অবশেষে মিমি(পর্ব-৪)

পুষ্পবতী ২৩ জুলাই ২০১৪, বুধবার, ০৪:৫৪:৩৩অপরাহ্ন গল্প ২৬ মন্তব্য

তোমার নাম কি?

আনিস, তুমি?

জাহেদ।

আগে কোন স্কুলে ছিলে?

আমাদের গ্রামের স্কুলে।

আজকে এতো লেইট করেছ কেন?

আমাদের এই স্যার খুব রাগী

তুমি আজ প্রথম ক্লাসে এলে তাই কিছু বলেনি।

এইভাবে কথা বলতে বলতে আনিস আর জাহেদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেল।

স্কুল ছুটির পর –

মিমি কিরে দাড়িয়ে আছিস কেন?

সীমা একটু দাড়া আনিস আসুক এক সাথে যাবো।

মিমি সীমা আর আনিস এক সাথে স্কুল থেকে বের হয়ে হেটে যাচ্ছে

এমন সময় তাদের সামনে এক পাগল মহিলা হাজির হলো

মহিলাটি আনিসকে দেখে এইটা সেটা বলছিলো আর কান্না করছিলো

সীমা বলল উনি আমাদের পাশের গ্রামেরই।মায়ের মুখে শুনেছি উনি খুব ভালো মানুষ ছিল।

একমাত্র সন্তানকে হারিয়ে পাগল হয়ে গেছে।উনার স্বামী আবার বিয়ে করে সংসার করছে।

আর উনি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাই যেকুনো ছেলেকে দেখলেই ভাবে উনার ছেলে।

সামনে মিমির বাড়ি। তারপর মাঝে আরেকটা বাড়ি পার হয়ে সীমার বাড়ি।

মিমি চলে গেল।বাসায় গিয়ে হাতমুখ ধুয়ে খেতে বসেছে এমন সময় শুনতে পেলো –

রমিজ বাড়ি আছো?

আরে ঘটক ভাই দেখি –

তিনিতো বাইত নাই।বসেন বলল মিমির মা আমেনা বেগম।

আমি আইছিলাম একটা কামে –

কি কাম?

কইতাছি।আগে এক গেলাস পানি খাওয়ান।

পানি খাওয়ার পর বলল -একটা ভালা পোলা আছিল।আপনার বড় মাইয়ার লগে মানাইবো।কি কয়ন?

আমি কি কইতাম ভাই। মাইয়ার বাপে রাজি হইবো কিনা?

আপনি রমিজ মিয়ার লগে কথা কইয়া দেহেন কি কয়। আমি তাইলে উঠি কাইল পরশু আবার আমু।

ঘটক চলে গেল। মিমি মন খারাপ করে পুকুর পাড়ে বসে আছে এমন সময় দেখলো

চলবে …..

৫৬৯জন ৫৬৯জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ