আমি এক দেহত্যাগী
ছুটে চলা উল্কা,
কিছুটা স্রোতের মতই বিভ্রান্ত;
শান্ত বুকের ভেতর অস্থির এক যন্ত্রনা পুষে রাখি-
যে অনবরত গায় বিচ্ছেদের গীত!
অবচেতন মনে ভালবাসার অকারণ পিছুটান নেই-
তাই বিন্দু বিন্দু জমাট ঘামের মত,
রুমালে মুছে দেই জমায়িত ভালবাসা;
আমার আকাশ ভাঙ্গা বৃষ্টির প্রেমে পড়ে-
ভিজতে এসে,
তুমি যে অভিপ্রায়
করেছ সঞ্চয় গোপনে;
তার ভাল-মন্দের পার্থক্য বুঝা খুব জরুরী।
কারন,
আমার কানে বিকট শোনায় প্রেমের শব্দ আহ্লাদের চুম্বনে-
ছোট ছোট সুখগুলো কবেই তো পুড়ে গেছে বজ্রপাতে জীবনের পথে,
ডুবে গেছে ভালবাসার গঙ্গা জলে শুদ্ধ হতে যেয়ে;
যদি আবার ভুল করে ফেলি-
মাথা গুঁজে দেই এফিটাফে!
ধ্বংসাবশেষটা পড়ে থাকবে,
আবেগহীন অভিব্যক্তির পাতায়-
পৃথিবী জুড়ে,
নিখোঁজ সংবাদের তালিকায়।
১৭টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“শান্ত বুকের ভেতর অস্থির এক যন্ত্রনা পুষে রাখি-
যে অনবরত গায় বিচ্ছেদের গীত! “
বিচ্ছেদ নয়, আসুন মিলনের
গাই গান।
যন্ত্রনা নয় শান্তিতে
ফিরে পাই প্রাণ।
শুভ কামনা।
নুরহোসেন
অসংখ্য ধন্যবাদ, মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
আমি এক দেহত্যাগী
ছুটে চলা উল্কা,
কিছুটা স্রোতের মতই বিভ্রান্ত;
শান্ত বুকের ভেতর অস্থির এক যন্ত্রনা পুষে রাখি-
যে অনবরত গায় বিচ্ছেদের গীত! আমার মনের কথা বলে দিলেন। তারপর ও ভালো থাকতে হয়, হবে। ভালো থাকুন , ভালোবাসুন। শুভ সকাল
নুরহোসেন
অসংখ্য ধন্যবাদ, মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
ছোট ছোট সুখ গুলো আমাদের দীর্ঘজীবন পথ এর রসদ হয়ে থাকে। সেটাই যদি বিনষ্ট হয়, তবে বেঁচে থাকা খুব কষ্টকর হয়ে পরে।
নুরহোসেন
অসংখ্য ধন্যবাদ, মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।
আরজু মুক্তা
চলো মিলি প্রাণের উচ্ছ্বাসে।
ভালো লাগলো।
নুরহোসেন
অসংখ্য ধন্যবাদ, মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
ভালোবাসা তো নিজেই পবিত্র আর শুদ্ধ
তাকে গঙ্গার জলে শুদ্ধ করতে গিয়ে
ডুবে মরার কি দরকার বলুন।
চমৎকার উপস্থাপন
সুপর্ণা ফাল্গুনী
দারুন বলেছেন তো আপু
নুরহোসেন
অসংখ্য ধন্যবাদ, মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।
জিসান শা ইকরাম
শেষের নয় লাইন পড়ে অন্যরকম এক উপলব্দি হলো,
ভাল লেগেছে কবিতা।
নুরহোসেন
অসংখ্য ধন্যবাদ, মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
ভালোবাসাহীন পৃথিবীতে নিখোজের খবর কেউ রাখে না।
অন্য রকম ভালোলাগা, এ লেখায়।
নুরহোসেন
অসংখ্য ধন্যবাদ, মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।
ইসিয়াক
সুন্দর কবিতা।
ভালো লেগেছে।
নুরহোসেন
অসংখ্য ধন্যবাদ, মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।