনা —
ফাহিম মুরশেদ
থ্যাংকু….
Sanzida
Im shocked
খসড়া
(-3
ফাহিম মুরশেদ
লেখাটি আমার না কার এটাই মনে করতে পারছি না তাই সংগ্রহ লিখে দিলাম 🙂
আদিব আদ্নান
আপনার সংগ্রহটি নিঃসন্দেহে দারুন বলতেই হচ্ছে ।
বড়দের মিস করতে শুরু করুন ।
ফাহিম মুরশেদ
আমি তখন পালরদী মাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনিতে ভর্তি হয়েছি, তখন অষ্টম শ্রেনির এক আপুর প্রতি খুব ভাল লাগা কাজ করতো। সে আমাকে খুব জ্বালাতো। কোলে নিতো, গাল টানতো, আর বলতো আমার সাথে প্রেম করবি 😛
তার চুলের বেণী দুটোর সেই ছবি এখনও মনে আছে। তাই বড়দেরও যে মিস করিনা তা নয়।
আর
লেখাটি আমার না কার এটাই মনে করতে পারছি না তাই সংগ্রহ লিখে দিলাম 🙂
ছাইরাছ হেলাল
এমন সুন্দর ‘সংগ্রহ’ দিয়েই শুরু হোক পথ চলা ।
অভিনন্দন আপনাকে এখানে আসার জন্য ।
বনলতা সেন
মারাত্মক সংগ্রহ বলতেই হচ্ছে ।