ছোট্ট আরিয়ান আজ অনেক বড় হয়েছে।কলেজে উঠেছে।কিন্তু এখনো সে প্রতি রাতে আমার সাথে সেই ছোট্ট আরিয়ানের মতোই মাকে খুজতে বের হয়——-
– আচ্ছা বাবা আমি আর কতো বড় হবো?
– কেন?
– আমি তো অনেক বড় হয়েছি বাবা। তাও মা আসেনা কেন?
– হয়তো আর কিছুদিন পর আসবে,অথবা তুই খুজে বের করবি এই অপেক্ষায় তোর মা বসে আছে।
– কিন্তু আমরা কি কম খুজেছি বাবা।প্রতিটা রাত খুজেছি মাকে।
– মার কি আমার কথা একদমি মনে পরে না বাবা?
– পরবে না কেন বাবা।পরে তো।
– তাহলে আসে না কেন?
– আর বেশিদিন না বাবা। চলে আসবে।
– বাবা তুমি সত্যি করে বলোতো মা কবে আসবে?
– কিছুদিনের মধ্যেই চলে আসবে বাবা।
– বাবা আমার শরীরটা আজ ভালো যাচ্ছে না।আজ আর না এগোই। এখন বাসা ফিরে যাই কেমন?
– আচ্ছা ঠিক আছে বাবা চলো।
– বাবা তুমি ঘুমিয়ে পরো। আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পরছি কেমন।
– আচ্ছা ঠিক আছে।
-বাবা তুমি কি কোন কারনে চিন্তুিত?
– নারে বাবা। যা তুই ঘুমিয়ে পর। অনেক রাত হয়েছে বাবা। মশারী টাঙ্গিয়ে শুয়ে পরিস কেমন।
– আচ্ছা ঠিক আছে বাবা তুমিও ঘুমিয়ে পরো।
– ছি বাবা ছি! তুমি এতোদিন আমাকে বুজিয়ে এসব নোংরা কাজ করতে?
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
গল্প এবার ভিন্ন দিকে যেতে শুরু করেছে,
সাথে আছি।
রাফি আরাফাত
ধন্যবাদ ভাই ভালো থাকবেন
শিরিন হক
গল্পের কথা পরে বলবো লেখার পাশে লাল রেখাটি কেনো?ফন্ট স্টাইল ই বা দুরকম কেনো? আমার চোখে খুব লগছে রে ভাই। পড়তে পারছিনা।পড়ার চেয়ে লাল কালারে চোখ বেশী যাচ্ছে।
রাফি আরাফাত
আপু এমন যে কেন হলো আমি নিজেও বুজলাম না। মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন
ইঞ্জা
মানে কি, ছিঃ বাবা ছিঃ কেন?
লেখা কি শেষ, আগের পর্বে অনুরোধ করে ছিলাম আরও বড় লেখা দেওয়ার জন্য?
রাফি আরাফাত
আসলে গল্পটা আগের লেখা। কিভাবে বড় করবো বলেন৷ শেষ না। এখন টুইস্ট আছে।
ইঞ্জা
যেহেতু আগের লেখা, পরের কিছু পর্ব এইটাতে কপি পেস্ট করবেন, প্রথমে ফেবুতে অনলি মি করে কয়েক পর্ব এক জায়গাতে এনে সেইভ করবেন, এরপর তা কপি করে ব্লগে কপি পেস্ট করবেন, কি হবেনা?
রাফি আরাফাত
জি আচ্ছা ভাই। হবে। শুভ কামনা।
মাছুম হাবিবী
ছিঃ বাবা ছিঃ কথাটা বলার কারণ কী? গল্পটা অন্য রকম লাগলো।
রাফি আরাফাত
দেখি সামনের পর্বে বলার কি কারন. ভালো থাকবেন
প্রদীপ চক্রবর্তী
গল্পে ভিন্নতার মাত্রা বহন করছে।
ভালো লেখনী ভাই।
রাফি আরাফাত
জি দাদা আমিও আগ্রহী। ভালো থাকবেন
তৌহিদ
এত সুন্দর গল্পটি কি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? গল্প অন্যদিকে মোড় নিচ্ছে মনে হচ্ছে। পাশেই আছি।
শুভকামনা রইলো।
রাফি আরাফাত
শেষটা এখনো বাকি আছে ভাই। দেখি সামনে কি হয়। ভালো থাকবেন
জিসান শা ইকরাম
বড় হবার পরেও মা কে খোঁজা চলছে!
গল্পের শেষ লাইন পড়েই বুঝা যাচ্ছে, আগামি পর্বেই বাবা ছেলে মুখোমুখি হচ্ছে।
পরের পর্বের অপেক্ষায়,
শুভ কামনা।
রাফি আরাফাত
অপেক্ষা দেখি কি বলে।
শুভ কামনা
শাহরিন
অনেক ছোট হয়েছে গল্পটি। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
রাফি আরাফাত
ধন্যবাদ
শিরিন হক
পরের পর্বের অপেক্ষায় দেখি কি চমক থাকে সেখানে।
অনেক কস্টে পড়েছি। চোখের ডাঃ দেখাতে হবে নিশ্চই আমার।
রাফি আরাফাত
হায় আল্লাহ। এতো কষ্ট করে পড়েছেন আপু৷ ধন্যবাদ দিয়ে ছোট করবো না৷ সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন।
আরজু মুক্তা
কৌতূহল থেকে গেলো।