অবুঝ মন !
বড়ই অবুঝ মন , মানেনা
বন্ধন, না মানে শাসন,
না মানে মায়ের মায়ার বাধন।
চাই শুধুই মীমের সঙ্গ,
না পেলে করে জীবন উৎসর্গ।
প্রেম প্রেম আমার প্রেম
শুধু তাঁর জন্যই আমার এ জীবন।
হে আল্লাহ সব তোমারই জন্য,
সবুজ মন বঝে কোন বারণ,
চাই শুধু তারেই করতে আপন।
চেয়ে দেখ তন্ময় তোমারই দান,
হয়ে গেল মীমের প্রেমের বলিদান।
তোমার স্থান হোক
সুখের স্বর্গরাজ্যে তন্ময়।
১৭টি মন্তব্য
লীলাবতী
ভালো লেগেছে খুব ।
মোঃ মজিবর রহমান
দিদি, গতকাল শুক্রবার হাতিল ঝিলে এই তন্ময় কিশর বয়সেই প্রেমের জন্য আত্তাহুতি দিয়েছেন।
আমাদের ঢাকা শহরেই শিক্ষিত সমাজের মানুষ অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে দিয়েছে যা আইনের চোখে অপরাধ।
আর প্রেমিকআর বিয়ের রেজিস্ট্রি হওয়ার দরুন এই তন্ময় ও মীম বাসা থেকে বাহির হয়ে আত্তহত্যার পথ বেছে নেই। ভাগ্য বলি আর দুর্ভাগ্য বলি মীম বেঁচে গেলেও তন্ময় প্রেমকে জয় কড়তে জীবন উৎসর্গ করেছেন।
শিশির কনা
ভালো লেগেছে খুব ।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
ভালো লাগ্লেই ভালো শিশির কনা।
ছাইরাছ হেলাল
আহারে জীবনের কী অপচয় !
মোঃ মজিবর রহমান
জীবন মনে হয় এরকমই। হেলাল ভাই।
অকালেই ঝরে গেল।
জিসান শা ইকরাম
খারাপ লাগে এমন জীবনের অপচয় দেখলে ।
মোঃ মজিবর রহমান
সত্যই বস।
খসড়া
জীবনের কি অপচয়। দায়ী আমরাই।
মোঃ মজিবর রহমান
অবস্যই আমরা দায়ী।
শুন্য শুন্যালয়
কি যে এক মোহ, ওরা তো কিশোর কিশোরী না বোঝারই কথা..
দুঃখজনক ঘটনা ..
মোঃ মজিবর রহমান
এর মোহ শেষ যে কোথায় জানিনা ………………………………।
স্বপ্ন নীলা
সুন্দর একটি পোস্ট,,,,,,,,ভাল লাগা রেখে গেলাম
মোঃ মজিবর রহমান
থ্যাংকস……………।।
সুকান্ত
তোমার স্থান হোক
সুখের স্বর্গরাজ্যে তন্ময়।
—- ক্যামনে ? ওর সাথি তো রইয়া গেল !!!
(কবিতা সব সময় আমার মাথার উপর দিয়ে যায়, ইহা আমার ভয়াবহ ব্যর্থতা ! )
মোঃ মজিবর রহমান
দাদা, সাথী লাফ দিয়েছিল একমাত্র দয়ালপাকই তাঁরে বাঁচাল।