এই ইমেজের ৫৮ নাম্বারের নামটা দেখুন । খালি চোখে না দেখলে পাওয়ার ওয়ালা চশমা নিন , তাতেও না দেখতে পেলে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দেখুন । দেখতে আপনাকে হবেই এই নাম । কারন উনি আমাদের সোনেলার একজন প্রিয় ব্লগার সিনথিয়া খোন্দকার আপু ।
আপুর নামে ক্লিক করে তাঁর ব্লগের পোষ্ট গুলো পড়ুন । উনি যে কতটা ফানি , তা ওনার পোষ্ট গুলো পড়লেই বুঝতে পারবেন ।
এই আপুটা এখন বিসিএস স্বাস্থ্য ক্যাডার উত্তীর্ন একজন সহকারী ডেন্টাল সার্জন । অভিনন্দন আপনাকে ডা: সিনথিয়া খোন্দকার -{@
আমাদের আর চিন্তা নেই । দাত নিয়ে ভাবনা আর না আর না । আমি বিশ্বস্ত সুত্রে খবর পেয়েছি সোনেলার ব্লগারদের উনি ফ্রি চিকিৎসা দিবেন । এটি আসলে সত্য কিনা জানি না । আপু এসে যদি ঘোষনা দিয়ে দেন , তাহলে চিন্তা মুক্ত হতে পারি :p সোনেলা ব্লগারদের জন্য একটি কার্ডের ব্যবস্থা করা যায় ।
আপুটা ডেন্টিষ্ট হিসেবে অনেক মায়াবতী হবেন অবশ্যই , ঠিক এমনি রোগীর মুখে হাসি থাকবে ।
কোন ভাবেই আপুটা এমন খতরনাক, গুন্ডা ডাক্তারদের মত ব্যাথা দিবেন না ।
অন্য কারো কথা জানিনা, এই বিজ্ঞাপনের জন্য আমি এবং আমার পরিবারের সবাই যে ফ্রি চিকিৎসা পাবো এটি একশত ভাগ নিশ্চিত। ভাগ্য ভালো অন্য কেউ এই পোষ্ট দেননি 🙂
সোনেলায় ডাক্তারের সংখ্যা বেরেই যাচ্ছে । সিনথিয়া আপু , শুন্য শুন্যালয় আপু , ডাক্তার হয়েই আছেন । হবু ডাক্তার কৃন্তনিকা , শিশির কনা, ব্লগার মেডিকেল বাবা ——- আর কেউ আছেন কিনা জানিয়েন আপনারা ।
আমাকে কিভাবে চিনবেন ? আপুর ফেইসবুকের দু একটি স্ট্যাটাস দেখে একটি মেয়ে ভয় পেয়ে দৌড়ে যাচ্ছে বিদিশা হয়ে, ঐ মেয়েটি আমি । দৌড়ে চলে যাইনা কিন্তু আপু । গাছের আড়ালে লুকিয়ে তাকিয়ে থাকি আপনার দিকে । ঢিসিম ঢাসুম দেখি :p
কবে যে আপুটার মত সাহসী হবো ! ! আপুটার জন্য এত্তগুলা (3 -{@ (3
এই সোনেলায় আপুটার একজন বডিগার্ড আছেন 🙂 বডিগার্ড ভাইয়াটাকেও অনেক শুভেচ্ছা আপুকে উৎসাহ দিয়েছেন বলে -{@
৫০টি মন্তব্য
আগুন রঙের শিমুল
😀
ডাক্তার আইজকা নিজেই দাতের ব্যাথায় কাইত 😀 😀
ওয়েল্ডান লীলাবতী (3
লীলাবতী
বলেন কি ? দাঁতের ব্যাথা খুবই কষ্টের । আমার আছে আমি বুঝি । সুস্থ হয়ে উঠুক আপুটা । কিন্তু আপনি জানলেন কেমতে ? কাহিনী কি ? :p কোটি টাকা দামের প্রশ্ন । ধন্যবাদ ভাইয়া । -{@
সিনথিয়া খোন্দকার
ভাগিস লীলাবতী এই প্রশ্নের উত্তর পোস্ট লিখার আগে জিগেস করে নাই। নাহলে এই পোস্ট আরেকটু লম্বা হতো। (লজ্জা পাওনের ইমু হবে)
আগুন রঙের শিমুল
😀
লীলাবতী
রিস্তা বদল গিয়া , আর ভাইয়া ডাকা হবে না 😀
লীলাবতী
এডিট করার অপশন আছে আপু 🙂 বুঝে গিয়েছি । পাগলাকে সাঁকো নাড়ানোর কথা মনে করিয়ে দিলেন :D)
সিনথিয়া খোন্দকার
শিট ম্যান। 🙁
আগুন রঙের শিমুল
আচ্ছা ”ভাইয়া” না ডাইকা এখন থিকা ”ভাইইইইইয়াআ” ডাইকেন 😀
লীলাবতী
আপনাদের দুজনের জন্য -{@ -{@
আগুন রঙের শিমুল
-{@ (3 থেঙ্কু আপু
মা মাটি দেশ
বতী আপু অনেক উপকারী পোষ্ট দিলেন একটা বয়সে সবাইকে যেতে হবে তার কাছে অথাৎ ডেন্টাল ডাক্তারের কাছে।শুভেচ্ছা জানাতে ভুলবনা আমাদের সোনেলার ডাক্তার আপু সিনথিয়া আপুকে।ভালো থাকুন সব সময়। -{@ (y)
লীলাবতী
ফ্রী না হলেও তাঁর কাছেই চিকিৎসা নেবো ভাইয়া 🙂
সিনথিয়া খোন্দকার
ও মাইগড। আমার মত প্রায় অদৃশ্য কাউকে নিয়ে লিখে ফেলেছে লীলাবতী!!! আজকে রাতে ঘুম হবে না আমার। কেমনে কি?!?! \|/
আমার ফেসবুকের ফ্রেন্ডলিস্টে আছেন আপনি? আমি চিনিনা কেন? হবে না। খেলব না 🙁
লীলাবতী
এই তো এসে গিয়েছেন আপু । অভিনন্দন আপু । অদৃশ্য তাতে কি ? সোনেলা পরিবারেরই তো আমরা।
আপনার ফ্রেন্ডলিষ্টে নেই । কিন্তু দেখি আপনার লেখা । আমার ফেইসবুক আইডি নুতন । আর তেমন বুঝিও না ফেইসবুক । আজ রিকোয়েষ্ট দেবো 🙂
আপনার নাকি দাঁতে ব্যাথা ? 🙁
সিনথিয়া খোন্দকার
হ্যা। ব্যাথা ছিল। এখন একটূ কম।
আচ্ছা। রিকু’র অপেক্ষায় থাকলাম। 🙂
লীলাবতী
🙂
খসড়া
আপুটার জন্য শুধু নয় সকল আপুকেই ভালবাসা। লাবুই আপুরা
লীলাবতী
সবার জন্য ভালোবাসা ।
জিসান শা ইকরাম
অভিনন্দন , শুভ কামনা ডাক্তার সিনথিয়া খোন্দকার।
একে অন্যকে শুভেচ্ছা শ্রদ্ধা জানাতে এমন পোষ্ট জরুরী।
ধন্যবাদ আপনাকে।
লীলাবতী
আপুর ফ্যান হয়ে গিয়েছি আমি । তাঁর লেখাগুলো চমৎকার ।
ছাইরাছ হেলাল
এ দেখছি ডাক্তারনীদের হাট বসে গেছে । এই ব্লগে এত্ত এত্ত ডাক্তার ?
বল ভরসার একটি জায়গা পাওয়া গেল ।
অবশ্যই আপনাকে ধন্যবাদ শার্লক হোমস হিসাবে ।
লীলাবতী
পাঁচ জনের একজন পুরুষ ডাক্তার মাত্র 🙂 আপনাকেও ধন্যবাদ ।
আজিম
না জনাবা লীলাবতী, আমি ডাক্তার নই। এই পোষ্ট এবং মন্তব্যসমুহ দেখে আমার ভাল লাগছে।
আপনিসহ সবাইকে ধন্যবাদ।
লীলাবতী
এডিট করে দিয়েছি ভাইয়া । আপনার একটি লেখা পড়ে ধারনা হয়েছিলো আমার । আপনাকেও ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
অভিনন্দন ডাক্তার আপু, অভিনন্দন লীলাবতী দি বিনামুল্যে চেকয়াপ সুবিধা পাবার জন্য। অনেক মজার পোস্ট ।
লীলাবতী
আপনার কাছ থেকে তো এই সুবিধা পাবো না । কয়েকটি সাগর মহাদেশ পারি দিয়ে আপনার কাছে যাবার সাধ্য আমার নেই । ধন্যবাদ আপু ।
সঞ্জয় কুমার
সমস্যা নেই আমি সিভিল ইঞ্জিনিয়ার এবং আমার ছোট ভাই সনেট ডাক্তার । আমরা সবাই মিলে একটা পরিবার সোনেলা । ।
সিনথিয়া খোন্দকার
আমি ব্যাক্তিগতভাবে সিভিল ইঞ্জিনিয়ারদের খুব ভক্ত। আমার বাবা সিভিল ইঞ্জিনিয়ার। সেই সুবাদে অনেক পরিচিত আঙ্কেলরা যারা সেইই এত্তটূকু বয়েস থেকে আমার খুব প্রিয়, তারাও তা ই। শুভকামনা আপনার জন্য ইঞ্জিনিয়ার সাহেব।
আগুন রঙের শিমুল
:D)
সঞ্জয় কুমার
আঙ্কেল সিভিল ইঞ্জিনিয়ার!!!! wow
জেনে ভাল লাগল
বনলতা সেন
আমি ডাক্তারদের ভয় পাই । কথায় কথায় খালি ছুড়ি চাকু সুঁইয়ের ভয় দেখায় । সফদার ডাক্তার হলে আরও ভয়।
দেশে হৃদয়ওয়ালা ডাক্তারের খুবই অভাব । শুধু এখানের এই ক’জনা ছাড়া ।
দেশ আজ ‘দাক্তারে’ ভরপুর ।
সিনথিয়া খোন্দকার
মুহাহাহাহাহা, আমি খারাপ ডাক্তার। ঝগড়া হইলেই ইনজেকশনের ভয় দেখাই। \|/
আগুন রঙের শিমুল
:Worry:
লীলাবতী
আমাদের সোনেলার সব ডাক্তার ভালো 🙂
মোকসেদুল ইসলাম
অভিনন্দন আপনাকে ডা: সিনথিয়া খোন্দকার
সিনথিয়া খোন্দকার
অনেক ধন্যবাদ ভাই।
লীলাবতী
আপুটা এত্তগুলা ভালো, সবার মন্তব্যের জবাব আমার হয়ে দিয়ে দেন 🙂
আগুন রঙের শিমুল
আইত্তেরি লীলাবতী আম্রে বডিগারড বানায়া দিলেন 🙁
লীলাবতী
ও, মন খারাপ হচ্ছে নাকি ? সাহস থাকলে বলে দিন যে বডি গার্ড হবেন না 😀 :D)
সঞ্জয় কুমার
ডাক্তার সম্পর্কে একটা মজার উক্তি মনে পড়ল
ঈশ্বর আর ডাক্তার কে রাগাবেন না
ঈশ্বর রেগে গেলে ডাক্তারের কাছে পাঠিয়ে দেন
আর ডাক্তার রেগে গেলে ঈশ্বরের কাছে পাঠিয়ে দেন
লীলাবতী
ফান , এতে রক্ষা পেলেন , নইলে আপু কিন্তু ঢিশিম ঢাশিম পারেন 🙂
মশাই
তাকে অনেক অনেক অভিনন্দন, দাঁতের সমস্যায় আর কোন ভয় নেই।
আপনাকে অনেক ধন্যবাদ, সহযোগী ব্লগারকে অভিনন্দন জানিয়ে এমন পোষ্ট উপস্থাপন করার জন্য। এমনি হওয়া উচিত আমাদের সবাইকে।
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ ভাইয়া ।
মিসু
অভিনন্দন ডাক্তার আপু । আপনাকে ধন্যবাদ এমন পোষ্ট দেয়ার জন্য । ডাক্তার আপু তো দারুন ফানি। একটি পোষ্ট পড়লাম । হাসতে হাসতে শেষ । পড়তে হবে সময় করে ।
লীলাবতী
আপু খুব ভালো লেখেন । আমি তো ওনার লেখার বড় ফ্যান হয়ে গিয়েছি ।
শিশির কনা
অভিনন্দন ডাক্তার আপু। আপুর বডিগার্ডের চাকুরী কি স্থায়ী হয়েছে? 🙂
লীলাবতী
চাকুরীদাতা জানেন এটা । তবে স্থায়ীর জন্য সুপারিশ করা হলো 😀
সাইদুর রহমান সিদ্দিক
আমার ট্রিটম্যান করা যাবে কি ? খালি গুম হতে ইচ্ছে করে
লীলাবতী
আপু তো দাঁতের ডাক্তার । দাঁতের চিকিৎসা হলে বলবেন 🙂
সাইদুর রহমান সিদ্দিক
দোয়া কইরেন,আমার সব দাঁত ভাল। কখনও যেন ডাক্তারকে দেখাতে না হয়।এবার বলতে পারেন যে__তাহলে ডাক্তার চলবে কি কইরা ? হুম মেয়েদের মিষ্টি খাওয়ার অভ্যাস আছে আপনার মত। আপনারাই..