অবেলায়

শিরিন হক ২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ০১:৫৭:২৩পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

সে রাতে আমারও মন ভেঙে ছিলো।
অন্ধকার অমাবস্যায় একাকী
নীরবতায় নিবিড় অশ্রু নীরে
ভাসিয়েছি নিজেকে।
যদি আর নাপাই তোমার দেখা
আর যদি না হয় কথা
ফিরে যদি আর না আসো
আমার গৃহে।

সেদিন আমিও মনে মনে ভেবেছি কত কী।
সেদিন একবার শুধু একবার তোমার হাত দুটো ছুঁয়ে দিতে চেয়েছিলো মন।
শুধু একবার তৃষিত ঠোঁট তোমার ঠোঁটে রেখে
অমৃতের স্বাদ নিতে কিযে,ব্যাকুল ঠোঁট।

মনের গহীনে জমা কথারা বারবার তাড়া দিয়েছে আমায়,
কিছুই হয়না বলা
তুমি যাই বলে চলে গেলে
আমিও কিছু না বলে
তোমাকে দিয়েছি বিদায়।
শুধু চেয়েছি বারে বারে
তুমি তুমি ফিরে চাও এদিক পানে।
শুধু বলো একবার থেকো পথ চেয়ে।

আজ এতোটা বছর পরে
তুমি ফিরে এলে,বড়ো অবেলায়।
এখন আর আমি আগের মত নই।
অপেক্ষায় প্রহর গুনে গুনে আমিও পাথর হয়ে গেছি।
আজ একচোখে জল নেই
তোমাকে দেখবো সে সাধ্যি আমার কই?

ফেলে আসা দিন সুকনো পাতার মতো ঝরে গেছে।
শুধু নিথর দেহ খানি পরে আছে একা বড্ড একা।
কী করে আমাকে তোমায় দেই।

এখন আমি আর সেই আমি নেই।

২০৭৯জন ১৯২৩জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ