অবচেতন

মানিক পাগলা ১১ নভেম্বর ২০১৩, সোমবার, ১১:১৯:২৬পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

আমার অন্ধ হৃদয়
দু’পায়ে শুষ্ক বালুচর,
চন্দ্রিমার বিপরীতের আঁধার
গুনে ক্লান্ত প্রহর।

নিমগ্ন চিত্ত আলো খোঁজে
চারিদিকে রাত্রি তিমির,
অলক্ষ্যে দাঁড়ায় সে
কল্পনায় শান্ত নিবিড়।

১১৬০জন ১১৬০জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ