সে রাতে আমারও মন ভেঙে ছিলো।
অন্ধকার অমাবস্যায় একাকী
নীরবতায় নিবিড় অশ্রু নীরে
ভাসিয়েছি নিজেকে।
যদি আর নাপাই তোমার দেখা
আর যদি না হয় কথা
ফিরে যদি আর না আসো
আমার গৃহে।
সেদিন আমিও মনে মনে ভেবেছি কত কী।
সেদিন একবার শুধু একবার তোমার হাত দুটো ছুঁয়ে দিতে চেয়েছিলো মন।
শুধু একবার তৃষিত ঠোঁট তোমার ঠোঁটে রেখে
অমৃতের স্বাদ নিতে কিযে,ব্যাকুল ঠোঁট।
মনের গহীনে জমা কথারা বারবার তাড়া দিয়েছে আমায়,
কিছুই হয়না বলা
তুমি যাই বলে চলে গেলে
আমিও কিছু না বলে
তোমাকে দিয়েছি বিদায়।
শুধু চেয়েছি বারে বারে
তুমি তুমি ফিরে চাও এদিক পানে।
শুধু বলো একবার থেকো পথ চেয়ে।
আজ এতোটা বছর পরে
তুমি ফিরে এলে,বড়ো অবেলায়।
এখন আর আমি আগের মত নই।
অপেক্ষায় প্রহর গুনে গুনে আমিও পাথর হয়ে গেছি।
আজ একচোখে জল নেই
তোমাকে দেখবো সে সাধ্যি আমার কই?
ফেলে আসা দিন সুকনো পাতার মতো ঝরে গেছে।
শুধু নিথর দেহ খানি পরে আছে একা বড্ড একা।
কী করে আমাকে তোমায় দেই।
এখন আমি আর সেই আমি নেই।
১৭টি মন্তব্য
রাফি আরাফাত
প্রথমত অবেলা শব্দটা আমার ভিশন ভালো লাগার একটা শব্দ।
আজ এতোটা বছর পরে
তুমি ফিরে এলে,বড়ো অবেলায়।
লাইন দুইটা নিজে লিখতে না পারে অনেক আফসোস হচ্ছে।
ভালো লাগলো অনেক।
ভালো থাকবেন আপু।
শুভ কামনা।
শিরিন হক
আফসোস নেই লিখে ফেলেন।শদ্বেরা সবার কাছে স্বাধীন।
ছাইরাছ হেলাল
ফিরে না পাওয়ার আক্ষেপ, সেই আমি’র!!
শিরিন হক
দোয়া রইলো ভাই।
আরজু মুক্তা
তুমি আর নেই সে তুমি। জানিনা জানিনা কেনো এমনও হয় জানিনা
শিরিন হক
শুভকামনা আপু।
ইঞ্জা
এ যেন আমারই কাব্য, আমিও এমন করে কাউকে বলতে চাই, “এলে তো বড়ই অবেলায় এলে, আমি তো সেই আগের মতো নেই”।
মন ছুঁয়ে দিলেন আপু।
শিরিন হক
ধন্যবাদ দাদা আবেগময় মন্তব্যের জন্য।
ইঞ্জা
শুভেচ্ছা অনিমেষ আপু
মনির হোসেন মমি
মন মরে গেছে এমনি এক অবেলার খপ্পরে
বহু আগে।
বেলা অবেলার কোন মানি এখন র মনে ধরে না।
খুব ভাল লাগল আপু।
শিরিন হক
শুভকামনা ভাই।
তৌহিদ
মনে এত প্রেম নিয়ে কি আর বিরহ সহ্য হয়? আজ আপনাকে আর আপনার লেখক সত্বাকে নতুন করে চিনলাম আপু।
শুভকামনা জানবেন।
শিরিন হক
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
জিসান শা ইকরাম
বেলার কথা বেলা থাকতেই বলতে হয়,
নইলে আক্ষেপ করতে হয়।
যে যাবার সে চলেই গেছে,
তাকে বাদ দিয়েই জীবনে চলা শিখতে হয়।
কবিতা ভালো হয়েছে।
শিরিন হক
কিছু কিছু কথা বুঝে নিতে হয় মুখে বলা যায়না। অবেলায় এলে আর কিছু পাওয়া যায় না।কেউ কারো জন্য বসে থাকেনা
ধন্যবাদ মন্তব্যের জন্য।
প্রদীপ চক্রবর্তী
ফেলে আসা দিন সুকনো পাতার মতো ঝরে গেছে।
শুধু নিথর দেহ খানি পরে আছে একা বড্ড একা।
বাহ্!
কবিতায় এমন করে বহিঃপ্রকাশ আর তাগর তাগর লেখনী।
সবসময় সেরা দিদি।
শিরিন হক
এমন করে বল্লেন বাহ দারুন লাগলো।