অবরোধ

খাদিজাতুল কুবরা ১৫ জুন ২০২৫, রবিবার, ১১:৫৮:১২অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

দিনগুলি সময় অপসারণ
রাতগুলি তরতাজা মৃত্যুবরণ।
অভিমান উপদ্রুত, অভিযোগ বারণ।
রইল কী কিছু বাকী?
সমূলে উৎপাটিত কবিতার চরণ।
শব্দরা শুধু শব্দ নয়,আমার একান্ত আশ্রয়।
পাখির কলতান, সোনালুর হলুদ থোকা,
ফুল, পাখি ও নদী আঁকা-
আমার হৃদয়ের প্রবেশ দ্বার।
উন্মোচিত কবিতার অমিল দেখেছ,
দেখোনি, শব্দগুলোর সঞ্চয়।
রজনীকান্ত আমার!
বোঝনি বালখিল্যতার আড়ালে লুকোনো
হাজারো নিস্তব্ধতা!
জোছনা তারার মেলা বসিয়ে আমি
আঁধারে করি যাত্রা।
কবিতা কর ফাঁকি দেয়নি,
আরোপিত শুল্ক ছিল চড়া
ফলস্বরুপ অকালে পঙ্গুত্ব এল স্বত্তার।

১৬৭জন ২৯জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ